- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নারীদের কাছে বেশ কাঙ্ক্ষিত হয়ে উঠেছেন আর্জেন্টিনার ফুটবলার ইজিকুয়েল লাভেজ্জি

বিষয়বস্তু: আর্জেন্টিনা, খেলাধুলা, নাগরিক মাধ্যম
Second half of friendly match between Italy and Argentina

ইজিকুয়েল লাভেজ্জি ইতালি এবং আর্জেন্টিনার মধ্যে চলমান প্রীতি ম্যাচে বলে কিক করছেন। ছবিঃ গুইসেপ পিনো ফামা [1]. সকল সত্ত্ব সংরক্ষিত, ডেমোটিক্স (১৪ অগাস্ট, ২০১৩)। 

বিশ্বকাপ খেলা অনেকের মাঝেই তীব্র উত্তেজনা এবং আনন্দ জাগিয়ে তোলে। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে এটি শুধুমাত্র খেলার প্রতি ভালোবাসা হিসেবে নয় বরং ফুটবলকে ঘিরে সকল আবেগ [2]এখানে যেন এক জায়গায় এসে জড়ো হয়। আর্জেন্টিনা দলের তারকা ফুটবলার ইজিকুয়েল লাভেজ্জি [3] ম্যাচ চলাকালীন যে বিশেষ মুহুর্তে তাঁর টি-শার্ট খুলেছেন সে মুহুর্তে তাঁর প্রমীলা ভক্তদের এক বিশাল স্রোত তৈরি হয়ে গেছে। তিনি সাধারনত “পোচো” নামেই বেশ জনপ্রিয়।

২৫ জুন, ২০১৪ তারিখে “পোচো লাভেজ্জির জামাবিহীন খেলা [4]” শিরোনামে একটি ফেসবুক পেজ তৈরি করার পর থেকে এ পর্যন্ত পেজটির ভক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ৫ শতে। লাভেজ্জির (@পোচোলাভেজ্জি [5]) টুইটার একাউন্টে প্রতিটি টুইট করার পর তাঁর গুণগ্রাহীরা প্রতিক্রিয়া জানানঃ 

যেন মনে হচ্ছে এটাই যথেষ্ট নয়, এই ফুটবল খেলোয়াড় ইতোমধ্যে নিজেই কামবিয়া (লাতিন নাচ) নেচেছেনঃ 

পুরুষেরা এ বিষয়ে কি বলবেন ? লা নুয়েভা [10] নামের ফেসবুক পাতায় “পোচো লাভেজ্জির নারীরা” [11] শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়েছেঃ 

Y la verdad que el Pocho puede tener su pinta. Eso no se discute. Lo que se discute es la falta de clase: qué feas quedan las frases “te como todo”, “papito”, “mirá esos abdominales”…
Y ni hablar del mal gusto de “si el Pocho me mira, ¿sabés cómo largo al gordo?”, “mi marido tiene la misma plancha de ravioles (por los abdominales marcados) pero adentro”.
[…] Ya sabemos que somos menos deseados que el Pocho Lavezzi. Pero no hace falta que lo digan tan seguido, en voz tan alta y de manera tan grosera.

সত্যি কথা বলতে কি, পোচো দেখতে সুদর্শন হতে পারেন। আপনি সে বিষয়ে বিতর্ক করতে পারেন না। তবে আমরা তাঁর সম্পর্কে যেসব মন্তব্য করছি সেগুলোতে রুচির অভাব রয়েছেঃ যেমন “বেবি”, “আমি তোমাকে খেয়ে ফেলতে চাই”, “তাঁর বুকের পাঁজড় দেখ ভালো করে…” এ ধরনের মন্তব্যগুলো কতোটা অপ্রীতিকর শোনায়! আর “পোচো যদি আমার দিকে একটু ভালোভাবে তাকায়, তবে তাঁর জন্য আমি আমার স্বামীকে কতো জলদি ছেড়ে দিতে পারি তা কি তুমি জান?” অথবা “আমার স্বামীর শরীরেও তাঁর মতো ছয়টি ভাজ আছে… তবে তলপেটে” – এ কথাগুলো কতোটা অরুচিকর!  

[…] আমরা ইতোমধ্যে জেনে গেছি যে আমরা পোচো লাভেজ্জির মতো ততোটা কাঙ্ক্ষিত নই। তবে এ বিষয়টি বার বার তুলে আনার কোন প্রয়োজন নেই। আর এ নিয়ে এতোটা দৃষ্টি আকর্ষণ করার এবং অভদ্রভাবে কথা বলারও প্রয়োজন নেই। 

এনাফ উইথ সেক্সিজম [12] দাবি করছে, পুরুষেরা যা করেন এটি মোটেও তাঁর ব্যতিক্রম নয়ঃ  [13]

¡Pero cuánta hipocresía en los varones que se escandalizan ahora porque algunas mujeres miran más los abdominales y pectorales de los jugadores que sus performances deportivas! ¡Cuánto cinismo en todos los que señalan el doble discurso de las mujeres, tipo: “¿No era que estaba mal cosificar a las mujeres? ¿Por qué hacen lo mismo ustedes ahora?”
Ojo, tienen razón, la cosificación es degradante sea cual sea el género.
Pero pregunto: ¿cuántos de ellos, cuando sus amigos, familiares, colegas, cosificaban a mujeres, les dijeron lo mismo y les explicaron, como ahora explican a las mujeres Lavezzi-maniáticas, que cosificar es degradante?

এসব মন্তব্য দেখে যেসব পুরুষ হতবাক হচ্ছেন তারা কতোটা ভন্ড হতে পারেন? তারা অবাক হচ্ছেন, কারন, নারীরা খেলোয়াড়দের খেলার নৈপুণ্য না দেখে বরং তাদের শরীরের ভাজ দেখছেন! সে সব ব্যক্তিরা কতোটা নৈরাশ্যবাদী আচরণ করছেন, যারা নারীদের মান বিচার করার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন? যেমনঃ “নারীদেরকে কোন বস্তু হিসেবে তুলে ধরা কি খারাপ নয় ?” “আপনারা কেন এখন একই আচরণ করছেন?” এখানে শুনুন, এটা সঠিক। পুরুষ বা নারী যে কাউকে বস্তু হিসেবে উপস্থাপন করাটা বেশ অপমানজনক। কিন্তু আমি প্রশ্ন করছিঃ আজ লাভেজ্জির প্রতি আচ্ছন্ন হওয়া নারীদের ব্যাপারে যেসব পুরুষ কঠোরভাবে নিন্দা করছেন, ঠিক একই ভাবে তারা কতজন তাদের বন্ধুবান্ধব, পরিবারের সদস্য এবং সহকর্মীদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন যে নারীদের প্রতি বস্তুসুলভ আচরণ করা কতোটা জঘন্য কাজ ? 

আমরা নিচের ছবিটি আপনার নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর জন্য দিয়েছি। ছবিটি দেখে আপনি নিজেই এই বিতর্কের একটি সমাপ্তি টানবেনঃ 

lavezzi instagram [14]

ছবিটি পোচো লাভেজ্জির ইন্সটগ্রাম আকাউন্ট থেকে নেওয়া।