ব্যাপক বিতর্কের মাঝে আজ কিউবান ব্লগার ইয়োয়ানি সানচেজের পরিচালনায় প্রকাশিত অনলাইন নিউজ ম্যাগাজিন, ১৪ওয়াইমেডিও [স্প্যানিশ] (১৪ এবং অর্ধেক) উদ্বোধন করা হয়েছে। কিন্তু, দ্বীপটির বাসিন্দারা যখন ডব্লিউডব্লিউডব্লিউ ডট ১৪ওয়াইমেডিও ডট কম নামের ইউআরএল’টি খুঁজেছেন তখন তাদেরকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ওয়েবসাইটটিতে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা একটি বিতর্ক “ইয়োয়ানি$ল্যান্ডিয়া ডট কম” বলে ইঙ্গিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি তাঁর ব্লগ ব্যবহার করেছেন। অতএব, প্রশংসা এবং অর্থ উপার্জন করতে তিনি ক্যাস্ট্রো শাসনতন্ত্রের সমালোচনা ব্যবহার করেছেন।
আজ উদ্বোধন করার কয়েক ঘন্টা পরে ১৪ওয়াইমেডিও “আমাদের প্রথম দিন” শিরোনামে একটি কলাম প্রকাশ করেছে। সেখানে তারা যাদের সমর্থন পেয়েছে এবং তারা যে সেন্সরশিপের শিকার হয়েছে, তারা বর্ণনা রয়েছে।
No hace falta tener mucha imaginación para descubrir la identidad de los agresores pero, como no tenemos pruebas, solo podemos conjeturar que se trata de alguien que cuenta con los recursos tecnológicos, los permisos de acceso y la información previa, más la animadversión.
আক্রমণকারীর পরিচয় উদ্ধার করতে খুব বেশি কল্পনা শক্তি খরচ করতে হয়নি। কিন্তু আমাদের কাছে যেহেতু কোন প্রমাণ নেই তাই আমরা শুধুমাত্র অনুমান করতে পারি যে যার অনেক প্রযুক্তিগত জ্ঞান আছে, সম্পদ আছে, সাইটটিতে প্রবেশের অনুমতি আছে এবং যে খুব দ্রুত তথ্য পেতে পারে এমন কেউ কাজটি করেছে। উপরন্তু এমন কোন লোক এই কাজটি করেছে, যার সাথে আমাদের শত্রুতা আছে।
১৪ওয়াইমেডিয়া’র “সংকল্প সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা” [স্প্যানিশ] তে বিবৃত করা হয়েছেঃ
14ymedio es fruto de la evolución de una aventura personal que se ha transformado en un proyecto colectivo. El blog Generación Y, realizado por Yoani Sánchez, ayudó a impulsar la blogósfera alternativa en la Isla y se ha convertido en referencia obligada sobre asuntos cubanos. Siete años después de su creación, con cerca de mil textos publicados y más de un millón de comentarios, esa bitácora personal deriva ahora hacia el espacio más amplio del periodismo.
ব্যক্তিগত এক রোমাঞ্চকর অভিযাত্রার বিবর্তনের ফলাফল হিসেবে ১৪ওয়াইমেডিয়া’র সৃষ্টি হয়েছে। এটি ক্ষুদ্র ক্ষুদ্র রোমাঞ্চকর অভিযাত্রার সংগ্রহে গড়া একটি প্রকল্পে রুপ নিয়েছে। ইয়োয়ানি সানকেজের পরিচালিত ব্লগের ওয়াই প্রজন্মদ্বীপটিতে বিকল্প ব্লগস্ফিয়ারকে বিখ্যাত করে তুলতে সাহায্য করেছে। ওয়াই প্রজন্ম কিউবান ঘটনা প্রবাহে একটি বরাতে পরিণত হয়েছে। এটি শুরুর সাত বছরে প্রায় এক হাজার কলাম প্রকাশিত হয়েছে। এসব কলামে দশ লক্ষেরও বেশি মন্তব্য করা হয়েছে। এই ব্যক্তিগত ব্লগটি এখন সাংবাদিকতার বৃহত্তর পরিসরের দিকে ভেসে চলেছে।