পেট্রোপ্যালেস্টাইনঃ ভেনিজুয়েলায় শ্যাভেজ সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষের আরেক ক্ষেত্র

PuertoLaCruz

ভেনেজুয়েলার পুয়ের্টো লা ক্রুজ–এর একটি তেল উৎপাদন কেন্দ্র। ছবি ফ্লিকার ব্যবহারকারী জুমানজি সোলার-এর। সিসি-বাই-এনসি-এসএ ২.০।

তেল এবং ডিজেল পাঠানোর জন্য ফিলিস্তিনের সাথে ভেনেজুয়েলা সরকারের করা এক চুক্তির ঘোষনার সাথে সাথে #পেট্রোপ্যালেস্টাইন নামক হ্যাশট্যাগ ১৭ মে-এর সপ্তাহান্তে জুড়ে টুইটারে আলোচিত বিষয়ে হয়ে উঠেছিল [স্প্যানিশ ভাষায়] এবং এখনো এই বিষয় নিয়ে আলোচনা চলছে। এই হ্যাশট্যাগের মধ্যে দিয়ে ব্যবহারকারীরা একদিকে এর সম্ভাব্য দুর্বলতা এবং এর সফলতার প্রতি সন্দেহ, অন্যদিকে তার সাথে ফিলিস্তিনি নাগরিকদের সাহায্য করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছে, যার মধ্যে চিত্রন করা হয়েছে দেশটিতে মতামত প্রকাশ এবং অবস্থান তৈরীতে রাজনৈতিক মেরুকরণ এবং কঠোর পরিস্থিতি কি ভাবে প্রভাব বিস্তার করছে:

এক পক্ষ এই চুক্তি থেকে প্রাপ্ত সুবিধাদি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে :

এদিকে [রাষ্ট্রপতি] নিকোলাস মাদুরো এমন এক চুক্তি করেছে, যা দেশটিকে কোন সুবিধা এনে দিচ্ছে না, অর্থনীতি আরো খারাপের দিকে যাচ্ছে, আর আমরা পেট্রোপ্যালেস্টাইন থেকে কি অর্জন করতে যাচ্ছি? আমি বিষয়টি উপলব্ধি করতে পারছি না।

গেটানো কোকোরেসো এবং এঞ্জেলো ক্যাবেলাসের চোখে যা এক এক ভারসাম্যহীন ব্যবসায়িক লেনদেন, সে বিষয়টি পরিষ্কার করার জন্য তারা এক চিত্র ব্যবহার করেছে:

এখানে, চিত্রের মাধ্যমে পেট্রোপ্যালেস্টাইন চুক্তির প্রতিরূপ বা নকল এক চুক্তি তুলে ধরা হয়েছে।

কিউবার সাথে ভেনেজুয়েলা এক চুক্তি করেছিল এবং আমরা জানি যে এতে কে জয়লাভ করেছিল। এখন আমাদের দেখবার পালা পেট্রেপ্যালেস্টাইন চুক্তিতে কে জয়লাভ করতে যাচ্ছে।

আজ সরকার “পেট্রোপ্যালেস্টাইন” সৃষ্টি করল, কিন্তু আমি এখনো পেট্রোময়দাররুটি, পেট্রোদুধ, পেট্রোচিনি, পেট্রোনিরাপত্তা খুঁজছি ।

ইতোমধ্যে জিএম বন্ধ হয়ে গেছে, অলইটালিয়া এবং লুফথানসা তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে…কিন্তু পেট্রোপ্যালেস্টাইনের জন্ম হল!!

তবে, সরকারের সমর্থকেরা এই ধরনের প্রতিক্রিয়ায় বিস্মিত নয়:

নিঃসন্দেহে ওবামা প্রশাসন ইতোমধ্যে পেট্রোপ্যালেস্টাইনের সুনাম হানি করার চেষ্টা শুরু করেছে…এটি ইতোমধ্যে কর্তৃত্ব ও ভৌগলিক অবস্থানগত কৌশলের বিপক্ষে যাচ্ছে। হাহাহা

একইভাবে, কেউ কেউ এই চুক্তির বিরুদ্ধে বিরোধীদের আচরণের কারণে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে।:

পেট্রোপ্যালেস্টাইন হ্যাশট্যাগের অধীনে শ্যাভেজ বিরোধীরা যা বলছে তা দেখে মনে হচ্ছে যে ফিলিস্তিনের নাগরিকরা আসলে কতটা যন্ত্রণা ভোগ করছে,সে বিষয়ে তাদের কোন ধারণা নেই।

@আরেলানোসিএফসি-যার জবাব প্রদান করেছে :

@lubrio বেশ? তাহলে আসুন আমরা ফিলিস্তিনের শোকে কাতর হই? যদিও আমাদের নিজেদের চুলায় রান্নার জন্য গ্যাস নেই।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .