গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরু

Israel begins ground operations on Gaza. iFalasteen shares this photograph from Gaza on Twitter

ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করেছে। গাজা থেকে টুইটারে ইফালাস্তিন এই ছবিটি শেয়ার করেছে। 

১০ দিন ধরে গোলাবর্ষণের পর ইসরায়েলি বাহিনী এখন গাজায় প্রবেশ করতে শুরু করেছে। এই গোলাবর্ষণে ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে নিক্ষেপিত এক রকেট হামলায় এক ইসরায়েলি নিহত হয়। এই অভিযান শুরু হল গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মিশরের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল করে দেওয়ার পরে।

বোস্টনের একজন সাংবাদিক তোভাহ লাজারোফ, যিনি ইজরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের গভীরে প্রবেশ করে টুইট করেছেন:

এটা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে দাপ্তরিকভাবে প্রকাশিত, আইডিএফ গাজায় প্রবেশ করতে শুরু করেছে। 

তিনি আরও বলেছেনঃ 

প্রধানমন্ত্রীর কার্যালয়ঃ ইসরাইল মিশরের মধ্যস্ততায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার পর হামাস তা প্রত্যাখ্যান করলে, মন্ত্রিসভা স্থল অভিযানের অনুমোদন দেয়। 

গাজার মাটিতে, ইফালাস্তিন রিপোর্ট করেছে:

গাজার সর্বত্র বোমা, কোন বিদ্যুত নেই এবং সব জিনিস আগুন ও বোমায় উজ্জ্বল হয়ে উঠছে…

অবিরাম বোমাবর্ষণ চলছে, যেখানে পালানোর কোন জায়গা নেই… হে গাজা, শুধু আল্লাহই তোমাকে রক্ষা করতে পারে …

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .