বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ে আরবরা উল্লসিত

 On Twitter, Saudi Hamad Alarify shares this cartoon, drawing attention to the failure of his country's team in international football championships. The comment should read: "I know that feeling bro"


আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপে সৌদি আরবের ব্যর্থতা প্রসঙ্গে সে দেশের নাগরিক হামাদ আলারিফি টুইটারে এই ব্যঙ্গচিত্রটি শেয়ার করেছেন। সেখানে লিখা আছে, “ভাই, আমি তোমার দুঃখটা বুঝি”।  

বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ম্যাচে জার্মানি ব্রাজিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। ব্রাজিলের এই বিশাল পরাজয়ের ম্যাচটি আরবরা বেশ উল্লাসের সঙ্গে দেখেছে বলে মনে হচ্ছে।

ব্রাজিলের এই অপমানকর পরাজয়ে মিশরীয় @কাজাখেলো টুইটারে তার অনুগামীদের সাথে কৌতুক করেছেন [আরবী ভাষায়]:

কিছু মনে করবেন না। এখনও এর পুনরুদ্ধার সম্ভব। পরের বিশ্বকাপে যখন মিশর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে, তখন আপনারা জিতবেন।  

একথাও ঠিক যে, এই নেটিজেনদের তাদের জাতীয় দলের উপর কোন বিশ্বাস নেই।

এবং কৌতুক চলছেই।

মিশরীয় হাজেম ইউসুফ দাবি করেছেনঃ 

এটি ছিল এমন একটি ম্যাচ যা আগামী ১০০ বছরেও আর এর পুনরাবৃত্তি ঘটবে না।

জার্মানি এ পর্যন্ত সাতটি গোল করেছে, আরও ৬টি সুযোগ তাঁরা হারিয়েছে। 

আর বাহরাইনের নাদের আব্দুল ইমানের কাছে ব্রাজিলের হার যেন ফুটবলের চেয়েও বেশি কিছু। তিনি টুইট করেছেনঃ 

টিয়ার (কাঁদুনে) গ্যাসের দলটি বিশ্ব কাপ থেকে জঘন্য ভাবে ছিটকে পড়ল। 

বাহরাইনে ব্রাজিল কাঁদানে গ্যাসের রপ্তানিকারক দেশ হিসেবে অভিযুক্ত। কারণ, গত ১৪ ফেব্রুয়ারি, ২০১১ তারিখ থেকে সেদেশে সরকার বিরোধী প্রতিবাদ শুরু হলে বিক্ষোভকারীদের দমনে গ্যাসটি চরমভাবে ব্যবহৃত হয়।

অধিক গুরুতর একটি নোটে, ১ দশমিক ৫ মিলিয়ন অনুগামীদের কাছে আল জাজিরার সিরিয় ফয়সাল আল কাশিম বিস্ময় প্রকাশ করে বলেছেন: 

এমনকি এটি শুরুর আগেই অনেক ব্রাজিলীয়রা বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। জার্মানির সঙ্গে এই ম্যাচের পর তারা এখন কি করবে ?

এবং সৌদি টিভি প্রেজেন্টার অয়ালেদ আল ফারাজ তার ২ দশমিক ১৩ মিলিয়ন অনুগামীদের কাছে ঠিক অনুরূপ একটি মনোভাব নিয়ে টুইট করেছেন:

ব্রাজিলীয়রা ফাইনাল হারানোর পর এখন তাঁরা সরকারের বিরুদ্ধে তাদের রাগ ঢালবে।

কয়েক মিনিট আগেও বিশ্ব একটি জ্বলন্ত কুণ্ড ছিল। এটা সত্যিই একটি কলঙ্ক।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .