- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইজরায়েল এবং গাজায় কী ঘটছে সে বিষয়ে ধারনা পেতে চান? এই পাঁচটি ভিডিও আপনাকে সাহায্য করবে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, প্যালেস্টাইন, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, শরণার্থী
A doll lies on the rubble of a destroyed building on July 11, 2014, following an Israeli airstrike in Gaza City. Photo by Marco Bottelli. Copyright Demotix. [1]

ভবনের ধ্বংসস্তুপের মাঝে খেলনা পুতুল পড়ে আছে। ১১ জুলাই ২০১৪-এ গাজায় ইজরায়েলি বিমান হামলার পরের ছবি এটা। ছবি তুলেছেন মার্কো বত্তেল্লি। স্বত্ত্ব: ডেমোটিক্স।

হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান [2] করার পর ইজরায়েল গত মঙ্গলবার গাজায় আবার ব্যাপকভাবে বিমান হামলা [3] শুরু করেছে। এদিকে হামাসও ইজরায়েলের উপকুল এলাকার দিকে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় [4] জানিয়েছে, গত এক সপ্তাহের বোমা হামলায় ১৯৩ জনের বেশি প্যালেস্টাইনি নাগরিক মারা গেছেন। এদের মধ্যে ৩০ জনের বেশি শিশু, যাদের বয়স ১৬-এর নিচে। তাছাড়া কয়েক হাজার সাধারণ মানুষ আহত হয়েছেন। আহতদের সেবা করার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি এবং ঔষধের সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে হামাসের রকেট হামলায় ইজরায়েলের খুব অল্পসংখ্যক মানুষ-ই [5] আহত হয়েছেন।

ইজরায়েল আর প্যালেস্টাইনে কী ঘটছে সে ব্যাপারে আপনি কি নিশ্চিত নন? সান ফ্রান্সিসকো ভিত্তিক আল জাজিরার নতুন অনলাইন নিউজ চ্যানেল এজেপ্লাস [6] এই ঘটনার ওপরে কিছু স্বল্পদৈর্ঘ্য ব্যাখ্যামূলক ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওগুলোর মাধ্যমে সেখানকার মূল ঘটনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি পশ্চিমা মিডিয়ার পক্ষপাতদুষ্টতার চিত্রও [7] দেখানো হয়েছে।

বিভিন্ন সংবাদসূত্র থেকে [8] ঘটনা জানা নি:সন্দেহে দারুণ একটা বিষয়। কিন্তু যারা শুরুর দিন থেকে ঘটনা জানেন না, তারা এখান থেকে শুরু করতে পারেন। দেখুন:

১. তিন কিশোরের মৃত্যু এবং হাজারো ইজরায়েলির ক্ষুদ্ধ প্রতিক্রিয়া

২. ২০১৪ সালের জুন মাসে ইজরায়েল এবং প্যালেস্টাইনিদের মধ্যে কী ঘটেছিল?

৩. দু'পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে বক্তব্য দিচ্ছেন নিহত ইজরায়েলি কিশোরের মা

৫. ইজরায়েল বনাম প্যালেস্টাইন- সংখ্যার নিরিখে

৫. গাজার জীবন