আমরা আমাদের নতুন ডিজাইন নিয়ে উত্তেজিত- আশা করি আপনারও।

Image from the Seattle Municipal Archive - CC BY 2.0

ছবি সিয়াটল পৌরসভার সংগ্রহশালা থেকে গৃহীত-সিসি বাই ২.০

প্রিয় বিশ্ব
যদি আপনারা গ্লোবাল ভয়েসেস-এর ওয়েব সাইটে এই লেখাটা পড়ে থাকেন, তাহলে আপনারা আবিষ্কার করে থাকবেন যে সাইটের এখানকার চেহারাটা খানিকটা পরিবর্তিত হয়েছে। বিগত ছয় মাসে আমরা, গ্লোবাল ভয়েসেস-এর কর্মীরা, সাইটটিকে নতুন করে ডিজাইন করার জন্য কাজ করেছি, এবং আমরা এর উদ্বোধনের ঘোষণায় উত্তেজিত বোধ করছি।

ইন্টারনেটের সৌন্দর্যবোধ দ্রুত পাল্টায়–চেহারাকে নতুন করে সাজানোর প্রক্রিয়া এবং সেটা যাতে একটি ওয়েব সাইটে ঠিকমত কাজ করে উভয়ে ছিল চ্যালেঞ্জিং এবং উত্তেজনাকর।

এই সাইটের নতুন সংস্করণের উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারী যেন আগের চেয়ে ভালো অভিজ্ঞতা লাভ করে-এটা কোন সামগ্রিক ভাবে নতুন করে ব্রান্ডিং নয় কিংবা সব কিছু ভেঙ্গে আবার নতুন করে সাজানো নয়। আমরা এমন এক ডিজাইন তৈরীর লক্ষ্য গ্রহণ করেছিলাম, যা হবে আধুনিক এবং সাধারণ, যেখানে কাহিনীগুলোকে চিহ্নিত করা এবং আবিষ্কার করার প্রতি মনোযোগ প্রদান করা হয়েছে।

নতুন, উন্নত গ্লোবাল ভয়েসেস সাইটে সেই একই কাহিনী এবং লেখা পাওয়া যাবে, তবে এখানে আরো সহজে লেখাগুলোকে খুঁজে পাওয়া সম্ভব হবে এবং পাঠক বিশ্বের সেই সমস্ত প্রান্তকে আবিষ্কার করতে পারবেন যা প্রায়শই আন্তর্জাতিক প্রচার মাধ্যমের পাতায় প্রকাশিত হয় না।

আপনি হয়ত আরো খেয়াল করে থাকবেন আমাদের সম্প্রদায়কে বর্ণনা এবং লক্ষ্যকে তুলে ধারা পাতাকে নতুন করে সাজিয়েছি, যে দশ বছর! ধরে আমরা কাজ করছি সেই সময়ের পাল্টে যাওয়া ও পরিবর্তন সেই বিষয়গুলো মাথায় নিয়ে ।

The new design is mobile responsive, so you can enjoy it on all your devices!

নতুন এই ডিজাইনটি মোবাইলে দেখা যাবে, এর ফলে সকল ধরনের যন্ত্রে এই ডিজাইন উপভোগ্য। আইফোন থেকে নেওয়া স্ক্রিনশট।  

আমাদের নতুন ডিজাইনের ধারণা এসেছিল ডিজাইনার ডগলাস স্যাভেজের মাথা থেকে আর এটির কোড তৈরী করেছে আমাদের নিজেদের টেক গুরু জেরেমি ক্লার্ক। যাচাই-এর অংশ হিসেবে এই সাইট নিয়ে আমরা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ইন্টারএ্যাকশন ডিজাইন বিভাগের সাথে কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি, সবার মঙ্গলের জন্য তাদের প্রদান করা সেবার কারণে আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তিনটি ভিন্ন গ্রুপ এর ব্যবহার যোগ্যতা যাচাই করে এবং নতুন ওয়েব সাইট নিয়ে জরিপ পরিচালনা করে, কোন ধরনের কাজ এবং কোন কোন ক্ষেত্রে উন্নতি করার প্রয়োজন সে বিষয়ে আমাদের বিশেষ ফিডব্যাক প্রদান করে।

যেমনটা আমরা সকলে জানি, নতুন এবং চকচকে মানে নিখুঁত নয়ঃ নিঃসন্দেহে নতুন, উন্নত গ্লোবাল ভয়েসেস উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, ব্যবহার বিষয়ে এবং উদ্বোধনের পর এই সাইট সম্বন্ধে ফিডব্যাক নেওয়ার জন্য এবং একই সাথে সম্পাদকীয় এবং সম্প্রদায়ের প্রয়োজন সাড়া দেওয়ার জন্য, আমরা সবসময় এটির ক্ষেত্রে যাচাই, সংশোধন এবং গ্রহণ করতে থাকব।

যদি এই সাইটে প্রবেশ করার পর আপনি কোন ত্রুটি কিংবা সমস্যার মুখোমুখি হন, তাহলে দয়া করে এই ফর্মটি পূরণ করে আমাদের জানান অথবা webmaster@globalvoicesonline.org- এ মেইল করুন। আর যখন আমরা আপনাকে সাথে পাচ্ছি, তখন দয়া করে দান করে আমাদের সমর্থনের বিষয়টি বিবেচনা করুন।

আমরা আশা করি, সবাই নতুন, উন্নত গ্লোবাল ভয়েসেস সাইটটি উপভোগ করবেন!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .