
তাজিকিস্তানের কাছে মস্কোর দাবি #অ্যালেক্সসদকিভকেমুক্তিদিন, пожалуйста! নীচের সব ছবিগুলো এখানে শেয়ার ও পোস্ট করার জন্য ফ্রিঅ্যালেক্সসদিকভ ইনস্টাগ্রাম ও টুইটার আকাউন্ট থেকে নেওয়া হয়েছে।
#অ্যালেক্সসদিকভকেমুক্তিদিন প্রচারাভিযানে নাম, কার্যস্থান এবং দেশ কোন মুখ্য ব্যাপার ছিল না। গত ১৬ জুন তারিখ গুপ্তচরবৃত্তির ভুল অভিযোগে গ্রেপ্তারকৃত আলেক্সের গ্রেপ্তারের এক মাস হয়ে গেল। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ তাঁর মুক্তির জন্য রাত্রি যাপন করেছে। নীচে তাঁর কিছু চুম্বক অংশ দেওয়া হলঃ