ইউক্রেনের পূর্বাঞ্চলে ২৯৮ জন আরোহী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের যাত্রী, স্কু সবাই মারা গেছেন। বিমান বিধ্বস্তের ঘটনা মালয়েশিয়ায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।
এমএইচ১৭ বিমানটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে ফিরছিলো। ইউক্রেন সীমান্ত পার হওয়ার সময়ে বাক মিশাইলের আঘাতে এটি বিধ্বস্ত হয়। অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে রুশপন্থী জঙ্গীরা ভুলক্রমে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। যদিও বিদ্রোহীরা এ অভিযোগ প্রত্যাখান করেছেন।
মাত্র একমাসের ব্যবধানে মালয়েশিয়া এয়ারলাইন্স এমন দু'টি দু:খজনক ঘটনার শিকার হলো। মার্চ মাসের ৮ তারিখে একই এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। আজ পর্যন্ত বিমানটি খুঁজে পাওয়া যায়নি।
পরপর এমন দুটি ঘটনার প্রেক্ষিতে মালয়েশিয়ার নেটিজেনরা শোকাবহ ঘটনা স্মরণ করতে টুইটারে #প্রেফরএমএইচ১৭ হ্যাশট্যাগ ব্যবহার করছেন।
মালয়েশিয়া এয়ারলাইন্সের একজন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট এমএইচ১৭-এর সাথে সাথে এমএইচ৩৭০-এর নিহতদেরও স্মরণ করে টুইটার এবং ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন:
Within 4month i lost almost 30 frends … Sad but true we live in hostile world #mh17 #malaysia… http://t.co/n1aQ7ohPGp
— HJB ® (@HJB__) July 18, 2014
চারমাসের মধ্যে আমি আমার ৩০ জন বন্ধুকে হারালাম… দু:খজনক হলেও সত্যি আমরা প্রতিকুল পরিস্থিতির মধ্যে আছি।
মালয়েশিয়ার অনেক রাজনীতিবিদ এ ঘটনায় দু:খপ্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেয়া হবে তার ব্যাখ্যা দিয়েছেন।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিহত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন:
Doa saya semasa solat Jumaat tadi utk penumpang2 dan anak2 kapal #MH17 dan keluarga mereka. Ini tempoh yg amat sukar buat kita semua.
— Mohd Najib Tun Razak (@NajibRazak) July 18, 2014
আজ আমি এমএইচ১৭ যাত্রী এবং স্কু'র পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করেছি। আমাদের সকলের জন্য এটা একটা কঠিন মুহূর্ত।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিশামউদ্দিন হোসাইন সরকার কোন বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে তা জানিয়ে টুইট করেছেন:
#MH17 @1MinDef : Our immediate priority – 1) Was d plane brought down? If so 2) How ? 3) Who ? All our intel agensies have been activated .
— Hishammuddin Hussein (@HishammuddinH2O) July 18, 2014
আমাদের তাত্ক্ষণিক অগ্রাধিকার হচ্ছে- ১. বিমানটিকে কি গুলি করে নামানো হয়েছে? যদি তাই হয় ২. কীভাবে নামালো? ৩. কে গুলি করলো? আমাদের সকল গোয়েন্দা এজেন্সিগুলোকে কাজে নামানো হয়েছে।
মালয়েশিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী খৈয়ারের জামালুদ্দিন সংঘাতপূর্ণ এলাকায় বিমান যাওয়ার অভিযোগ নিয়ে আপত্তি জানিয়েছেন:
We must oppose narrative blaming route selection. FACT: many other planes were traversing same route. FACT: ICAO approved the route. #MH17
— Khairy Jamaluddin (@Khairykj) July 18, 2014
বিমানের রুট সিলেকশন নিয়ে যেসব বক্তব্য উঠে এসেছে আমরা তা প্রত্যাখান করছি। ঘটনা হলো, আরো অনেক যাত্রীবাহী বিমান ওই রুটে যাতায়াত করে। এই রুট আইসিএও'র অনুমোদিত।
মালয়েশিয়ার আরো অনেক বিখ্যাত ব্যক্তি এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন। এদের একজন হলেন ব্যাডমিন্টন খেলোয়ার লি চং উই:
My heart aches to see the family members and loved ones of #MH17 going through such a tragic and devastating loss. pic.twitter.com/2TJyMIB9LL
— Dato’ Lee Chong Wei (@lee_c_wei) July 18, 2014
এমএইচ১৭-এর আরোহীদের স্বজনদের অপূরণীয় ক্ষতি দেখে আমার হৃদয় বেদনাবিদুর।
টেলিভিশন ও রেডিও'র উপস্থাপক এক্সান্ড্রিয়া ওআই মন্তব্য করেছেন, দোষারোপ কাউকে সাহায্য করবে না:
Listening to the PC was painful. So much implication that MAS flying the route was a mistake. It's a TRAGEDY. Blame doesn't help.
— Xandria Ooi (@xandriaooi) July 18, 2014
পিসি শুনতেও খারাপ লাগছে এখন। মালয়েশিয়া এয়ারলাইন্সের রুট ঠিক ছিল না এই অভিযোগ আরো অনেক বিষয়কে সামনে নিয়ে আসবে। এটা একটা ট্র্যাজেডি। পরস্পরের প্রতি দোষারোপ কোনো কাজেই আসবে না।
মালয়েশিয়ার লিঙ্গীয় অধিকার উত্সবের সংগঠক পাং খি তেরিক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন:
In a senseless universe, senseless tragedies make sense. In a senseless universe, senseless loving is my only salvation. Hugs to all. #MH17
— Pang Khee Teik (@PangKheeTeik) July 18, 2014
মানবতাহীন বিশ্বের অমানবিক এই ঘটনা সবার মানবিক অনুভূতিকে জাগিয়ে তুলুক। মানবতাহীন বিশ্বের অমানবিক এই ঘটনা আমাদের যাবতীয় অমঙ্গল থেকে মুক্তি দিক। আসুন, সবাই সবাইকে বুকে জড়িয়ে আলিঙ্গনে বাঁধি।
বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে পরস্পরের প্রতি দোষারোপ সাইবার জগতে ছড়িয়ে পড়েছে। তবে মালয়েশিয়ার অনেক নাগরিক এখন যন্ত্রণাময় সময় পার করছেন। তারা তাদের স্বজনদের হারিয়েছেন। এই ট্র্যাজেডি থেকে তাদের উত্তরণ করা দরকার।