দুইটি ম্যাচ সমান সমান গোলে অমীমাংসিত থেকে যাওয়া এবং একটি ম্যাচে হেরে যাওয়ার পর রুশ জাতীয় ফুটবল দল তাঁর গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে এবং এই প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবারে অনুষ্ঠিত আলজেরিয়ার বিরুদ্ধে রাশিয়া যদি কর অথবা মর ম্যাচটিতে জয়ী হতে পারতো তবে আজ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা না হয়ে হয়তোবা আরও ভাল কিছু হত। পরবর্তী নক আউট রাউন্ডে এটি হয়তোবা অদম্য জার্মানি দলের মুখোমুখি হত। যাই হোক রাশিয়ান টুইটার ক্ষেত্র অবশ্য ব্যাপারগুলোকে এভাবে দেখে না। একদল হতাশ হয়ে পরেছে, একদল পদত্যাগ করেছে এবং আরেক দল এই ভেবে স্বস্তি পাচ্ছে যে এই দলকে উৎসাহ দেয়ার দুঃস্বপ্নটি অবশেষে শেষ হয়েছে।
টেলিভিশন ব্যক্তিত্ব ভ্লাদিমির সলভয়োভ এই আবেগের সারসংক্ষেপ করেছেনঃ
Позорище. Просто позорище. Могли и не приезжать на чемпионат. Деньги бы федерации сэкономили.
— Vladimir Soloviev (@VRSoloviev) June 26, 2014
লজ্জাস্কর। একেবারেই লজ্জাস্কর। এর চেয়ে বরং আমরা বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেই ভাল হত। তাহলে [রাশিয়ান ফুটবল] ফেডারেশনের অর্থ বেঁচে যেত।
আলজেরিয়ার সাথে রাশিয়ার ম্যাচের ড্র করা গোলটিকে অনেকে রাশিয়ার বাড়ি ফিরে আসার জন্য দায়ী করেছেন। আবার কেউ কেউ দাবি করেছেন, একটি সংকটময় মূহুর্তে (গোলকিপার আকিনেভ পরে বলেছেন যে বল ধরার সেই ব্যর্থতাটি খেলায় কোন রকম ব্যবধান সৃষ্টি করতে পারেনি) আলজেরিয়ার সমর্থকরা রাশিয়ান গোলকিপারকে লেজার রশ্মি দিয়ে অন্ধ করে দিতে চেষ্টা করেছেন।
অবশ্য এ ব্যাপারটি নিয়ে পুরোদমে রাজনৈতিক কৌতুক শুরু হয়ে গেছে – পূর্বাভাস অনুযায়ী এসব কৌতুকের বেশিরভাগ জুড়েই ছিল ক্রিমিয়া এবং ইউক্রেন (কেননা বিশ্বকাপে রাশিয়ার হার নিয়ে ইউক্রেনের জনগণ উল্লাস প্রকাশ করেছেন) সংযোজন নিয়ে।
Крым вернули, вернем домой и сборную России
— Никотинка с Бровями (@Yoghikitt) June 26, 2014
আমরা আবার ক্রিমিয়া ফিরে পেয়েছি। তাই আমরা রাশিয়ান ফুটবল দলকেও ঘরে নিয়ে আসবো।
উদার সাংবাদিক ভ্লাদিমির ভারফলমিভ লিখেছেনঃ
Алжиру сильно повезло, конечно, что он не граничит с РФ.
— Владимир Варфоломеев (@Varfolomeev) June 26, 2014
আলজিয়ার্স এ কারণে বেশ ভাগ্যবান যে তারা রাশিয়ান ফেডারেশনের সাথে কোন সীমানা চিহ্নিত করেনি।
ভার্চুয়াল অতিমানবীয় ব্যক্তিত্ব লেভ শারানস্কি টুইট করেছেনঃ
Сейчас в Северной Африке и на Украине праздник. В Африке, короче, праздник.
— Lev Sharansky (@LevSharansky) June 26, 2014
এখন উত্তর আফ্রিকা এবং ইউক্রেন উদযাপন করছে। কিছুদিন পর আফ্রিকাও উদযাপন করবে।
ভক্তরা পরবর্তী বিশ্বকাপে দলের কৃতিত্ব নিয়ে চিন্তিত। কারন পরবর্তী বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে রাশিয়াতেঃ
в рамках подготовки к Чемпионату мира 2018 года сборная России провела три товарищеских матча в Бразилии
— Смирнов (@sssmirnov) June 26, 2014
২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য প্রস্তুতির একটি অংশ হিসেবে রাশিয়ান ফুটবল দল ব্রাজিলে তিনটি অনুশীলনী ম্যাচ খেলেছে।
Ходят слухи, что сборная России будет первой командой, которая не сможет попасть на домашний чемпионат мира.
— Владимир Вербицкий (@VerbitskyVV) June 26, 2014
গুজব রটেছে রাশিয়ান দল প্রথম আয়োজক দেশ হিসেবে পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে পারবে না।;
ধারাভাষ্যকার জর্জি শেরদানতসেভের মতো অনেকেই স্থানীয় খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতা বাড়িয়ে দিতে রাশিয়ান ক্লাবগুলোতে বিদেশী খেলোয়াড়দের খেলার সুযোগ সীমিত করে দেয়ার পরামর্শ দিয়েছেন। যদিও সমাধানটি কিছুটা বিতর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এতে করে হয়তোবা দলটির উন্নতি হতে পারেঃ
Только полная отмена лимита на легионеров! Пусть наши на тренировках доказывают, что они сильнее иностранцев.
— Георгий Черданцев (@cherdantsev) June 27, 2014
কেবলমাত্র “ভাড়াকৃত সৈনিকের” উপর থেকে নির্ভরশীলতা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে! প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ছেলেদের দেখানোর সুযোগ দিন যে তারাও বিদেশী খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি শক্তিশালী খেলোয়াড়।
বর্তমানে রাশিয়ান দল যেভাবে খেলছে তাতে করে বিদেশী খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা আরোপের মতো সিদ্ধান্তে রাশিয়ান পেশাদার ফুটবল লীগ গুলোতে দেশে তৈরিকৃত খেলোয়াড়ের অনুপাত এমনকি আরও কমে যেতে পারে।