গ্লোবাল ভয়েসেসের ব্লগগুলো আমরা পছন্দ করি। কিন্তু চলুন, এক্ষেত্রে সত্যবাদী হইঃ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক জনপ্রিয় হলেও এগুলোতে ব্লগকে মূল পটভূমির পেছনে রাখা হয়। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মজার মজার ব্লগ লেখা হয়, তবে সেগুলো খুঁজে পাওয়া বেশ কষ্টকর। আর ইন্টারনেটে মজার মজার অনেক প্রচার সূচী থাকা সত্ত্বেও এটা খুব লজ্জার বিষয় যে আমাদের সংকীর্ণমনা সামাজিক গোষ্ঠীগুলো এগুলো ঘেটে দেখে না। এ সমস্যা সমাধানে আমরা কি করতে পারি ?
#লিউনসডিব্লগসজিভি
আমরা শুনেছি, ব্লগে আবিষ্কার করার মতো নতুন নতুন বিষয় থাকে না। এটা সত্য হতে পারে। বিশেষ করে মুক্ত সংস্কৃতি এবং পুনরায় মিশ্রণের ক্ষেত্রে এ কথা সত্য হতে পারে। কয়েক দিন আগে হঠাৎ নিচের টুইটটি আমাদের নজর কেড়ে নেয়ঃ
I created #MondayBlogs to help bloggers share posts on Mondays. Join any Monday, share any post, RT others. #easy
— Rachel Thompson (@RachelintheOC) April 21, 2014
আমি #মানডেব্লগস নামে একটি হ্যাশট্যাগ তৈরি করেছি। এখানে প্রতি সোমবারে ব্লগাররা তাদের পোস্ট শেয়ার করতে পারবেন। যেকোন সোমবারে হ্যাশট্যাগটিতে যোগ দিন, যেকোন পোস্ট শেয়ার করুন, অন্যদেরকে লিখুন। #ইজি
আর টুইটটি দেখে আমরা খুব বিস্মিত হলাম। আমরা স্প্যানিশ ভাষায় এই ধারণাটি প্রয়োগ করছি না কেন ? এ কারণে #লিউনসডিব্লগসজিভি [জিভি’তে সোমবারে ব্লগ] হ্যাশট্যাগটির জন্ম হয়েছে। উপায়টি বেশ সহজ এবং যে কেউ এতে অংশ নিতে পারেনঃ
- আপনি কি একজন ব্লগার? তবে টুইটার অথবা ফেসবুক থেকে #লিউনসডিব্লগসজিভি হ্যাশট্যাগটিতে আপনি আপনার নতুন পোস্ট শেয়ার করতে পারেন!
- আপনি ব্লগ পড়তে ভালোবাসেন? তবে টুইটার অথবা ফেসবুক থেকে #লিউনসডিব্লগসজিভি হ্যাশট্যাগটিতে আপনি আপনার পছন্দের ব্লগারের লেখা পোস্ট শেয়ার করতে পারেন!
- আপনি কি কোন প্রশাসক বা কোন ব্লগার সম্প্রদায়ের সদস্য? তবে টুইটার অথবা ফেসবুক থেকে #লিউনসডিব্লগসজিভি হ্যাশট্যাগটিতে আপনার সম্প্রদায়ের লেখা লেখা পোস্ট শেয়ার করতে পারেন!
কীভাবে অংশগ্রহণ করবেন?
মূলত আপনাকে এখানে যা করতে হবেঃ
- স্প্যানিশ ভাষার ব্লগারদের প্রতি সোমবারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে (ফেসবুক, টুইটার) #লিউনসডিব্লগসজিভি হ্যাশট্যাগটিতে তাদের পোস্ট শেয়ার করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। যদি আপনি আমাদেরকে টুইটারে @জিভিইনেসপানল এ উল্লেখ করেন অথবা আমাদের ট্যাগ করেন অথবা ফেসবুকে আমাদের উল্লেখ করেন তবে আরও ভাল হয়।
- এ দিনটিতে #লিউনসডিব্লগসজিভি’র অধীনে পোস্ট করা (আক্রমণাত্মক প্রচার সূচী অথবা কেবলমাত্র বাণিজ্যিক লেখা ছাড়া) সব লেখা এটির সামাজিক যোগাযোগ মাধ্যম জিভি-এস এর মাধ্যমে শেয়ার করা হবে।
- শেয়ার করা সবচেয়ে ভাল পোস্টগুলো থেকে বাছাইকৃত ছোট পোস্টগুলো মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উদ্ধৃতি সহ প্রকাশ করা হবে।
উদ্ধৃত করা পোস্ট নির্বাচনের ক্ষেত্রে কিছু মানদণ্ড রয়েছে। গ্লোবাল ভয়েসেসে যে বিষয় সম্পর্কে পোস্ট লেখা হয় সে সব বিষয়ের পোস্টগুলোকে আমরা প্রাধান্য দিব। তবে অন্যান্য বিষয়ে ভাল মানের লেখা হলেও আমরা তা নির্বাচন করব। পাশাপাশি পোস্টটি যদি পাঠকের কাছে ভাল লাগার মত হয় তবে সেটিও নির্বাচন করা হবে।
তবে সকল ক্ষেত্রে লেখাটি লেখকের নিজের হতে হবে। অন্য কোন লেখকের প্রচার সূচী, অন্য ব্লগ থেকে নেয়া অথবা কোন প্রচার মাধ্যম থেকে নেয়া লেখা হলে সেটি আমরা পুনরায় প্রকাশের জন্য বিবেচনা করব না।
যেহেতু আমরা ভিডিও প্রচার সূচী তৈরিতে আগ্রহী, তাই আমরা প্রকৃত লেখকের তৈরি করা ভিডিও ব্লগও প্রকাশ করব।
কাদের লেখা নির্বাচন করা হবে ?
লেখকের বাসস্থান, জন্ম পরিচয় বা সময় নিয়ে এখানে কোন প্রকারের বিধি নিষেধ নেই। স্প্যানিশ ভাষাভাষী যে কেউ এতে অংশ নিতে পারেন। তবে শেয়ার করা পোস্টটি অবশ্যই স্প্যানিশ ভাষায় লেখা হতে হবে। এমনকি এক্ষেত্রে কিছু মাত্রায়… স্প্যাংলিশ হতে পারে!
অন্যান্যের মধ্যে ব্লগালিয়া ডট কম, ইনফোটেকারিওস, মুজেরেস কনসট্রুয়েন্ডো, কনভারজেনটেস, ব্লগারস ডি নিকারাগুয়া, সোশ্যালটিক’ এর মতো কিছু ব্লগার সংস্থা বা এ্যাসোসিয়েশন শুরু থেকেই এখানে অংশ গ্রহণ করবে।
কখন?
৫ মে, ২০১৪ তারিখ সোমবারে সারাদিন ধরে #লিউনসডিব্লগসজিভি হ্যাশট্যাগটি প্রথমবারের খোলা থাকবে।
#লিউনসডিব্লগসজিভি হ্যাশট্যাগে অংশ নিন!