“সব প্রতিবাদের চালিকা শক্তি ঐক্যবদ্ধতা” স্লোগানটিকে সামনে রেখে ৪০ টিরও বেশি সুশিল সংস্থা [স্প্যানিশ] (শিক্ষার্থী সংস্থা [স্প্যানিশ] ব্যতীত) “সব বিক্ষোভ প্রতিবাদ” [স্প্যানিশ] জানাতে একত্রিত হয়েছে। সান্টিয়াগোতে এই প্রতিবাদ কর্মসূচীতে কয়েক হাজারেরও বেশি লোক সমবেত হয়েছে। তাদের দাবি, সংবিধান সংশোধন করার অধিকার আছে এমন কর্তৃপক্ষের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরি করা হোক।
চিলির বর্তমান রাজনৈতিক সংবিধানটির পরিবর্তন করতে মিশেল বাশেলেটের সরকারের কাছে আবেদন জানাতে সুশীল সমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তা থেকেই গত ২২ মার্চ রবিবার এই সমাবেশের আয়োজন করা হয়। সংবিধানটি অগাস্টো পিনোচেটের সামরিক একনায়ক তন্ত্র চলার সময় প্রণয়ন করা হয়েছিল। বর্তমান সুশীল সমাজের গণতান্ত্রিক কার্যক্রমকে সীমিত করে দিতে পারে, এমন ভাবাদর্শগত বৈশিষ্ট্য এই সংবিধানটির রয়েছে। তাই এই সংবিধানের কিছু অধ্যায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জারিকৃত সমনে সুপারিশের একটি দীর্ঘ তালিকা রয়েছে। এসব সুপারিশের মধ্যে কয়েকটি হলঃ দেশীয় জনগণের আত্ম-সংকল্প; বিনামূল্যে মানসম্মত শিক্ষা; একটি নতুন শ্রম আইন; অভিবাসীদের জন্য অধিকার এবং দেশান্তর নীতি; শিশু দত্তক নেয়া সহ সম বিবাহ; রোগনিরাময়ের জন্য গর্ভপাতের অধিকার; একটি নতুন ঔষধ নীতি; বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা; চিলির শিল্পীদের অধিকার; বাঁধ ব্যতীত পাতাগোনিয়া; এবং সুন্দর শান্তি।
আবেদনের মধ্যে বিশ্বজনীন অধিকার আইনও রয়েছে। মোভিমিয়েনতো মোভিলাইজানদোনস [স্প্যানিশ] সংস্থাটির কোঅর্ডিনেটর ডেভিড অরডিনেস এ বিষয়ে গ্লোবাল ভয়েসেসকে বলেছেন, তারা একটি বিশ্বজনীন অধিকার আইন দাবি করছেন। এ আইনটি বিশেষ ভাবে শিশু এবং তরুণদের অধিকারকে গুরুত্ব দিয়ে করা হোক, যেন শিশুদের যা দরকার তা এখন থেকেই এই সমাজ তাকে দিতে পারে। কারন, তারাই গনতন্ত্র এবং সমাজের মূল চাবিকাঠি… আর সব বিক্ষোভ প্রতিবাদ জানানো প্রয়োজন, কারণ, আমরা সুবিবেচক এবং আমাদের কিছু প্রস্তাবনা রয়েছে।”
পুলিশ বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ানোর পূর্ব পর্যন্ত অর্থাৎ মার্চের শেষ পর্যন্ত বেশ শান্তিপূর্নভাবে এই বিক্ষোভ প্রতিবাদ জানান হয়েছে।
প্রতিবাদ পালনের বিভিন্ন কর্মসূচী বিষয়ক কয়েকটি টুইট এখানে দেয়া হলঃ
En la GIGANTESCA …Marcha de Todas las Marchas #marchadetodaslasmarchas pic.twitter.com/pdnMcbshAK
— Raúl Zorrilla Ovalle (@raulguillermo62) March 22, 2014
সব বিক্ষোভ প্রতিবাদ… যেন বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়েছে
En la #marchadetodaslasmarchas estaban las causas que caben en una constitución de todos y todas, hija de una #AsambleaConstituyente
— La desvergonzada (@eLe_enLetras) March 22, 2014
সকল বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচীর মূল কারণ হচ্ছে সবার জন্য উপযুক্ত একটি সংবিধান প্রণয়ন।
[16:20] @Movilh cifra en 150000 personas las convocadas en Santiago tras #MarchaDeTodasLasMarchas (@raulguillermo62) pic.twitter.com/srogXdPgdT
— Grupo Wurtlitzer ™ (@GrupoWurtlitzer) March 22, 2014
[১৬:২০] @মভিলহ [স্প্যানীশ] হিসাব করে দেখেছেন যে সকল বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী পালন করতে সান্টিয়াগোতে প্রায় ১৫ লক্ষ লোক জড়ো হয়েছেন।
A mi nadie me contó,yo estaba allí, había paz y llegaron los pacos con el guanaco sin haber provocación. #marchadetodaslasmarchas
— Nish (@DenisseNish) March 22, 2014
কেউ আমাকে বলেনি যে আমিও সেখানে ছিলাম। সেখানে শান্তি বিরাজ করছিল এবং কোন রকম উত্তেজনা ছাড়াই পুলিশ বাহিনী জল কামান নিয়ে এগিয়ে আসে।
এই প্রতিবাদ কর্মসূচী সম্পর্কিত আরও কিছু টুইট আপনারা #লামারশাদেতোদাসলাসমারচাস হ্যাশট্যাগটিতে দেখতে পাবেন।