- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আরবি ভাষাভাষী সক্রিয় কর্মীদের জন্য ১০ টি অপরিহার্য সম্ভার

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, রাইজিং ভয়েসেস

গত ফেব্রুয়ারি মাসে এসএমইএক্স [1]এর একটি নতুন ডাটাবেস সম্ভার তাশারুক [2] সম্পর্কে আমরা কিছু তথ্য প্রকাশ [3]করেছিলাম। তারপর থেকে, তারা ইংরেজী ও আরবি উভয় ভাষাতেই তাদের সম্ভার বৃদ্ধি করেছে। আরবি ভাষায় পাওয়া এখানে ১০ টি সম্ভার রয়েছে, যেগুলো সক্রিয় কর্মীদের তাদের লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারেঃ

১। ইংরেজি [4], আরবি [5]ফার্সি [6] ভাষায় “কার্যকর অহিংস সংগ্রামের নির্দেশনা”কানভাসোপেডিয়া [7] দ্বারা প্রকাশিত।  

২। ক্ষুদ্র বিশ্ব সংবাদ [8] মাধ্যমে প্রকাশিত – ইংরেজি [9] এবং আরবি [10]ভাষায়নিরাপদে মিডিয়া উৎপাদনের দিক নির্দেশিকা”। স্যাট ফোনেও [11] তাঁদের কিছু সম্পদ আছে।

৩। সোর্সফর্য দ্বারা প্রকাশিত – আরবি ভাষায় [12] ফ্রি সফটওয়্যার এবং ওপেন সোর্স দর্শনশাস্ত্র

৪। ধারা ১৯ অনুসারে [13] আরবি ভাষায় [14] মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল কপিরাইটের মূলনীতি।

৫। ইউএসএআইডি এর জর্ডান নাগরিক সমাজ প্রোগ্রাম [15]দ্বারা ইংরেজি [16] এবং আরবি [17] ভাষায় প্রকাশিত নাগরিক সমাজ সংস্থার জন্য কৌশলগত যোগাযোগ নির্দেশনা।

৬। এসএমইএক্স দ্বারা আরবি ভাষায় [18] প্রকাশিত অডিও রেকর্ডিং এর বুনিয়াদি।

৭। সিরিয়ার নাগরিক সমাজ এবং গণতন্ত্রের কেন্দ্র [19] দ্বারা আরবি ভাষায় [20] প্রকাশিত নাগরিক সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ম্যানুয়াল।

৮। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কি ? এবং কিভাবে আপনি এটি ব্যবহার করবেন ? আরবি ভাষায় [21] উইজাঙ্ক দ্বারা [22] প্রকাশিত ভিডিও। 

৯। নিউমিডিয়াকেএসইউ [23] দ্বারা আরবি ভাষায় [24] প্রকাশিত ভিডিও সামাজিক পরিবর্তন জন্য টুইটার ব্যবহার করার পদ্ধতি।

১০। ইংরেজি, [25]আরবি [26]এবং আরো বহু ভাষায় প্রকাশিত যোগাযোগ নজরদারীতে মানবাধিকার প্রয়োগের আন্তর্জাতিক মূলনীতি এটি হচ্ছে, বর্তমানের ডিজিটাল পরিবেশে কিভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রয়োগ হচ্ছে তাঁর ব্যাখ্যা সম্বলিত একটি নথি।

বোনাস: খোলা তথ্যের জন্য আইনগত, সামাজিক ও প্রযুক্তিগত ভূমিকার জন্য ওপেন ডেটা হ্যান্ডবুক এর সাথে থাকুন।  ইংরেজিতে [27] এবং ট্রানসিফেক্স [28] দিয়ে আরবিতে চলমান অনুবাদের মাধ্যমে।  

চিত্র: অ্যালেক্স পার্কিনসের “ব্যানারের পিছনে দাঁড়িয়ে আমাদের সংগ্রামের দিবস [29]” (সিসি-বাই ৪.০)