গুগল ক্রোম ব্যবহারকারীরা, টেরা ইনকগনিটা আপনার ব্রাউজিং এ কৌতূহল ও দৈবক্রমে কিছু পাওয়ার সুযোগ এনে দিবে

Screenshot from the Terra Incognita wesbite.

টেরা ইনকগনিটা ওয়েব সাইটের স্ক্রিনশট।  

পাকিস্তানে একটি এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনিজুয়েলায় প্রতিবাদ। নাইজিরিয়ায় মেয়ে অপহৃত

মানবজীবনে খুব দ্রুত ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনার পুরনো স্মৃতি খুঁচিয়ে তোলে না এমন স্থান সম্পর্কে প্রাসঙ্গিক, মজার, বাবাঁধাধরা কোন চূর্ণবিচূর্ণ করা তথ্য ভান্ডারে যদি আপনি সহজেই প্রবেশ করে ফেলতে পারেন তবে ব্যাপারটি কেমন হবে ?

অর্থের সামান্য পার্থক্য ঘটানো দৃষ্টিভঙ্গি আবিষ্কার করতে সমস্ত গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য টেরা ইনকগনিটাঃ বিশ্বের ১০০০ টি শহর নামে “দৈব ক্রমে পাওয়া প্রকৌশলের” নকশায় নির্মাণ করা হয়েছে। ক্রোম ওয়েব স্টোর থেকে বিনামূল্যে কেবলমাত্র তাদের ক্রোম এক্সটেনশন ডাউনলোড করেই বিশ্বের ১০০০ টি শহর সম্পর্কে সাধারণ খবর কাঠামোর বাইরে থাকা কিছু তথ্য জানা যাবে।

টেরা ইনকগনিটা ওয়েবসাইট থেকে যা জানা যাবেঃ 

বেশিরভাগ পরামর্শমূলক ব্যবস্থা, যেখানে আপনাকে “মিলের” উপর ভিত্তি করে তথ্য প্রদান করে থাকে, সেখানে টেরা ইনকগনিটা আপনাকে দৈবক্রমে শুভ ও অপ্রত্যাশিত আবিষ্কারের উপর ভিত্তি করে তথ্য প্রদান করবে। টেরা ইনকগনিটা এ্যাপলিকেশনটি আপনি যতবার খুলবেন, ততবার এটি এমন একটি শহর সম্পর্কে আপনাকে জানাবে যেটির সম্পর্কে আপনি আগে কখনও পড়েননি। এটি আপনাকে এই শহরগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিবে। রাশিয়ার শেলিয়াবিনস্ক, জাপানের হিরোশিমা, গুয়ামের হাগাতনা এবং বাংলাদেশের ঢাকা সেসব শহরের মধ্যে অন্যতম যেগুলোর সম্পর্কে আপনি এখানে জানতে পাবেন। 

একবার বিনামূল্যের এই এক্সটেনশনটি আপনি ডাউনলোড করে নিলে আপনার এড্রেস বারে শুধুমাত্র টেরা ইনকগনিটা বোতামে ক্লিক করেই আপনি এটি চালু করতে পারবেন। এড্রেস বারটি আপনার কাছে একবারই একটি ইমেইল এড্রেসে লগইন করতে বলবে। টেরা ইনকগনিটা’র মাধ্যমে ব্রাউজ শুরু করার আগে আপনাকে একটি ব্যবহারকারীর লেখাপড়া সম্মতি সম্পর্কিত একটি ফর্মে স্বাক্ষর করতে হবে এবং তাঁর সাথে সাথে লেখাপড়া প্রাক-কালীন একটি সংক্ষিপ্ত সার্ভে ফর্মে (যা করতে মাত্র এক মিনিট সময় লাগবে) উত্তর দিতে হবে।

নাগরিক প্রচার মাধ্যম প্রকল্পের জন্য টেরা ইনকগনিটা একটি এমআইটি কেন্দ্র। ম্যাট স্টেমপেক এবং ইথান জুকারম্যানের (জিভি’র অন্যতম একজন সহযোগী প্রতিষ্ঠাতা!) সহযোগীতায় ক্যাথেরিন ডি’ইগনাজিও এটি তৈরি করেছেন। 

যারা জানেন না “এক্সটেনশন” কি, তাদের জন্য বলছি। এগুলো গুগল ক্রোম এবং এতে দেখতে পারা যায় এমন ওয়েবসাইটগুলোর কর্ম দক্ষতা বিস্তৃত করে। উদাহরণ হিসেবে বলা যায়, অ্যাড্রেস বারে একটি নতুন বোতাম যোগ করলে গুগল ক্রোমে এই এক্সটেনশনে চলে আসে। এ্যাপের তুলনায় এক্সটেনশনগুলো ওয়েবসাইট এবং ওয়েব এ্যাপ গুলোকে কিছুটা কোণাকুণি পথে অতিক্রম করে।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .