গত মাসে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল ও পশ্চিম ইরাকের অন্যান্য অঞ্চলের দখল নেয়া দ্যা ইসলামিক স্টেট অব ইরাক ও সিরিয়া (আইএসআইএস) প্রাচীন ধর্মীয় উপাসনালয় এবং শিয়া মসজিদ ধ্বংস অব্যাহত রেখেছে।
লন্ডন, ইউকে ভিত্তিক একটি চ্যাথাম হাউসের একজন সহকর্মী ইরাকি হায়দার আল খেয়ি। তিনি টুইটারে মসুলে ইউনুস নবীর মসজিদ (নবী যোনা) ধ্বংসের একটি ভিডিও টুইট করেছেন:
ISIS demolish the Nabi Younes (Prophet Jonah) mosque, one of the most historic places of worship in Mosul #Iraqhttps://t.co/qtDQ4o7JxX
— Hayder al-Khoei (@Hayder_alKhoei) July 24, 2014
মসুলের ধর্মীয় বিবেচনায় সবচেয়ে ঐতিহাসিক জায়গা ইউনুস নবীর (নবী যোনা) এক মসজিদ ধ্বংস করেছে আইএসআইএস
সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন মুরতাদা আল ইউসুফ।
সুন্নি চরমপন্থী সংগঠনটি ঋষিদের প্রতি শ্রদ্ধাকে নীতি বিসর্জন এবং শিয়া মুসলমানদের বিরোধী মতের মানুষ হিসেবে বিবেচনা করে।
সম্প্রতি ডেইলি মেইল সামাজিক মিডিয়ার বিভিন্ন সূত্র থেকে পাওয়া আলোকচিত্র এবং ভিডিও সহ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। সেখানে আইএসআইএস এর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে অন্তত ১০টি প্রাচীন মন্দির এবং শিয়া মসজিদ ধ্বংসের খবর রয়েছে।
1 টি মন্তব্য
I like this site so much.