- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গাইডলাইন: মাত্র ৩০ মিনিটে ই-মেইলের নিরাপত্তা নিশ্চিত করুন

বিষয়বস্তু: ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম
#EmailSelfDefense infographic by Journalism++ for the Free Software Foundation (CC BY 4.0) [1]

জার্নালিজম++ ফর ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের #ইমেইলসেলফডিফেন্স [1] তথ্যচিত্রের গাইড বই। (সিসি বিওয়াই ৪.০)

ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন (এফএসএফ) গত ৩০ জুন ২০১৪-এ নতুন ব্যবহারকারীদের জন্য ইমেইল সেলফ ডিফেন্স [2] নামের একটি তথ্যমূলক বই ৬টি ভাষায় [3] প্রকাশ করেছে, যা দিয়ে ইমেইলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। ভাষাগুলো হলো ফরাসি [4], ডাচ [5], জাপানিজ [6], রাশিয়ান [7], পতুর্গিজ [8] এবং তুর্কি [9]। আরো কিছু ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে।

Even if you have nothing to hide, using encryption helps protect the privacy of people you communicate with, and makes life difficult for bulk surveillance systems. If you do have something important to hide, you're in good company; these are the same tools that Edward Snowden used to share his famous secrets about the NSA.

কারো সাথে ইমেইলে যোগাযোগের সময় কোনো কিছু লুকাতে না চাইলেও এই এনক্রিপশন আপনার ইমেইলের নিরাপত্তা যেমন নিশ্চিত করবে। তেমনি যারা আপনার ওপর নজরদারি করতে চাইছে তাদের জীবন কঠিন করে তুলবে। আর আপনি যদি কোনো কিছু লুকাতে চান তাহলে বন্ধুর মতো সহযোগিতা করবে। এডওয়ার্ড স্নোডেনও এটি ব্যবহার করতেন। এটি ব্যবহার করেই তিনি মার্কিন নিরাপত্তা সংস্থা'র (এনএসএ) গোপনীয় ব্যাপার-স্যাপার শেয়ার করেছেন।

"Edward, a friendly email bot helps Email Self-Defense users test their new encryption systems." [10]

এডওয়ার্ড নামের এই ইমেইল বুট দিয়ে ইমেইল সেলফ-ডিফেন্স ব্যবহারকারীরা তাদের নতুন এনক্রিপশন সিস্টেম পরীক্ষা করতে পারবেন।

গত ৫ জুন ২০১৪-এ “রিসেট দ্য নেট [11]” প্রচারণার অংশ হিসেবে এফএসএফ-এর এই গাইড বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত [12] হয়েছে। উল্লেখ্য, ওইদিন অনলাইনে বিশ্ব নজরদারী বিরোধী দিবস ছিল। একই সঙ্গে এডওয়ার্ড স্নোডেনের মার্কিন নিরাপত্তা সংস্থার এনএসএ'র গোয়েন্দা নজরদারি ফাঁস করে দেয়ার বর্ষপূর্তির দিনও।

এফএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নজরদারি ঠেকাতে ইমেইল সেলফ-ডিফেন্স [2] হলো একমাত্র সমাধান:

While we learn email encryption tools, we also need to push politically to reign in surveillance, build a safer Internet [13], and force governments and companies to reduce the amount of data [14] they collect about us in the first place. We hope translated versions of Email Self-Defense can be the entry into this multifaceted movement for people all around the world.

ইমেইল যোগাযোগের সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে ইমেইল এনক্রিপশন ব্যবস্থা সম্পর্কে জানার পাশাপাশি নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক ভাবেই নজরদারি বন্ধ করতে চাপ দিতে হবে। তাছাড়া আমরা যেসব কোম্পানির সেবা ব্যবহার করি তাদের কাছ থেকে তথ্য না নেয়, সে ব্যাপারেও সরকারের ওপরে চাপ প্রয়োগ করা দরকার। আমরা আশা করি, ইমেইল সেলফ-ডিফেন্স অনুবাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে এটি একটি বহুমাত্রিক আন্দোলনে রূপ নিবে।