- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিডিওঃ ইরাকের মসুলে ইউনুস নবীর মসজিদ ধ্বংস করল আইএসআইএস

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরাক, ইতিহাস, ধর্ম, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ

গত মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ও পশ্চিম ইরাকের অন্যান্য অঞ্চলের দখল নেয়া দ্যা ইসলামিক স্টেট অব ইরাক ও সিরিয়া (আইএসআইএস) প্রাচীন ধর্মীয় উপাসনালয় এবং শিয়া মসজিদ ধ্বংস অব্যাহত রেখেছে।

লন্ডন, ইউকে ভিত্তিক একটি চ্যাথাম হাউসের একজন সহকর্মী ইরাকি হায়দার আল খেয়ি। তিনি টুইটারে মসুলে ইউনুস নবীর মসজিদ [1] (নবী যোনা) ধ্বংসের একটি ভিডিও টুইট করেছেন:

মসুলের ধর্মীয় বিবেচনায় সবচেয়ে ঐতিহাসিক জায়গা ইউনুস নবীর (নবী যোনা) এক মসজিদ  ধ্বংস করেছে আইএসআইএস

সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা এই ভিডিওটি [5] ইউটিউবে আপলোড করেছেন মুরতাদা আল ইউসুফ। 

সুন্নি চরমপন্থী সংগঠনটি ঋষিদের প্রতি শ্রদ্ধাকে নীতি বিসর্জন এবং শিয়া মুসলমানদের বিরোধী মতের মানুষ হিসেবে বিবেচনা করে। 

​​সম্প্রতি ডেইলি মেইল সামাজিক মিডিয়ার বিভিন্ন সূত্র থেকে পাওয়া আলোকচিত্র এবং ভিডিও সহ এই প্রতিবেদনটি [6] প্রকাশ করেছে। সেখানে আইএসআইএস এর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে অন্তত ১০টি প্রাচীন মন্দির এবং শিয়া মসজিদ ধ্বংসের খবর রয়েছে।