নিজের পারিবারিক বাসভবন নতুন ভাবে সজ্জিত করার সময় রাষ্ট্রীয় তহবিল থেকে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ প্রমাণিত হওয়ায়, আজ (২১ মে, ২০১৪), দুর্নীতির দায়ে মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি হোসনি মুবারককে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই শাস্তি ঘোষণার পর নেট নাগরিকরা তাদের কি বোর্ডের উপর ঝাঁপিয়ে পড়ে #مبارك_طلع_حرامي [আরবী ভাষায়] এই হ্যাশট্যাগের মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশের জন্য, যার মানে, ‘প্রমাণিত হয়েছে যে মুবারক এক চোর'।
একই সাথে মুবারকের দুই সন্তান আলা এবং গামাল, উভয়কে শাস্তি হিসেবে চার বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে, রাষ্ট্রপতি ভবন পুনরায় সজ্জিত করার সময় রাষ্ট্রীয় তহবিলের অর্থ আত্মসাৎ-এ তাদের ভূমিকার কারণে, যারা রাষ্ট্রপতি ভবন পুনরায় সজ্জিত করার বদলে তারা সেই অর্থ নিজেদের পারিবারিক বাসস্থানের কাজে ব্যবহার করে।
মিশরীয় অনেক নাগরিকের মত রানা বিস্মিত, কেন মুবারক এবং তার দুই সন্তানকে নামমাত্র শাস্তি প্রদান করা হল। তিনি টুইট করেছেন [আরবি ভাষায়:
في ناس وخدا إعدام علشان كانت بتتظاهر ضد الإنقلاب ومبارك واخد ٣ سنين #شامخ #مبارك_طلع_حرامي
— Rana (@RAbssia) May 21, 2014
যখন অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার কারণে কয়েকজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, সেখানে মুবারককে [মাত্র] তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আলফ্রেড রাউফ এত সামান্য শাস্তিতে খুশী নয়। সে সম্প্রতি একটিভিস্ট মেহেনুর এল মার্সিকে প্রদান করা শাস্তির বিষয়টি উল্লেখ করছে, যাকে একটি বিক্ষোভে অংশ গ্রহণের দায়ে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়ছে।
بالذمة إحنا اللي عايزين نسقط الدولة والدولة اللي بتوقع نفسها بالظلم؟ ماهينور تهتف تاخد سنتين، مبارك يسرق 18 مليون دولار ياخد 3 سنين! #أحا
— Alfred Raouf (@Kemety) May 21, 2014
সত্যি কি আমরা ভাবি যে আমরা রাষ্ট্রের পতন ঠেকাতে পারব এবং রাষ্ট্র কি নিজেই ক্রমশ বাড়তে থাকা অন্যায়ের মাঝেও নিজের পতন ঠেকাতে পারবে? স্লোগান দেওয়ার অপরাধে মেহনুরকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে আর ১৮ মিলিয়ন মার্কিন ডলার তছরুপ করার দায়ে মুবারকের শাস্তি হচ্ছে তিন বছরের জেল।
সালামানটি-এর সাথে যোগ করেছে:
#مبارك_طلع_حرامي طلع !!
يا ولاد الوسخة ده السبب ف جهل ٣ اجيال و فقر ومرض ملايين الناس لسرقة خير البلد هو وكل كلابه ده غي قتل شباب يناير
— العُمدَة (@Salamonty_) May 21, 2014
[মুবারক] হচ্ছে তিন প্রজন্মের লক্ষ লক্ষ নাগরিকের অশিক্ষা এবং তাদের দারিদ্র্য ও অসুস্থতার জন্য দায়ী কারণ সে এবং তার সাঙ্গপাঙ্গরা–জানুয়ারি বিপ্লবে তরুণদের হত্যা করা ছাড়াও, জাতির সম্পদ চুরি করেছে
এবং শোহদি মন্তব্য করেছে:
مش فرحان ان #مبارك_طلع_حرامي لأن ده معروف بدرجة اليقين .. كان نفسي بس أشوف #مبارك_طلع_قاتل منهم لله اللي كانوا السبب في إخفاء كل الأدلة
— معنديش صحة أتناقش (@AShohdy67) May 21, 2014
মুবারক চোর প্রমাণিত হওয়ায় আমি তেমন একটা খুশী নই, কারণ বিষয়টি আগে থেকে নিশ্চিত হয়ে রয়েছেই। আমি আশা করেছিল সে খুনের অপরাধে অভিযুক্ত হবে।
কিন্তু রাফাত রোহাইম সন্তোষ প্রকাশ করেছে::
شوف الزمن يا مؤمن، مبارك اتحبس بطقم سيراميكا الجوهرة ودستة حنفيات ومفرش سرير
— رأفت رُحَيّم (@Raafatology) May 21, 2014
দেখ, ভাগ্য কি ভাবে পাল্টে যায়, মুবারকের কারাদণ্ডের ফলে তাকে এখন সিরামিকের থালাবাটি, ডজন খানেক পানির কল এবং একটি বিছানার চাদরে দিন কাটাতে হবে।
আমানি মাহগোউব আশা করছেন এই কারাদণ্ডের ফলে ভবিষ্যতে মুবারকের দুই সন্তানের মিশরের রাষ্ট্রপতি পদে নির্বাচনের উৎসাহ উবে যাবে। ভদ্রমহিলার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার রয়েছে:
كده #مبارك الحرامي وولاده بقوا سوابق وعندهم جريمه مخله بالشرف ومش هاينفع حد فيهم يترشح للرئاسه؛ هايتعمل له جنازه عسكريه؟
#مبارك_طلع_حرامي
— Amani Mahgoub (@Amani207) May 21, 2014
এখন মুবারক একজন চোর এবং তার সন্তানেরাও তার অপরাধের সাথে যুক্ত, তারা আর রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারব না, এক্ষেত্রে তাকে [মুবারককে] কি সামরিক মর্যাদায় দাফন করা হবে?
এই বিষয়টি এখনো পরিষ্কার নয় যে তাকে কি কারা প্রকোষ্ঠে দিন কাটাতে হবে, নাকি তাকে সামরিক হাসপাতালে রাখা হবে, যেখানে সে এখন “ গৃহবন্দী” অবস্থায় রয়েছে, সেখানে এখন তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ২৫ জানুয়ারির বিপ্লবের সময় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে খুনের ঘটনায় তার ভূমিকার বিষয়ে পুনরায় শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যে বিপ্লবের মধ্যে দিয়ে তার ৩২ বছরের শাসনের পতন ঘটে।