#কনজারভায়েলোসোঃ ক্যারিবিয়ান জেলখানা রক্ষার্থে প্রচারাভিযান

Photo by José Jiménez, used with permission.

অসো ব্লাঙ্কোর আংশিক ধ্বংসের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ছবিটি অনুমতি নিয়ে ব্যবহৃত।  

পোয়ের্তো রিকোর গভর্নর তাঁর সাম্প্রতিক ঘোষণাতে বলেছেন, শহরটির কুখ্যাত অসো ব্লাঙ্কো (সাদা ভালুক) নামের সরকারি সংশোধনী কারাগারটি অবশেষে ভেঙ্গে ফেলা হবে। এ ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কয়েক বছর পর এটিকে স্থাপত্যকলা এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবিতে ব্যাপকভাবে নানা প্রচারাভিযান দানা বাঁধতে শুরু করে। কারাগার ভবনের স্থানটিতে একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে।  

স্থপতি মিগুয়াল রোদরিগেজ ক্যাসেলাস ব্যাখ্যা [স্প্যানিশ] করেছেন, স্থাপত্য মূল্য থাকার পাশাপাশি অসো ব্লাংকোর প্রসিদ্ধ ঐতিহাসিক মূল্যও রয়েছে। কেননা ভবনটি ১৯৩৩ সালে নির্মিত হয়েছেঃ 

A lo mejor usted no tiene o tuvo familiares convictos, pero para un amplio sector de nuestra ciudadanía que si los tiene o ha tenido, este sitio es un monumento al sufrimiento, a los aciertos, pero más que nada, desaciertos de la filosofía de crimen y castigo desde el mollero estatal. Borrar todo eso, de un puercazo mecánico o implosión de dinamita, a favor de causas simpáticas — “la cura del cáncer” — es quizás una pérdida aún mayor que la gracia estilizada del inmueble, que ya de por sí, los que sabemos del asunto, defendemos. 

হয়তোবা আপনার কোন দন্ডিত অপরাধী আত্নীয়স্বজন নেই বা ছিল না, কিন্তু আমাদের নাগরিকদের একটি বড় অংশের জন্য এই জায়গাটি দুঃখবেদনা, ন্যায় বিচার পাওয়ার এক কীর্তিস্তম্ভ। তথাপি এগুলোর বেশিরভাগই রাষ্ট্রের নিষ্ঠুর অপরাধ এবং তাঁর শাস্তি দেয়ার নীতিশাস্ত্রের ব্যর্থতার এক নিদর্শন। একটি যান্ত্রিক পদক্ষেপ অথবা “ক্যান্সার চিকিৎসার” মতো সহানুভূতিশীল কোন কারণে শক্তিশালী বিস্ফোরক দিয়ে ভবনটি ভেঙে ফেলার অর্থ হচ্ছে এসব কিছুই ধুয়ে মুছে ফেলা। এগুলো মুছে যাওয়া মানে হয়তোবা ভবনটির নান্দনিক সৌন্দর্যের চেয়েও আরও বেশি কিছু হারিয়ে যাওয়া। ইতোমধ্যে আমরা যারা এই অনুভূতির মূল্য বুঝতে পেরেছি তারা ভবনটি রক্ষার দাবি জানিয়েছি।   

ফটোসাংবাদিক জোসে জিমেনেজ #কনজারিভায়েলোসো (ভালুক বাঁচাও) শিরোনামে একটি অনলাইন প্রচারাভিযান শুরু করেছেন। তিনি রাজধানী শহর সান জুয়ানের অলিতে গলিতে কারাগারটির ছবি ছড়িয়ে দিয়েছেন। “একটি ঐতিহাসিক দালানের হত্যা” এবং “ভয়ও এক ধরনের ইতিহাস” এর মতো কিছু বার্তাও তিনি ছবিগুলোর সাথে শহরে ছড়িয়ে দিয়েছেন। এ নিয়ে একটি ফেসবুক পাতাও তৈরি করা হয়েছে। স্থপতি ক্রিস্টিনা কারদালদা একটি অনলাইন আবেদনপত্র পেশ করেছেন। তিনি তাঁর আবেদনে গভর্নর আলেজান্দ্রো গারসিয়া পাদিলার প্রতি কারাগার ভবনটি ভাঙার কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন।

"The murder of a historic building." Photos by José Jiménez, used with permission

“একটি ঐতিহাসিক ভবনকে হত্যা।” ছবিঃ জোসে জিমেনেজ, অনুমতিক্রমে ব্যবহৃত। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .