মার্সেলিনো টরেসিলা কলম্বিয়ার নাগরিক। থাকেন সংযুক্ত আরব আমিরাতে। তিনি ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের মুসলিম সমর্থকদের একটি চিত্র তুলে ধরেছেন:
se espera para el mundial la llegada de 50 mil musulmanes provenientes de países tan diversos como Irán, Nigeria, Argelia, Estados Unidos, el Reino Unido, Malasia y muchos otros de la región del Golfo Arábigo, que de seguro abarrotarán las más de ochenta mezquitas que existen a lo largo y ancho del extenso país brasilero;
বিশ্বকাপের জন্য ইরান, নাইজেরিয়া, আলজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ আরব উপসাগরের অনেক দেশ থেকে ৫০,০০০ সমর্থক ব্রাজিলে পাড়ি দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। নিশ্চিতভাবেই তারা দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৮০টির বেশি মসজিদে ভিড় জমাবেন।
তিনি আরো লিখেছেন:
En seis de los 32 países en contienda en este mundial, el islam tiene una presencia significativa. Entre dichos países se encuentra a Bosnia-Herzegovina, Camerún, Irán, Costa de Marfil y Nigeria.
বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দেশের মধ্যে ৬টি দেশে ইসলাম ধর্মের ব্যাপক প্রভাব রয়েছে। দেশগুলি হলো বসনিয়া-হার্জেগোভিনা, ক্যামেরুন, ইরান, আইভরি কোস্ট এবং নাইজেরিয়া।
মার্সেলিনোকে টুইটারে অনুসরণ করতে পারেন এখানে।