ছবিঃ “লোভ এবং বিশেষ সুবিধা বিলের” বিরুদ্ধে ম্যাকাউয়ে ২০,০০০ লোকের প্রতিবাদ

Thousands of anti-greed bill protestors gathered at Tap Seac Square before the rally started. Photo from All About Macau Facebook page. Non-commercial use.

লোভী বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে র‍্যালিতে অংশ নিতে টাপ সিক স্কয়ারে হাজার হাজার প্রতিবাদকারী জড়ো হয়েছেন। ছবিটি অল আবাউট ম্যাকাউ এর ফেসবুক পাতা থেকে সংগৃহীত।  

২০ হাজারেরও বেশি সংখ্যক মাকাউবাসী গত ২৫ মে, ২০১৪ তারিখ রবিবার একটি বিলের বিরুদ্ধে র‍্যালী করেছেন। বিলটিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের অবসরে যাওয়ার পরে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়। অপরাধ দায়বদ্ধতা থেকে সরকার প্রধানকে দায়িত্ব পালনকালীন অব্যাহতি দেয়ার সুপারিশও বিলটিতে করা হয়েছে।

চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হচ্ছে ম্যাকাউ। এখানে প্রায় ৫,০০,০০০ লোকের বসবাস। প্রতিবাদ কর্মসূচীতে মোট জনসংখ্যার শতকরা প্রায় ৪ শতাংশ লোক অংশ নেয়। ১৯৯৯ সালে সাবেক পর্তুগিজ উপনিবেশ অঞ্চলটির কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করার সময় থেকে এ পর্যন্ত এত বড় বিক্ষোভ আর হয়নি। এই বিক্ষোভের জনরোষ দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। জুয়া ও অন্যান্য বিনোদনমূলক ক্রিয়াকলাপের জন্য বিখ্যাত এই শহরে জনগণের চেয়ে বরং বিরোধীদলকেই বেশি দূর্বল মনে হয়েছে। মূল ধারার প্রধান প্রধান প্রচার মাধ্যম চ্যানেলগুলো সরকার পক্ষের মুখপাত্র হিসেবে কাজ করছে। আর সরকারও তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছে।

এক মাস আগে বিলটির খসড়া তৈরি করেছে প্রশাসনিক এবং বিচার বিভাগীয় সচিবালয়। কিন্তু জনপ্রতিনিধিদের পরামর্শ না নিয়েই বিলটি সংসদে উত্থাপন করা হয়। আশা করা হচ্ছে, ২৭ মে, ২০১৪ তারিখে বিলটি পাস করা হবে। বিলটিতে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তাকে সরকার প্রধান হিসেবে স্বীকৃতি দেয়া হবে। কারণ, দপ্তরে থাকা অবস্থায় সরকার প্রধানকে যেকোন ধরনের অপরাধ অভিশংসন থেকে অব্যাহতি দেওয়া হবে। এতে করে বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর প্রধান দাপ্তরিক পদবীর সাথে সাথে তাঁর মাসিক বেতনের শতকরা ৭০ শতাংশ মাসিক ভাতা হিসেবে পাবেন। সচিব দাবি করেছেন, অভিজাত ব্যবসায়ীদের সরকারের কাজে অংশগ্রহণ করতে আকৃষ্ট করার জন্য বিলটি পাস করা হবে।

২০১৪ সালের শেষে নতুন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন শেষে প্রধান প্রধান কর্মকর্তারাও তাদের পদ ছেড়ে দিবেন। অনেকেই মনে করেন, বিদায়ী প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ফার্নান্দো চুই সাই এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য যথোপযুক্ত করে বিলটি তৈরি করা হয়েছে। কেননা বিলটি পাস হলে তারাই তাৎক্ষনিকভাবে বিশেষ নতুন সুবিধাগুলো পাবেন।

বিলটি ভীষণভাবে বিতর্কিত হওয়া সত্ত্বেও প্রশাসন বিলটি পাস করতে আইন পরিষদ কাউন্সিলের উপর চাপ প্রয়োগ করছে। সংখ্যাগরিষ্ঠ আইনপ্রনেতা হয় প্রায়োগিক গ্রুপগুলোর মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হয়েছেন অথবা প্রধান কার্যনির্বাহী কর্মকর্তার দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

“মাকাউ বিবেক” নামে সচেতন নাগরিকদের একটি গ্রুপ বিলটি প্রত্যাহার করতে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য “লোভ এবং বিশেষ সুবিধা প্রদান বিলের” বিরুদ্ধে একটি র‍্যালির আয়োজন করেছে। 

স্বাধীন প্রচার মাধ্যম অল এবাউট মাকাউ তাদের ফেসবুক গ্রুপে একজন প্রতিবাদকারীকে জিজ্ঞাসা করেছে, কেন তিনি র‍্যালিতে অংশ নিয়েছেনঃ 

市民林小姐認為特首在有可能臨離任的時候通過這個法案,是「打劫澳門市民」,根本是與民為敵;

জনাব লাম বিশ্বাস করেন যে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা যিনি অবসরের পরেও ক্ষতিপূরণ নিচ্ছেন, তিনি আসলে “মাকাউ নাগরিকদের সম্পদ হরণ” করছেন এবং নিজেকে জনগণের একজন শত্রু হিসেবে চিহ্নিত করছেন। 

প্রতিবাদ জানানোর সময়ে অনেকেই ব্যানার এবং প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। 

 A protest placard showing the Macau Chief Executive's face on a underworld bank note. The slogan on the placard is:  A monthly salary more than 200 thousand dollars [about 25 thousand US dollars] wanted out-going compensation? Impotent officials are out of their mind! Photo from All About Macau Facebook Page

ম্যাকাউ এর চিফ এগজিকিউটিভ এর ছবি সম্বলিত একটি জাল টাকার নোটের প্লেকার্ড ধরে আছেন এক জন বিক্ষোভকারী। প্ল্যাকার্ডটিতে যে স্লোগান লিখা আছে, তা হলোঃ বিদায়ী ক্ষতিপূরণ হিসেবে মাসিক ২,০০,০০০ পাতাকারও বেশি ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে? পুরুষত্বহীন কর্মকর্তারা তাঁদের মনোযোগ হাড়িয়ে ফেলেছে। ছবিটি অল অ্যাবাউট ম্যাকাউ এর ফেসবুক পাতা থেকে সংগৃহীত।  

Young people stand out and say no to the Bill of Greeds. Photo from All About Macau Facebook page. Non-commercial use.

যুবক ছেলেমেয়েরা বলছে, লোভ বিল নয়। ছবিটি অল অ্যাবাউট ম্যাকাউ ফেসবুক পাতা থেকে সংগৃহীত।  

Protestors stick  the face of Secretary for Administration and Justice, Florinda Chan Lai-man, onto a pig-shape placard to mock at her greed. Chan is the drafter of the bill. Photo from All About Macau's Facebook page. Non-commercial use.

 প্রতিবাদিরা প্রশাসনের সচিব ও বিচারপতি ফ্লোরিন্ডা চ্যান লাই ম্যান এর মুখাকৃতি একটি শুকর আকৃতির প্ল্যাকার্ডে ঝুলিয়ে রেখেছে। বিলটি গঠন করেছেন চ্যান।  

A young man staged the PK body posture against  the Greed Bill in the protest. PK posture is an bodily expression of absurdity among youngster in East Asia.] Photo posted by Facebook user Ar B Cheong. Non-commercial use.

বিলের বিরুদ্ধে অনুষ্ঠিত র‍্যালির সময়টিতে একজন যুবককে তথাকথিত পিকে অবস্থায় শোয়া অথবা প্লাঙ্কিং অবস্থায় দেখা গেছে। অর্থহীনতা অবস্থা বোঝাতে এই অঙ্গভঙ্গি বোঝান হয়। পূর্ব এশিয়ার ছেলেমেয়েদের মাঝে এর ব্যাপক প্রচলন রয়েছে। ফেসবুক ব্যবহারকারী এআর বি চেং ছবিটি পোস্ট করেছেন।  

র‍্যালি শেষ হওয়ার খুব স্বল্প সময় পরেই সরকার পক্ষের কয়েকজন আইন প্রণেতা এবং কার্যনির্বাহী কাউন্সিলর সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা আইন পরিষদ কাউন্সিলের চেয়ারম্যানের কাছে বিলটি পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করার আবেদন করবেন। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .