- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইজরায়েলের আকাশে প্যালেস্টাইনি ড্রোন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, প্যালেস্টাইন, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড আজ মনুষ্যবিহীন ড্রোনের তিনটি মডেল প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই ড্রোনগুলো হামলার উদ্দেশ্যে ইজরায়েলের আকাশে ঢুকেছে।

সাংবাদিক দিমা খতিব টুইট করেছেন:

আল কাশেম ব্রিগেড বলেছে যে তারা তিন ধরণের আবাবিল ড্রোন বানিয়ে্ছে: এ১এ, এ১বি আর এ১সি। ছবিতে এ১বিকে একটি মিশনে দেখা যাচ্ছে।

প্যালেস্টাইনে তৈরি এই ড্রোনগুলোর নাম দেয়া হয়েছে আবাবিল [4]। আবাবিল হলো এক জাতের পাখি। পবিত্র কোরানে এদের নাম উল্লেখ রয়েছে। ৫৭১ সালে আবাবিল পাখি ইয়েমেনের সাথে যুদ্ধে মক্কা শরীফকে রক্ষা করেছিল।

গাজার ব্লগার জেহান আলফারা ব্যাখ্যা দিয়েছেন:

প্যালেস্টাইনিদের ড্রোন ব্যবহার করা দেখে ইজরায়েলিরা অবাক হয়েছে। আমরা খুব খুশি! গেমঅবড্রোন [7]!