
ইরাকের আর্থলিংক আইএসপি এর বন্ধের বার্তার স্ক্রিনশট।
এই রিপোর্টটি লিখতে সহায়তা করেছেন বাহার জসিম, মোহাম্মদ নাজেম, আফেফ আব্রুগি, কলিন অ্যান্ডারসন এবং এলেরি রবার্ট বিদ্দেল।
হালনাগাদ [১৩ জুন, ২০১৪, ২২:০০ ইউটিসি]: এই নিবন্ধের মূল ভার্সন রিপোর্ট করেছে, ইরাকে গুগল সার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। এই হালনাগাদের অর্থ হচ্ছে, সেখানে এটা এখনও বলবৎ রয়েছে।
ইরাকের বিভিন্ন প্রদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা রিপোর্ট করেছেন, তাঁরা প্রধান প্রধান সামাজিক গণমাধ্যম সহ এবং অন্যান্য ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। স্থানীয় গণমাধ্যম [আরবী] এবং অন্তত একটি আইএসপি গত ১৩, জুন ২০১৪ তারিখে বলেছে, সে দেশের যোগাযোগ মন্ত্রনালয় ইন্টারনেট সরবরাহকারীদের টুইটার, ফেসবুক, ইউটিউব এবং গুগল সার্চ বন্ধ করে দেওয়ার আদেশ দিয়েছে। পর্যবেক্ষণকারীরা সন্দেহ করছেন, এই সব বন্ধ করে দেওয়া এবং ইন্টারনেটের নিম্ন গতি সে দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বল ব্যবস্থাপনাকেই নির্দেশ করছে।
একজন সাংবাদিক টুইট করেছেন, সরকার ইসলামিক স্টেট অব ইরাক এবং সিরিয়া সন্ত্রাসী গোষ্ঠীকে (আইএসআইএস) ভয় পাচ্ছে। কারণ, সরকার মনে করছে যে তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে নিজেদের “সংগঠিত এবং গতিশীল” করে তুলছে। প্রকৃতপক্ষে, যোগাযোগ বাড়াতে আইএসআইএস সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। গত ১২, জুন তারিখে টুইটারে তাঁরা ঘোষণা করেছে [আরবি], তিকরিতে তাঁরা ১৭০০ জন সৈনিক হত্যা করেছে।
#Iraq Tigrisnet Internet Service Provider confirms Ministry of Communications has ordered the blocking of #Twitter. pic.twitter.com/8xqV1DUlDT
— Collin Anderson (@CDA) June 13, 2014
ইরাকের টিগ্রিসেন্ট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিশ্চিত করেছে যে যোগাযোগ মন্ত্রণালয় তাঁদের টুইটার বন্ধের নির্দেশ দিয়েছে।
আইএসপি টিগ্রিসেন্ট থেকে পাওয়া একটি এরর বার্তা নির্দেশ করে যে এটা যোগাযোগ মন্ত্রালয়ের টুইটার বন্ধের নির্দেশনা। যদিও সাংবাদিকরা বলছেন, বাগদাদে এখনও পর্যন্ত ফেসবুক এবং টুইটারে প্রবেশ করা যাচ্ছে, তবে কিছু লোক বলেছেন, দেশটির রাজধানী শহরে ইন্টারনেটের গতি ক্রমশই কমে আসছে। ব্লগার এবং সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ কাইস_কায়াজ টুইট করেছেন, তাঁর বাসস্থান কিরকুক প্রদেশে সম্ভবত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। তাঁর সাথে বন্ধুদের সর্বশেষ যোগাযোগ সম্ভব হয়নি, তাই তাঁরা সন্দেহ করছেন যে ইতোমধ্যে সেটা বলবৎ হয়ে গেছে।
ইরাকের ব্যবহারকারীরা টুইটার এবং ফেসবুকে প্রবেশ করতে চাইলে তাঁরা একটি এরর বার্তা পাচ্ছেন। গত ১৩, জুন তারিখের পাওয়া একটি এরর বার্তার স্ক্রিনশট নীচে দেওয়া আছে।

টুইটার, ফেসবুক বন্ধের বার্তার স্ক্রিনশট
ইরাকের ১৪১ টি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে নেটওয়ার্ক তদারকি প্রতিষ্ঠান রেনেসেস গত ৯, জুন তারিখে রিপোর্ট করেছে। তবে সেগুলোর অধিকাংশই পরে আবার চালু হয়েছে বলেও জানানো হয়েছে।
ইরাকের যোগাযোগ মন্ত্রনালয়ের ফেসবুক পাতায় আজ একটি বার্তা পোস্ট করা হয়েছে যে আগামী ১৫ তারিখে “ফাইবার অপটিক কেবলসের রক্ষণাবেক্ষণ” এর জন্য দেশ ব্যাপি ইন্টারনেট সেবা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। এটা পরিষ্কার নয় যে আজকের অবরোধ সেই পরিকল্পনারই অংশ কিনা।