@ইরাকপরিস্থিতি (@IraqProgress) নামে একটি টুইটার অ্যাকাউন্ট মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। টুইটার অ্যাকাউন্টটির মালিক কে তা জানা যায় নি। তবে সেটি থেকে রাশিয়ান ভাষায় পোস্ট দেয়া হচ্ছে। ইউক্রেন পরিস্থিতির ওপরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল অ্যাকাউন্ট (@UkrProgress) রয়েছে, সেটির প্যারোডি করে এই টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। উল্লেখ্য, স্টেট ডিপার্টমেন্টের @ইউকেআরপ্রগেস (@UkrProgress) অ্যাকাউন্টটি ইউক্রেন বিষয়ে রাশিয়ার প্রচারণার বিরুদ্ধে ব্যবহৃত হতো।
এই অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে যেসব টুইট প্রকাশ করা হয়েছে, তা থেকে যে কেউ পরিষ্কারভাবে বুঝতে পারবে, ইরাক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বৈত নীতি নিয়েছে। কেননা, এখন এমন এক পরিস্থিতি সেখানে বিরাজ করছে, যেখানে জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ছাড়া উপায় নেই।
@ইরাকপরিস্থিতি অ্যাকাউন্ট গত ২৪ জুন তারিখে তৈরি করা হয়েছে। আর একদিনের মধ্যেই ৯০০'র বেশি অনুসারী পেয়েছে। টুইট করা হয়েছে মাত্র ১১টি পোস্ট। আর এই পোস্টগুলো ইউক্রেন সংকটের সময়ে রাশিয়ান মিডিয়ার প্রচারণার বিরুদ্ধে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যেসব তথ্যমূলক পোস্ট দিয়েছে, তাকে ব্যঙ্গ করে করা।
আইএসআইএস জঙ্গীরা বর্তমানে বাগদাদে মার্কিন সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়ছে। @ইরাকপরিস্থিতি অ্যাকাউন্টটি এই পরিস্থিতিই তুলে ধরছে, অনেকটা ইউরোময়দান বিপ্লবের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেন পরিস্থিতি তুলে ধরতো। টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে আইএসআইএসের পতাকা এবং ইউনাইটেড ফর আইএসআইএস হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই অ্যাকাউন্ট থেকে আইএসআইএস জঙ্গীদের বর্বরতার চিত্র তুলে ধরা হয়েছে, যেগুলোকে জঙ্গীরা নিজেদের হিরোইজমের প্রকাশ বলে মনে করে।
#Правда о “казнях” и “расстрелах” pic.twitter.com/11qSVtpdEm
— Прогресс для Ирака (@IraqProgress) June 24, 2014
The #truth about “executions” and “firing squads.” [Captions read, “They told you this was an execution of soldiers committed by ‘ISIS militants’? This is the lustration of collaborators with an authoritarian regime, conducted by supporters of democracy from the ISIS!” followed by the phrase, “Don’t believe everything you see.”]
মৃত্যুদণ্ড এবং ফায়ারিং স্কোয়াড সম্পর্কে সত্য হলো (ক্যাপশন পড়ুন: আইএসআইএস জঙ্গীরা যে সৈন্যদের মৃত্যুদণ্ড দিয়েছে, সে কথা কি তারা আপনাকে বলেছে? এটা ছিল স্বৈরাচারী শাসকের ঝাঁ-চকচকে দ্যুতি, যা আইএসআইএস থেকে গণতান্ত্রিক সমর্থকদের সমন্বয়ে গঠিত হয়েছিল। “যা দেখেন, তার সবকিছুই বিশ্বাস করবেন না” এই শব্দগুচ্ছ অনুসরণে করেই এটা বলা।
#Каспаров о действиях Путина в Ираке #правда pic.twitter.com/7pD9QQ8Etc
— Прогресс для Ирака (@IraqProgress) June 25, 2014
#Kasparov on Putin’s actions in Iraq. #Truth [Caption reads, “’The current situation in Iraq is a direct result of Putin’s unilateral actions to erode the foundations of global security.’ – Garry Kasparov, Grand Master.”]
ইরাকে পুতিনের কার্যক্রম প্রসঙ্গে কাসপারভ বলেছেন (ক্যাপশন পড়ুন- “পুতিনের একতরফা কর্মকাণ্ডের ফল হিসেবে ইরাকের আন্তর্জাতিক নিরাপত্তার ভিত্তির ক্ষয় সাধন হচ্ছে_ গ্যারি কাসপারভ, গ্র্যান্ড মাস্টার”।)
শুরুর জনপ্রিয়তা সত্ত্বেও @ইরাকপরিস্থিতি অ্যাকাউন্টটি বেশিদিন টিকতে পারবে না। কেন না, এর টুইট পোস্টে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সিল রয়েছে এবং সেখানে বলা আছে, ইরাকের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে স্টেট ডিপার্টমেন্টের তথ্য পরিবেশন করে। তাছাড়া এটি টুইটার অভ্যন্তরীণ নীতিরও বিরোধী। টুইটারের গাইডলাইনে বলা আছে, প্যারোডি, মতামত কিংবা মজার করার উদ্দেশ্যে কোনো অ্যাকাউন্ট তৈরি করলে, সে সম্পর্কে পরিষ্কার তথ্য দিতে হবে। @ইরাকপরিস্থিতি অ্যাকাউন্ট এর কোনোটাই দেয়নি।
টুইটার এই নতুন অ্যাকাউন্টটির প্রতি মনোযোগ না দেয়া পর্যন্ত অনেকেই রুনেটে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার প্রচারণা যুদ্ধ উপভোগ করে যাবেন।