
মাচুপিচ্চু। ছবি- ফ্লিকার থেকে জেকে- এর সৌজন্যে। সিসি বাই- এনসি-এসি২.০
মাচুপিচ্চু পুরোনো শহর হলেও এর অনেক কিছুই এখন পর্যন্ত আবিস্কারের বাকি আছে। পেরুর কুসকোতে অবস্থিত বর্তমানে মাচুপিচ্চু আরোহীদের একটি জনপ্রিয় জায়গাতে ইনকা সম্রাট কর্তৃক নির্মিত ইনকা ট্রেইলের (মেঠো পথের) একটি বিরাট নেটওয়ার্ক আবিস্কৃত হয়েছে। ওয়ারাংতামবো (উইন্ড ইন) থেকে শুরু হয়ে মাচুপিচ্চুর পিছন পর্যন্ত এর অবস্থান, এ স্থান থেকে ইনকা লাকটা ( গ্রাম) দৃষ্টিনন্দনভাবে দৃশ্যমান।
কুসকোর বিকেন্দ্রীকৃত সংস্কৃতি বিভাগ তাঁদের ওয়েবসাইট কুসকো ২.০ তে এ বিষয়ে প্রতিবেদন পূনঃপ্রকাশ করেছেঃ
El impresionante camino descubierto consta de aproximadamente un kilómetro y medio de largo y entre 1.20 y 1.40 metros de ancho, variando según la topografía del terreno. Aún no puede ser apreciado en su totalidad por estar cubierto por vegetación, pero gracias al equipo de investigadores del Parque de Machu Picchu, algunos tramos pudieron ser liberados de la maleza y árboles que los cubrían, evidenciando muros de contención de factura inca de hasta tres metros de altura.
আকর্ষনীয় এ মেঠোপথটি লম্বায় দেড় কিলোমিটার ও প্রস্থে ১.২০ এবং ১.৪০ মিটারের মাঝামাঝি। ভূমিরূপের উপর এর প্রস্থের তারতম্য ঘটে। পুরো এলাকাটি গাছপালা দিয়ে আবৃত, গবেষক দলকে ধন্যবাদ যে তাঁরা মাচুপিচ্চু পার্ক থেকে গাছপালা দিয়ে ঢেকে থাকা কিছু অংশ অনাবৃত করেছেন। এ অংশে ইনকা সভ্যতার নির্মিত ৩ মিটার উচু রক্ষা প্রাচীরের সন্ধান পাওয়া গেছে।
ওয়েবসাইট মিস্ট্রি প্ল্যানেটের মতেঃ
Hoy en día solo el 25 por ciento de la red vial inca es visible. El resto fue destruida antaño por los conquistadores o contemporáneamente por construcciones modernas. Aún así, investigadores en Machu Picchu anunciaron el reciente hallazgo de una nueva sección de camino […] ubicada en la parte posterior de la montaña Machu Picchu, entre los sitios arqueológicos de Wiñay Huayna e Intipata.
বর্তমানে ইনকা সড়ক নেটওয়ার্কের মাত্র ২৫ শতাংশ দৃশ্যমান। বাকী অংশ অনেকদিন আগেই বিজয়ীবাহিনী কর্তৃক ধ্বংসকৃত অথবা আধুনিক স্থাপত্যের কারনে বিলীন। মাচুপিচচুর গবেষকেরা মাচুপিচ্চুর পিছনে এবং উইনেই হুয়ানা ও ইন্তিপাতা প্রত্নতাত্বিক এলাকার মাঝে সম্প্রতি ট্রেইলের একটি নূতন সেকশন খুজে পাওয়ার কথা ঘোষণা করেছেন […]
লা নেশ নামের পত্রিকা জানায়ঃ
El Camino Inca (Qhapaq Ñan, en idioma indígena) es una red vial de 40.000 kilómetros que unía Perú, Chile, Colombia, Ecuador, Argentina y Bolivia que se acabó de construir durante el imperio inca y cuya mayor parte se encuentra en Perú.
Varios gobiernos de la región han solicitado, de manera conjunta a la ONU, que declare al Camino del Inca como Patrimonio Cultural de la Humanidad.ইনকা ট্রেইল ( কুহাপাগ নান, আদিবাসী ভাষায়) হল পেরু, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা এবং বলিভিয়া জুড়ে এই সড়ক নেটওয়ার্ক প্রায় ৪০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইনকা সম্রাটের শাসনামলে পেরুর মূল অংশে এর নির্মান কাজ সমাপ্ত হয়। এ অঞ্চলের একাধিক সরকার জাতিসঙ্ঘকে ইনকা ট্রেইলকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন।
টুইটার ব্যবহারকারীরা টুইটারে কুসকো স্যাঙ্কচুয়ারির অনেক ছবি পোস্ট করেছেনঃ
Nuevo camino inca a #MachuPicchu fue descubierto. Su tramo es de 1.5km y en él se puede apreciar un túnel Inca. pic.twitter.com/llYHK2Uk2W
— Visita Perú (@peru) junio 9, 2014
মাচুপিচ্চুর দিকে নূতন ইনকা সড়ক আবিস্কৃত। এটা ১.৫ কিঃমিঃ লম্বা এবং এখান থেকে আপনি ইনকা টানেল দেখতে পাবেন।
[VIDEO] Camino Inca hacia Machu Picchu es el destino favorito para los ‘mochileros’ http://t.co/sXRx5N5Vq0
— AméricaNoticias.pe (@noticiAmerica) junio 6, 2014
‘ব্যাগপ্যাকার’দের নতুন গন্তব্য। মাচুপিচ্চু অভিমুখী ইনকা ট্রেইল [ ভিডিও]
কিছু ক্যাটালান ব্যবহারকারীরাও এ সংবাদটি শেয়ার করেছেনঃ
Descobert un tram del Camí #Inca construït fa 500 anys que porta al #MachuPicchu. S'havia mantingut ocult a la selva http://t.co/9q1vlXkD5y
— Sapiens.cat (@sapienscat) junio 12, 2014
৫০০ বছরের পুরোনো মাচুপিচ্চু অভিমুখী ইনকা ট্রেইল আবিষ্কৃত হয়েছে। রেইন ফরেস্টে এটা লুকায়িত ছিল।