বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ম্যাচে জার্মানি ব্রাজিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ব্রাজিলের এই বিশাল পরাজয়ের ম্যাচটি আরবরা বেশ উল্লাসের সঙ্গে দেখেছে বলে মনে হচ্ছে।
ব্রাজিলের এই অপমানকর পরাজয়ে মিশরীয় @কাজাখেলো টুইটারে তার অনুগামীদের সাথে কৌতুক করেছেন [আরবী ভাষায়]:
معلش يابنتي، تتعوض، كاس العالم الجاي مصر تصعد و انتوا تكسبوا pic.twitter.com/41zh25Mrkv
— KaZaKHeLOمهاتما-كازا (@kazakhelo) July 8, 2014
কিছু মনে করবেন না। এখনও এর পুনরুদ্ধার সম্ভব। পরের বিশ্বকাপে যখন মিশর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে, তখন আপনারা জিতবেন।
একথাও ঠিক যে, এই নেটিজেনদের তাদের জাতীয় দলের উপর কোন বিশ্বাস নেই।
এবং কৌতুক চলছেই।
মিশরীয় হাজেম ইউসুফ দাবি করেছেনঃ
ده من الماتشات اللي بتتكرر مرة كل 100 سنة.. لحد دلوقتي ألمانيا جالها 6 فرص جابت منهم 7 إجوان.
— hazem youssef (@Hazemmontasser) July 8, 2014
এটি ছিল এমন একটি ম্যাচ যা আগামী ১০০ বছরেও আর এর পুনরাবৃত্তি ঘটবে না।
জার্মানি এ পর্যন্ত সাতটি গোল করেছে, আরও ৬টি সুযোগ তাঁরা হারিয়েছে।
আর বাহরাইনের নাদের আব্দুল ইমানের কাছে ব্রাজিলের হার যেন ফুটবলের চেয়েও বেশি কিছু। তিনি টুইট করেছেনঃ
منتخب مسيلات الدموع خروج من كأس العالم بفضيحة مدوية #البرازيل_المانيا
— نادر عبدالامام (@NaderAbdulEmam) July 8, 2014
টিয়ার (কাঁদুনে) গ্যাসের দলটি বিশ্ব কাপ থেকে জঘন্য ভাবে ছিটকে পড়ল।
বাহরাইনে ব্রাজিল কাঁদানে গ্যাসের রপ্তানিকারক দেশ হিসেবে অভিযুক্ত। কারণ, গত ১৪ ফেব্রুয়ারি, ২০১১ তারিখ থেকে সেদেশে সরকার বিরোধী প্রতিবাদ শুরু হলে বিক্ষোভকারীদের দমনে গ্যাসটি চরমভাবে ব্যবহৃত হয়।
অধিক গুরুতর একটি নোটে, ১ দশমিক ৫ মিলিয়ন অনুগামীদের কাছে আল জাজিরার সিরিয় ফয়সাল আল কাশিম বিস্ময় প্রকাশ করে বলেছেন:
الكثير من البرازيليين احتجوا على كأس العالم قبل بدئه، فماذا سيفعلون بعد المباراة مع المانيا؟
— فيصل القاسم (@kasimf) July 8, 2014
এমনকি এটি শুরুর আগেই অনেক ব্রাজিলীয়রা বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। জার্মানির সঙ্গে এই ম্যাচের পর তারা এখন কি করবে ?
এবং সৌদি টিভি প্রেজেন্টার অয়ালেদ আল ফারাজ তার ২ দশমিক ১৩ মিলিয়ন অনুগামীদের কাছে ঠিক অনুরূপ একটি মনোভাব নিয়ে টুইট করেছেন:
الشعب البرازيلي سيفجر غضبة ضد الحكومة بعد ضياع النهائي ! الدنيا ولعت منذ دقايق ! فضيحة فعلا. #البرازيل_المانيا pic.twitter.com/6uT4PMlxmu
— وليد_الفراج# (@waleedalfarraj) July 8, 2014
ব্রাজিলীয়রা ফাইনাল হারানোর পর এখন তাঁরা সরকারের বিরুদ্ধে তাদের রাগ ঢালবে।
কয়েক মিনিট আগেও বিশ্ব একটি জ্বলন্ত কুণ্ড ছিল। এটা সত্যিই একটি কলঙ্ক।