৭ টি নতুন অনলাইন কোর্সঃ নতুন কিছু শিখে আপনার গ্রীষ্মের ছুটিকে পরিপূর্ণ করে তুলুন

School Stops For The Summer: Learning Never Should by Wesley Fryer (CC BY-SA 2.0)

স্কুল স্টপ্স ফর দ্যা সামারঃ অয়েস্লি ফ্রেয়ার পরিচালিত লার্নিং নেভার শুড।   

এই অনলাইন কোর্সগুলোর মাধ্যমে নতুন নতুন দক্ষতা এবং তথ্য জেনে এই গ্রীষ্মের ছুটিতে ব্যস্ত থাকুনঃ 

  • সাংবাদিকতার পরিচিতি – সাংবাদিকতার প্রধান প্রধান নীতি এবং বিভিন্ন বিতর্ক সম্পর্কে জানুন। তীব্রতর হওয়া গল্পের বর্ননা প্রসঙ্গে একজন সাংবাদিকের ভূমিকা পালন করুন।

প্রতিবেদন লেখা, মতামত লেখা, ফিচার লেখা, তদন্তমূলক সাংবাদিকতা এবং রাজনীতি বিষয়ক প্রতিবেদন তৈরি ইত্যাদি বিষয় কোর্সটিতে অন্তর্ভুক্ত রয়েছে। ফিউচারলার্ন ওয়েবসাইটের মাধ্যমে গ্লাসগোর স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় কোর্সটি পরিচালনা করছে। কোর্সটি বিনামূল্যে করা যাচ্ছে এবং ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। 

  • মেটাডাটাঃ অর্গানাইজিং এ্যান্ড ডিসকভারিং ইনফরমেশন – ওয়েবের জন্য, ডেটাবেসের জন্য, সফটওয়্যারের জন্য এবং আমাদের চারপাশের নানা হিসাবনিকাশের এ্যাপ্লিকেশনের জন্য  মেটাডাটাকে কীভাবে তথ্য উপাত্ত হিসেবে ব্যবহার করা যাবে সে সম্পর্কে এই কোর্সটিতে বর্ননা করা হয়েছে।

কোর্সেরার এই বিনামূল্য এমওওসি কোর্সগুলো মূলত মেটাডাটার ব্যবহারকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এটি এমন একটি টুল যা মানুষের পক্ষে এবং কম্পিউটারের দ্বারা সম্পাদিত এই তথ্য যুগের কাজগুলোকে আরও কর্মক্ষম করে তুলবে। তথ্য বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে  মেটাডাটাকে আরও কাছে নিয়ে আসবে। তথ্য বিজ্ঞান এমন একটি ক্ষেত্র যেখানে মানুষ কীভাবে তথ্য সৃষ্টি এবং ব্যবস্থাপনা করে তা নিয়ে আলোচনা করে। কোর্সটি ১৪ জুলাই তারিখে শুরু হবে।

ডেভিড বারস্টোয়ের উপস্থাপনায় পোয়েন্টারের খবর বিষয়ক বিশ্ববিদ্যালয় একটি ভিডিও সম্প্রচারের আয়োজন করেছে। তিনি কীভাবে গল্প, কাহিনী, চরিত্র নির্ভর লেখা লেখেন সে সম্পর্কে ব্যাখ্যা করবেন। এমন গল্প, কাহিনী যেগুলো দেখে মনে হবে যেন চরিত্রগুলো নিজেদেরকে এই গল্প, কাহিনীগুলোর সাথে সম্পৃক্ত করবে না। গল্প, কাহিনী এবং চরিত্র নির্ভর লেখা কি করে লিখতে হয় সে বিষয়ে কোর্সটিতে শেখানো হবে। কোর্সটি ১ আগস্ট তারিখ থেকে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে। রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন ফি ৯৯ মার্কিন ডলার।

  • ডিজিটাল সাংবাদিকতা – স্প্যানিশ ভাষায় – মাল্টিমিডিয়া দক্ষতা বৃদ্ধি সম্পর্কে, অডিও, ভিডিও এবং ওয়েবের জন্য লিখিত কাজ সম্পর্কে কোর্স করানো হবে।

মেক্সিকোর গুয়াদালাজারা বিশ্ববিদ্যালয় পাঁচ সপ্তাহ দীর্ঘ এই কোর্সটির আয়োজন করেছে। এটি সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত এই কোর্সটি আপনারা অনলাইনে পাবেন। মেক্সিকোতে বসবাসকারীদের জন্য কোর্সটির রেজিস্ট্রেশন ফি হচ্ছে ১২ হাজার মেক্সিকান মুদ্রা এবং দেশের বাইরে অবস্থানকারীদের জন্য রেজিস্ট্রেশন ফি হচ্ছে ১২০ মার্কিন ডলার। রেজিস্ট্রেশন করার শেষ সময় ১৭ আগস্ট পর্যন্ত।

  • মোবাইল সাংবাদিকতার পরিচিতি – মোবাইল প্রচার মাধ্যমের সবচেয়ে নতুন ভূ-দৃশ্য এবং মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে সাংবাদিকতা করা যায় সে সম্পর্কে কোর্সটিতে শেখানো হবে।

মোবাইল কিভাবে সাংবাদিকতার উপর প্রভাব ফেলছে তাঁর প্রতিটি স্তরে শিক্ষার্থীদেরকে আরও বেগবান করতে নাইট সেন্টার এই কোর্সটি পরিচালনা করছে। এতে মোবাইল রিপোর্টিং, নকশা তৈরি, পণ্যের উন্নতি সাধন, দর্শক গবেষণা, প্রচলিত ধারা এবং ভবিষ্যৎ মোবাইল অথবা ভবিষ্যৎ পরিধান যোগ্য প্রযুক্তির মতো সবচেয়ে নতুন প্রযুক্তিগত চর্চা এই কোর্সটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিনামূল্যের এই কোর্সটি ৩০ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত চলবে। 

  • সাংবাদিকদের জন্য লিংকডইন – সাংবাদিকতার সাহায্যে সম্ভার হিসেবে ব্যবহৃত বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোকে ব্যবহার করার উপর ক্লাস করানো হবে।

বিনামূল্যে এই ক্লাসটি জুলাই মাসের ২১ তারিখে দুপুর ১২ টা ৩০ মিনিটে করানো হবে। ক্লাসে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই লিংকডইনের (বিনামূল্য) সদস্য হতে হবে।

সৃজনশীল পরিবর্তনকে এগিয়ে নিয়ে যেতে কোর্সগুলো পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। কোর্সেরা বিনামূল্যের এই কোর্সগুলো পরিচালনা করছে। এমওওসি কোর্সটি ১৪ জুলাই তারিখ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 

কয়েকটি কোর্স সহযোগীতার জন্য ইজনেট ওয়েবসাইটটিকে ধন্যবাদ জানিয়েছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .