তুরস্কে প্রতিবাদকারীর খুনের বিচার সরাসরি টুইটে

গাজী পার্ক প্রতিবাদে প্রবাদকারী আলি ইসমাইল কোরকমাজ খুনের মামলার দ্বিতীয় শুনানি আজ [১২ মে, ২০১৪ তারিখে] অনুষ্ঠিত হয়েছে। কায়সেরি প্রদেশের কেন্দ্রীয় আনাতোলিয়ানে মামলাটির দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়। সারা তুরস্ক জুড়ে থাকা নেটিজেনরা এই শুনানির খবর সংগ্রহ করেছেন। 

বাদী পক্ষের নিরাপত্তা জনিত কারনে মামলাটির বিচার কাজ এসকিশেহির থেকে সরিয়ে নেয়া হয়েছে। দৈনিক সংবাদপত্র হুরিয়েতের রিপোর্ট অনুযায়ী, এসকিশেহির অঞ্চলে খুনের ঘটনাটি ঘটেছে। এ স্থান থেকে বিচার কাজ সরিয়ে নেয়া সত্ত্বেও বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক সক্রিয় কর্মী বাস যোগে যাতায়াতের আয়োজন করেছেন এবং বিচার কাজে অংশগ্রহণ করেছেন।  

খুন হওয়ার সময় কোরকমাজের বয়স ছিল মাত্র ১৯ বছর। ২০১৩ সালের ২ জুন তারিখে এসকিশেহির অঞ্চলে এক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচীতে অংশগ্রহনের সময়ে কয়েক জন সাদা  পোশাকধারী লোক লাঠি দিয়ে বর্বরভাবে পিটিয়ে তাকে হত্যা করে। এটি সারা দেশ জুড়ে পালিত বিক্ষোভ প্রদর্শন কর্মসূচীর একটি অংশ ছিল। সরকার ইস্তাম্বুলের তাকসিম চত্বরে অবস্থিত গাজী পার্কটি ভেঙে ফেলার পরিকল্পনা গ্রহণ করায় মে মাসের শেষের দিকে সমগ্র তুরস্ক বিক্ষোভে ফেটে পড়ে। 

মারাত্নকভাবে আহত হওয়ার পর কোরকমাজ মারা যান। বিচারের সময়ে কয়েকজন আইনজীবী এবং অন্যান্য নেটিজেনরা রিপোর্টার হিসেবে কাজ করেছেন, যেন এই মর্মান্তিক মামলাটি সম্পর্কে জনগণ আরও বেশি তথ্য পেতে পারে।

লোকে লোকারণ্য আদালত কক্ষের এই ছবিটি আইনজীবী এবং আগ্রহী রিপোর্টার ইফকান বোলাক টুইটারে শেয়ার করেছেনঃ 

Efkan Bolaç shares this photograph of the court room full of attendees (Source: Twitter)

দর্শকে পূর্ণ বিচার কক্ষ থেকে তোলা এই ছবিটি এফকান বোলাক শেয়ার করেছেন। (সুত্র:@এফকানবোলাক)

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তুরস্ক দপ্তরও এই মামলাটি পর্যবেক্ষণ করছে এবং এই পোস্টারটি শেয়ার করেছেঃ 

Amnesty International shared this photograph to draw attention to Ali İsmail Korkmaz's Trial

আলি ইসমাইল করক্মাজের বিচারের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ছবিটি শেয়ার করেছে। 

এআই এর সাথে সাথে এই টুইটার হ্যাশট্যাগটিতে (#সেজাসিজলিগাসন) [দন্ড থেকে অব্যাহতি না পাওয়া পর্যন্ত] একটি প্রচারাভিযানও চালাচ্ছেঃ 

AI supports a Twitter campaign which translates to End to Impunity

এআই এর সমর্থনে একটি টুইটার প্রচারাভিযান

আব্দুর রহমান ইয়ুয়ানের মতো সাধারণ নাগরিকেরা যারা শুরু থেকে মামলাটির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন, তারা প্রতি মিনিটে মিনিটে হালনাগাদ করা এই বিচার কার্যক্রমের বিভিন্ন খবর টুইটারে শেয়ার করছেনঃ 

অন্যান্য আইনজীবী এবং নেটিজেন যারা এই বিচার সম্পর্কে খবর সংগ্রহ করছেন তারা হলেন @সেরেনকালি, @এভিগুরকানকোরকমাজ, @আপুইয়ান এবং @সিগডেমমাটের

কোরকমাজের হত্যা মামলা অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এটি ব্যাপকভাবে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। পুলিশ বাহিনীর তাড়া খেয়ে সে যখন পালাচ্ছিল তখন পেছনের গলিতে তাকে ধরে পিটিয়ে মারা হয়। পুলিশের লোক এবং দোকান মালিক উভয়েই সন্দেহভাজন হত্যাকারীদের তালিকায় রয়েছে। ঘটনার কয়েক মাস পরে হত্যার দৃশ্যের একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। যদিও প্রথমদিকে ভিডিওটির অস্তিত্ব অস্বীকার করা হয়েছিলঃ 

আরেকটি হৃদয় বিদারক দৃশ্যে দেখা গেছে, আলি ইসমাইলের বাবা-মা তাদের ছেলের ছবি হাতে নিয়ে ছেলে হত্যা মামলার শুনানিতে অংশ নিয়েছেন এবং তাদের ছেলের সন্দেহভাজন খুনিদের দিকে তাকিয়ে ছিলেনঃ 

আজকের শুনানিতে সাক্ষীরা কোরকমাজের হত্যাকারী হিসেবে কয়েকজন পুলিশ সদস্য, অন্যান্য সন্দেহভাজন এবং একজন ব্যবসায়ী মালিককে সনাক্ত করেছেন। 

এরকানের ফিল্ড ডায়েরীতে আমার পূর্ববর্তী পোস্টে আরও কয়েকটি ছবি এবং একত্রিত করা কিছু খবর দেখতে পাবেন।  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .