গুগল হ্যাংআউটে আমাদের সাথে যোগ দিন ফেব্রুয়ারি, ২২ মে তারিখে (জিএমটি /ইউটিসি সময় বেলা ৩:৩০ মিনিটে)
প্রবল এক বন্যায় সার্বিয়ার হাজার হাজার নাগরিক পানি বন্দী হয়ে পড়েছে। সরকারের অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রে নাগরিকদের নিজদের সুরক্ষার ব্যবস্থা নিজেদের করে নিতে হয়, কিন্তু সৌভাগ্যক্রমে ত্রাণ এবং সাহায্য প্রদানে নাগরিক উদ্যোগের তথ্য জনতার কাছে বহুভাবে ছড়িয়ে পড়ছে। এদিকে, সোশ্যাল নেট ওয়ার্ক, প্রচার মাধ্যম এবং এমনকি জাতীয় ব্যক্তিত্বরাও অনেকে ক্ষেত্রে এমন এক কর্তৃপক্ষের “আতঙ্ক ছড়ানোর” মত হুমকির মুখে নিজেদের আবিষ্কার করে, আর তা ঘটল এমন এক সময়ে যখন গুণগত মান সম্পন্ন তথ্যের বিষয়ে অধিকার বিশেষভাবে অপরিহার্য হয়ে পড়েছে। আসলে কি ঘটছে?
এ সপ্তাহের জিভি অভিব্যক্তিতে আমরা আমাদের সার্বিয়ার এক বন্ধুর সাথে কথা বলব, সাথে থাকবে আমাদের মধ্য এবং পূর্ব ইউরোপ বিষয়ক সম্পাদিকা দানিকা রাদিসিক–যাদের সাথে আমরা সংবাদ বিষয়ে স্থানীয় দৃষ্টিভঙ্গির ব্যাপারে কথা বলব।