
কোমা থেকে বেড়িয়ে এসে রেসিং ড্রাইভার মাইকেল শুমাখার কি ধরণের বিশ্ব দেখবেন? রুশ ছলনা। ছবিঃ কেভিন রথরক।
মোটর রেস খেলার অবসরপ্রাপ্ত গাড়িচালক মাইকেল শুমাখার গত ২৯ ডিসেম্বর, ২০১৩ তারিখ থেকে ১৬ জুন, ২০১৪ তারিখ পর্যন্ত আঘাত জনিত কারণে কোমাতে ছিলেন। বরফে স্কি করার সময় ভয়াবহ এক দূর্ঘটনা ঘটার পর তিনি কোমায় চলে যান। অবশেষে শুমাখারের যখন জ্ঞান ফিরে এলো এবং তিনি হাসপাতাল থেকে বাড়ি এলেন, তখন রাশিয়ান টুইটার ব্যবহারকারীরা এ ঘটনাটিকে স্বাগত জানায়। তারা যেন খেলাধুলা এবং রাজনীতি নিয়ে কৌতুক করার একটি সুযোগ পেয়ে গেল।
যেহেতু কিয়েভের সাথে মস্কোর সম্পর্কে কিছুটা উত্তেজনা বিরাজ করছে তাই অনেক ব্লগারই ইউক্রেনের গালে “কোমা কৌতুকের” চড় মারতে বেশ উদগ্রীব হয়ে আছেন। ক্রেমলিনের কর্মকর্তা ভ্লাদিসলাভ সুরকভের এই ব্যঙ্গাত্মক একাউন্টে বলা হয়েছেঃ
Шумахер вышел из комы, а украина в нее вошла… #газ
— Сурковъ (@SurkovRussia) June 16, 2014
শুমাখার কোমা থেকে বেড়িয়ে এসেছেন, কিন্তু ইউক্রেন কোমায় চলে গেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়কে আরেকটি টুইটার একাউন্ট থেকে ব্যাঙ্গ করা হয়েছে। আপাত দৃষ্টিতে ইউক্রেনের রাজনীতিকে দমন করে এমন ডানপন্থী চরমপন্থীদের সাথে ক্রেমলিনের আচ্ছন্নতাকে উদ্দেশ্য করে এই একাউন্টের মাধ্যমে খোঁচা মারা হয়েছে।
Шумахер вышел из комы. Теперь главное не рассказывать ему, что весь мир, кроме России, оказался под властью фашистов, пока он спал.
— Мuд Роисси (@Fake_MIDRF) June 16, 2014
শুমাখার কোমা থেকে বেড়িয়ে এসেছেন। শুমাখারকে এ কথাটি একেবারেই বলা যাবে না যে তিনি যখন ঘুমিয়ে ছিলেন তখন রাশিয়া ছাড়া সারা বিশ্ব ফ্যাসিবাদী নিয়ন্ত্রণের অধীনে চলে গেছে।
স্বাধীন টেলিভিশন চ্যানেল যখন টুইট করেছে যে ইউক্রেনে সহিংসতা এবং আকস্মিক রাজনৈতিক পরিবর্তন ঘটে যাওয়ার পুরোটা সময় জুড়ে শুমাখার ঘুমিয়ে ছিলেন, ঠিক সে সময়ে খবরটি তাঁর কাছে বেশ মর্মঘাতী হবে বলে একজন টুইটার ব্যবহারকারী কৌতুক করে বলেছেন।
@tvrain Не говорите человеку такое. А то опять в кому…
— Евгений сын Юрия (@XA3AK) June 16, 2014
আপনি কি তাঁকে এ বিষয়ে কিছু বলতে গিয়েছেন। তবে আপনি তাকে আবারও কোমায় পাঠিয়ে দেবেন।
আরেকজন টুইটার ব্যবহারকারী ইউক্রেনের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ঘটনাগুলোকে খেলাচ্ছলে শুমাখারের সুস্থ হয়ে ওঠার সাথে সংযুক্ত করেছেনঃ
По результатам референдума, Шумахерская Народная Республика (ШНР) заявила о своем выходе из комы.
— Миша Шозанахер (@loooh_pidrrr) June 16, 2014
একটি গনভোটের ফলাফল অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী শুমাখার (এসএনআর) কোমা থেকে উঠে আসার সিদ্ধান্ত সম্পর্কে ঘোষণা দিয়েছেন।
অন্যরা সরস মন্তব্য করে বলেছেন, শুমাখার ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির খেলা দেখতে ঘুম থেকে উঠে পরেছেন।
По данным Быстрого Слона, выход Шумахера из комы приурочен к старту сборной Германии на футбольном ЧМ-2014 http://t.co/thAp47E5wU
— Самый Быстрый Слон (@FastSlon) June 16, 2014
ফাস্ট স্লোনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানি ফুটবল দল যখন মাঠ দখল করে নিতে যাচ্ছে ঠিক তখনই শুমাখার কোমা থেকে বেড়িয়ে এসেছেন।
অবশ্য কয়েকজন রাশিয়ান বিশ্বটিকে যেমন ভয়ংকর করে তুলেছেন শুমাখারও যদি পৃথিবীটাকে তেমন ভয়ংকর মনে করেন, তবে এই শেষের টুইটে যে দৃশ্যের বর্ণনা দেয়া হয়েছে, তিনি সেই দৃশ্যটিকে বেছে নিতে পারেনঃ
Шумахер вышел из комы, почитал новости, сказал: “да вы все офигели” – и попросил снова вернуть его в кому.
— Мuд Роисси (@Fake_MIDRF) June 16, 2014
শুমাখার কোমা থেকে বাড়িয়ে এসেছেন। তিনি সাম্প্রতিক সময়ের খবরগুলো পড়ছেন। তিনি বলেছেন, “হ্যাঁ, আপনারা সবাই পাগল হয়ে গেছেন”। আর বলেছেন, তিনি তাঁর কোমাতে আবার ফিরে যেতে চান।