১০ দিন ধরে গোলাবর্ষণের পর ইসরায়েলি বাহিনী এখন গাজায় প্রবেশ করতে শুরু করেছে। এই গোলাবর্ষণে ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে নিক্ষেপিত এক রকেট হামলায় এক ইসরায়েলি নিহত হয়। এই অভিযান শুরু হল গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মিশরের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দেওয়ার পরে।
বোস্টনের একজন সাংবাদিক তোভাহ লাজারোফ, যিনি ইজরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের গভীরে প্রবেশ করে টুইট করেছেন:
It's official from Israel's PMO office, the IDF has begun to enter Gaza.
— Tovah Lazaroff (@tovahlazaroff) July 17, 2014
এটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে দাপ্তরিকভাবে প্রকাশিত, আইডিএফ গাজায় প্রবেশ করতে শুরু করেছে।
তিনি আরও বলেছেনঃ
PMO: The cabinet approved the ground operation after Israel accepted an Egypt brokered cease fire & Hamas rejected it.
— Tovah Lazaroff (@tovahlazaroff) July 17, 2014
প্রধানমন্ত্রীর কার্যালয়ঃ ইসরাইল মিশরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার পর হামাস তা প্রত্যাখ্যান করলে, মন্ত্রিসভা স্থল অভিযানের অনুমোদন দেয়।
গাজার মাটিতে, ইফালাস্তিন রিপোর্ট করেছে:
Bombs everywhere in Gaza no electricity and very thing is bright from all the fires and bombs… #GazaUnderAttack
— فلسطين i (@iFalasteen) July 17, 2014
গাজার সর্বত্র বোমা, কোন বিদ্যুত নেই এবং সব জিনিস আগুন ও বোমায় উজ্জ্বল হয়ে উঠছে…
Nonstop bombing where no where to run… Only Allah will protect you Gaza… #GazaUnderAttack#PrayForGaza
— فلسطين i (@iFalasteen) July 17, 2014
অবিরাম বোমাবর্ষণ চলছে, যেখানে পালানোর কোন জায়গা নেই… হে গাজা, শুধু আল্লাহই তোমাকে রক্ষা করতে পারে …