এডওয়ার্ড স্নোডেনের পোল্যান্ডে আশ্রয় চাওয়ার ইচ্ছা প্রকাশের কারণ

পোল্যান্ডের ভদকা সোবিয়েস্কি তাদের ওয়েবসাইটে দাবি করেছে, ভদকার “উৎপত্তিস্থল পোল্যান্ডে”, রাশিয়াতে নয়। যদিও অনেকেই বিশ্বাস করেন যে ভদকার উৎপত্তিস্থল রাশিয়া। তথাপি শুধুমাত্র এ কারনেই নিশ্চয়ই পণ্যটির প্রতি লোকে আকৃষ্ট হবে না। বরং একটি নতুন বিজ্ঞাপনী প্রচারণাতে তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে ব্যবহার করলে হয়তো পণ্যটির পক্ষে মানুষের মনোযোগ আকর্ষণ করা সম্ভব হবে। স্নোডেন গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ইলেকট্রনিক কড়া নজরদারী ব্যবস্থার ব্যাপকতা ফাঁস করে দেন।      

এই কলামের লেখক নিউইয়র্কের পার্শ্ববর্তী এলাকা সোহোতে নিচের ছবিগুলো তুলেছেন। বিজ্ঞাপনগুলোতে বলা হয়েছেঃ “এডওয়ার্ড স্নোডেন কেন পোল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন”:  

IMG_5835

IMG_5836

গ্লোবাল ভয়েসেসে আমাদের সহকর্মী জিলিয়ান সি. ইয়র্ক’ও এই অভক্ত প্রচারণার ছবি তুলেছেন এবং টুইট করেছেনঃ 

হা হা হা, আরটি @jilliancyork : এডওয়ার্ড স্নেডেনে যে কারণে পোল্যান্ডে আশ্রয় গ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন। 

সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বিজ্ঞাপনটিতে যেমনটি বলা হয়েছে যে এডওয়ার্ড স্নোডেন ইতোমধ্যে পোল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। কিন্তু পররাষ্ট্র মন্ত্রী রাডোস্লাও সিকোরস্কি তাঁর টুইটার একাউন্টে লিখেছেন যে, “এ বিষয়ে তিনি কোন ইতিবাচক সুপারিশ করবেন না।”

বিলিয়ন বিলিয়ন ব্যক্তিগত নথিপত্র সংগ্রহ করতে প্রিজম প্রোগ্রামের অধীনে এনএসএ কীভাবে বৈশ্বিক কড়া নজরদারী পদ্ধতি ব্যবহার করেছে, সে বিষয়ে তথ্য ফাঁস করে প্রায় এক বছর আগে স্নোডেন বেশ জনপ্রিয় হয়ে যান। সে সময় থেকে স্নোডেন একটি বৈশ্বিক কূটনৈতিক ঝড় তুলেছেন। এ কাজের কারণে তিনি তাঁর সমর্থকদের কাছে একজন নায়ক এবং শত্রুপক্ষের কাছে একজন বিশ্বাসঘাতকে পরিণত হয়েছেন।

মস্কো ভিত্তিক এনবিসি নিউজের উপস্থাপক ব্রায়ান উইলিয়ামসের কাছে একটি বিশেষ সাক্ষাৎকার দিতে রাজী হওয়ার পর স্নোডেন আবার খবরের জন্ম দিতে যাচ্ছেন। ২৮ মে, রোজ বুধবার তারিখে তাঁর সাক্ষাৎকারটি সম্প্রচার করা হবে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .