
সান্তিয়াগোতে হাজার হাজার মানুষ দেখছে চিলি বনাম স্পেনের গ্রুপ বি এর ফিফা বিশ্বকাপের ম্যাচ। খেলায় চিলি ২-০ গোলে জয়ী হয়। ছবিঃ ফারনেন্দো লাভোজ।
চিলির জাতীয় ফুটবল দল প্রতিপক্ষ স্পেনকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ২০১৪ থেকে বিদায় করে দিয়েছে। ব্রাজিলের রিওডি জেনিরোয় অবস্থিত এসতাদিও দো মারাকানা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় এদোয়ার্দো ভারগাস ২০ মিনিটে প্রথমটি এবং চার্লস আরানগুইজ ৪৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন।
১৮ জুন ২০১৪ তারিখে সারা বিশ্বজুড়ে বসবাসরত চিলির নাগরিকেরা তাদের এই জয় রাজপথে উদযাপন করেছেন। অত্যন্ত আন্তরিকতার সাথে অনলাইন ধারাভাষ্য দেয়া শুরু করা হয়। এল ব্লগ ডি মি ফুটবল একুয়াটোরিয়ানো (আমার ইকুয়েডোরিয়ান ফুটবল ব্লগ) ওয়েবসাইটটি কিছু ইতিহাস স্মরণ করেছেঃ
La Roja, humillada por Holanda en la primera jornada (5-1), consumó la debacle este miércoles al caer derrotada por Chile y se queda ya sin opciones de clasificarse, incluso antes del tercer partido ante Australia.
El equipo de Vicente del Bosque se convierte en el cuarto campeón en la historia en despedirse a las primeras de cambio al no haber sumando un solo punto tras dos partidos.
লা রোজা হচ্ছে চিলিয়ান এবং স্প্যানিশ উভয় জাতীয় দলেরই একটি জনপ্রিয় নাম। এর অর্থ হচ্ছে লাল। লা রোজা তাঁর উদ্বোধনী খেলায় নেদারল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল। চিলির কাছে হেরে যাওয়ার পর ১৮ জুন বুধবারে তাদের ভেঙে যাওয়া মনোবলকে তারা আবার শক্তিশালী করে নিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় ম্যাচ খেলার আগেই তাদের দ্বিতীয় ধাপে যাওয়ার সব আশা শেষ হয়ে যায়।
দলটির কোচ ভিসেন্টে ডেল বোসকো। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে স্পেন চতুর্থ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সেই তালিকায় জায়গা করে নিল, যারা প্রথম ধাপে দুইটি ম্যাচে কোন পয়েন্ট অর্জন না করতে পেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল।
ফ্লোরিডা ডায়ারিও ওয়েবসাইটটি সংক্ষেপে বর্ননা করেছেঃ
España, el último campeón del mundo que prometía en Brasil, fracasó en sus primeros dos partidos y terminó eliminado por una destacada selección de Chile.
সাম্প্রতিক ব্রাজিল বিশ্বকাপে সম্ভাবনাময় রক্ষণাত্মক স্পেন দলটি দুইটি ম্যাচেই হেরেছে। অসামান্য চিলি জাতীয় দলের কাছে হেরে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ল।
টুইটার ব্যবহারকারীরাও গর্বভরে তাদের জয় উপস্থাপন করছেন। কেউ কেউ “তাদের” লাল শার্ট পরা দলের বিজয় উদযাপন করছেনঃ
#EliminamosAlCampeonMundial #CopaMundialEspanaChile #EspanaVsChile #LaRojaEsChilena ajjaaj los paseamos en la cancha!!!
— ♡rusher (@rusherforevah2) junio 19, 2014
হা হা হা!!! মাঠে আমরা সঠিকভাবেই তাদের সাথে খেলেছি!!!
Qué lindo ver al pueblo chileno festejando! pic.twitter.com/HQ9a9Vn7T3 #LaRojaEsChilena . Desde Argentina es hermoso verlos así!
— Fans de Benja Vicuña (@VicunaMORIfans) junio 18, 2014
চিলির জনগণকে জয় উদযাপন করতে দেখে খুব ভাল লাগছে! আর্জেন্টিনা থেকে তাদেরকে এভাবে আনন্দ করতে দেখে আমরা অভিভূত!
#EliminamosAlCampeonMundial En la Antártica también lo festejan pic.twitter.com/6KVhryyPY3 @deportes13cl vía @riveros_freddy #LaRojaEsChilena — Prensa Antártica (@prensaantartica) junio 18, 2014
এন্টার্কটিকেও আমরা বিজয় উদযাপন করছি।
স্প্যানিশ দলের কোন কোন ভক্ত এই হেরে যাওয়াকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করেছেনঃ
Querer a un equipo va más allá de derrotas o victorias. @SeFutbol, gracias por estos años. Los campeones siempre se levantan. Ánimo.
— Atlético de Madrid (@Atleti) junio 18, 2014
জয় পরাজয়ের উর্ধ্বে উঠে একটি দলকে ভালবাসতে হয়। স্প্যানিশ জাতীয় দলকে এ বছরের সবকিছুর জন্যই ধন্যবাদ। চ্যাম্পিয়নেরা সবসময়ই তাদের পুরনো রূপে ফিরে যায়। তাই ঘুরে দাঁড়াও।
একজন জনপ্রিয় পেশাদার বাস্কেটবল খেলোয়াড় পাউ গাসোল। তিনি লস এঞ্জেলস লেকারে খেলেন। তিনি স্পেনকে সমর্থন জানিয়ে বলেছেনঃ
Mucho ánimo a nuestra @SeFutbol . Nos habéis hecho vivir momentos muy especiales y estoy seguro que nos los volveréis a hacer sentir. #Vamos
— Pau Gasol (@paugasol) junio 18, 2014
আমি আমাদের জাতীয় দলকে অনুপ্রাণিত করছি। আপনারা আমাদেরকে অনেক আনন্দময় মুহূর্ত দিয়েছেন। আমি নিশ্চিত আপনারা আবারও আমাদেরকে সেই মুহূর্তগুলো এনে দেবেন।
খেলার খবর সংগ্রহকারী সংস্থা ফুটবল মিডিয়াসেট ম্যাচের পর স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিলাসের ক্ষমা চেয়ে বলা কিছু কথার উদ্ধৃতি দিয়েছেঃ
Iker Casillas: “Pedimos perdón a la gente, pero hemos hecho todo lo posible” http://t.co/AmSR48ixuB #Mundial2014 pic.twitter.com/LAROzfLJpl
— Fútbol Mediaset (@FutbolMediaset) junio 18, 2014
ইকার ক্যাসিলাসঃ “আমরা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবে আমরা যতোটা পেরেছি, জেতার জন্য তাঁর সবকিছুই করেছি”।
বিদ্রূপাত্মক টুইটার একাউন্ট @ইয়াউরাবি’র মতো কেউ কেউ ততোটা ক্ষমাশীল ননঃ
Oye Iker Casillas si quieres unas clasecitas de como ser un buen portero te puedo contactar con Memo Superman Ochoa.
— La Dra (@iauraB) junio 17, 2014
হে, ইকার ক্যাসিলাস, কীভাবে একজন ভাল গোল রক্ষক হওয়া যায় সে সম্পর্কে যদি আপনি কিছু শিখতে চান, তবে মেমো সুপারম্যান ওচোয়া’র সাথে পরিচয় করিয়ে দিতে পারি।