২০১৩ রাইজিং ভয়েসেস ক্ষুদ্র অনুদানপ্রাপ্ত ম্যাপিং ফর নাইজার ওপেনস্ট্রীটম্যাপ দল গত মে মাসে বুর্কিনা ফাসোতে সমাবেশের জন্য নিয়ামে থেকে উঅগদৌগৌতে যাত্রা করে। যে কর্মশালায় তাঁরা যোগ দিতে যান, সেটির উদ্দেশ্য ছিল ওপেনস্ট্রীটম্যাপ ব্যবস্থায় তাদের প্রযুক্তিগত ক্ষমতার উন্নতি সাধন করা। ওএসএম বুর্কিনা ফাসো দল ছাড়াও, তারা সেখানে সেনেগাল ও টোগো থেকে আসা ওএসএম দলের সাথেও সাক্ষাৎ করে। তারা বলেছে [ফরাসী ভাষায়]:
… toutes les structures des pays participants ont présenté leurs activités au sein de leur projet, c’est partant de cette occasion que le projet Mapping For Niger a été vivement félicité des résultats auxquelles il est parvenu. Malgré la faiblesse des moyens logistiques dudit projet, le l’activisme et le dynamisme de ses membres les ont permis de battre un travail sérieux dans l’émission des données cartographique des horizons du Niger.
… অংশগ্রহণকারী কোম্পানীর সব সংগঠনগুলো তাদের মূল কার্যক্রম উপস্থাপন করেছে, যেগুলোর অর্জনের ফলাফলের উপর ম্যাপিং ফর নাইজার প্রকল্পটিকে অভিনন্দিত করা হয়। প্রকল্পটির সীমিত প্রযুক্তিগত তৎপরতা সত্ত্বেও, নাইজার এর দিগন্ত জুড়ে ম্যাপিং তথ্য সৃষ্টির কাজে এগিয়ে যেতে দলটি তাঁদের সদস্যদের কাজকর্ম এবং গতিশীলতার প্রচেষ্টাকে অনুমোদন দিয়েছে।
তাদের ভ্রমণের কিছু ছবি:
এছাড়াও দলটি বৈঠকে দেখা হওয়া অন্যান্য ওএসএম’দেরও কিছু বন্ধুত্বপূর্ণ পোর্ট্রেট তৈরি করেছেঃ
এবং তাঁদের শিক্ষকমণ্ডলীঃ
সবগুলো ছবিই ম্যাপিং ফর নাইজার ফেসবুক পাতা থেকে পুনরায় প্রকাশিত।