
ভেসপায় চড়ে আছেন সুপার প্যান। স্ক্রিনশট নেয়া হয়েছে ইউটিউব থেকে।
বাস্তবের সুপার হিরোর খোঁজ মিললো কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে। তিনি সেখানে ক্ষুধা আর দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করছেন। তার নাম প্যানক্রাসিয়ো লেভাদুরা। নামের অংশবিশেষ ‘প্যান’-এর বাংলা মানে হলো রুটি। তবে বেশিরভাগ মানুষ তাকে সুপার প্যান নামেই চেনে। ভেসপায় চড়ে মাস্ক পরে চলাফেরা করেন তিনি।
সেনাল রেডিও কলম্বিয়ার তথ্যমতে, তিনি প্রতি সোম, বুধ এবং শুক্রবার সকালে গৃহহীন ক্ষুধার্ত মানুষের মাঝে ৫০ পিস রুটি এবং ৫০ বোতল জুস বিলি করেন।
সুপার হিরো নিজের আসল পরিচয় দিতে অনীহা প্রকাশ করেছেন। তবে তিনি ফেসবুকে সক্রিয়। তিনি সেখানে লিখেছেন:
Buenos días Panceros!
[…]
Pido disculpas si no respondo enseguida los mensajes, ya que han llegado mas de 300 mensajes! lose {sic], es una lluvia de bendiciones! y estoy muy emocionado porque se que las ayudas seguirán creciendo como Levadura
Hablen con Dios, hagan su voluntad y todo, Todo! Cambiará para bien Les mando muchas bendiciones y un gran abrazo con Vendaje!
[…]
Gracias por su bonitas Panlabras…los Amo!
শুভ সকাল, রুটি প্রেমীরা!
[…]
আমি ঠিকঠাকমতো আপনাদের প্রশ্নে উত্তর দিতে না পারায় দু:খিত। আমি ইতোমধ্যে ৩০০'র বেশি বার্তা পেয়েছি। আপনাদের আর্শীবাদ সম্পর্কে আমি অবহিত আছি। আমি খুব আনন্দিত যে আপনারা সবাই এতে অংশ নিতে চেয়েছেন। আপনাদের অংশগ্রহণ একে আরো অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। সবকিছুই মহান ঈশ্বরের কৃপায় হয়েছে। সবকিছু ভালোর জন্য পরিবর্তন হবে। আমি সবাইকে আমার তরফ থেকে সুভাশীষ জানাচ্ছি।সুন্দর সুন্দর বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার জন্য ভালোবাসা রইলো।
দরিদ্র এবং ক্ষুধার্ত মানুষের জন্য তার এই প্রচেষ্টা মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছে। দ্য সানডে সাময়িকী লিখেছে:
La acción filantrópica de este súper héroe enmascarado lo ha convertido en un verdadero referente de los bumangueses quienes no pierden la oportunidad de acercarse a él y ofrecer su apoyo, o darle las gracias, que al final es el objetivo primordial de ‘Pancracio Levadura’ más conocido como ‘Súper Pan’.
[…]
Aunque ‘Superpan’ tiene capa no vuela, por lo que utiliza su motocicleta para transportarse por todos los lugares donde Dios lo lleve para entregarle un pan y un café a los más necesitados de la capital santandereana.
বুকারামাঙ্গার মানুষের জন্য সুপার হিরোর জনকল্যাণমূলক কাজ সবার কাছে অনন্য উদাহরণ স্থাপন করেছে। অনেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন, তাকে সহযোগিতা করতে চেয়েছেন, যা সুপার প্যানের উদ্দেশ্য সফল করতে সাহায্য করবে।
[…]
সুপার প্যানের ঢিলেঢালা জামা থাকলেও তিনি উড়ে চলেন না। তিনি মোটরসাইকেলে চড়ে সব জায়গায় যান। ক্ষুধার্ত মানুষের মাঝে রুটি বিলি করেন। কখনো কখনো কফিও দেন।
নিচের ভিডিও-তে সুপার প্যানের কার্যক্রম দেখা যাবে। সংবাদ ওয়েবসাইট ভ্যানগুয়ার্দিয়া ইউটিউবের ফুটেজ নিয়ে প্রতিবদেনটি করেছে:
টুইটারে সুপার হিরোর ভক্তরা #সুপারপ্যান হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে:
http://t.co/butRbGx0XD Hay superheroe de verdad #SuperPan Gran ejemplo podriamos seguir todos Pequeñas acciones para hacer grandes cambios
— Juan Fe Mejia G. (@juanfelipmejia) junio 24, 2014
বাস্তবের সুপার হিরো #সুপারপ্যান। দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য তার এই কার্যক্রমকে সবার উদাহরণ হিসেবে গ্রহণ করা উচিত। ছোট ছোট উদ্যোগ বড়ো পরিবর্তন আনতে পারে।
Te felicito, haces una labor que sólo la hacen los superhéroes, tienes un corazón muy grande. #SuperPan.
— Estefanía Cárdenas (@FiExtreme) junio 24, 2014
অভিনন্দন! আপনি যা করছেন, তা সুপার হিরোদেরই কাজ। আপনি খুব দয়ালু লোক। #সুপারপ্যান
Ojala hubiera muchas personas haciendo buenas obras como #SuperPan
— Paul Echeverry (@PaulEcheverry) junio 24, 2014
আমি আশা করি, আরো অনেকেই #সুপারপ্যানের মতো কাজ করবে।
#SuperPan @soypancero este es el tipo de personas que necesita Colombia. Toda mi admiración y respeto.
— Jose Antonio Avella (@jose_1a) junio 24, 2014
আপনার মতো এমন দয়ালু লোক কলম্বিয়ার আরো দরকার। আপনার কাজ আমাকে মুগ্ধ করেছে। আপনার প্রতি শ্রদ্ধায় মন ভরে গেছে।
Situación sentimental: Queriendo ser el brazo de reina de #SuperPan
— Lucía (@cardozolucia30) junio 24, 2014
স্ট্যাটাস: #সুপারপ্যানের সুইস রোল হতে চাই।
@মেগাজেসাক্স বিস্ময়ের সাথে জানতে চেয়েছেন, সুপার প্যানের আলখাল্লা আর মাস্ক সবাইকে অনুপ্রাণিত করবে কি না?
#SuperPan cual seria su archienemigo? cual creen uds?
— XuX.™ (@MegaJexux) junio 23, 2014
#সুপারপ্যান, আপনার প্রধান শত্রু কে হবে? আপনার কি মনে হয়?