গ্লোবাল ভয়েসেস এবং কোনেকটাসের লেখা প্রকাশের ঘোষণা

connectaspage

কোনেকটাস.অর্গ ওয়েবসাইটের স্ক্রিনশট

গ্লোবাল ভয়েসেস এবং কলম্বিয়া ভিত্তিক ল্যাটিন আমেরিকার সংবাদ প্রতিষ্ঠান কোনেকটাস [স্প্যানিশ ভাষায়], আন্তর্জাতিক বহুভাষিক সাইট গ্লোবাল ভয়েসেস নেটওয়ার্কে লেখা প্রকাশে চুক্তিবদ্ধ হয়েছে।

কোনেকটাস হচ্ছে একটি অলাভজনক সংবাদ সংস্থা [স্প্যানিশ ভাষায়], যার উদ্দেশ্য হচ্ছে সংবাদ সংগ্রহ, তা সবার সামনে তুলে ধরা, সংবাদ প্রশিক্ষণ এবং এই ক্ষেত্রে এই সমস্ত তথ্যের সাথে সম্পর্কিত বিষয়বস্তু বিতরণ করা, যা ল্যাটিন আমেরিকার উন্নয়নের এক মৌলিক অংশ”:

যখন এই অঞ্চলে অজস্র সুযোগ একত্রিত হয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের বাস্তবতায় কোন তথ্যের প্রয়োজন হয় তখন মূহূর্তের মধ্যে কোনেকটাস সেখানে দৃশ্যমান হয়। আমেরিকার এই অঞ্চলে অনুরূপ সংস্কৃতি, ইতিহাস, ভাষাগত অবস্থান, একটি সক্রিয় সুশীল সমাজ এবং ক্রমশ বাড়তে থাকা সরকারের বিভিন্ন অংশের কাজ এবং প্রতিষ্ঠানের মাঝেও, অত্র অঞ্চলের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিষয়ে তেমন একটা তথ্য নেই।

সংবাদ প্রকাশ করা ছাড়াও, কোনেকটাস, বিশেষ কৌশল এবং বিষয়বস্তু ভিত্তিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে এবং সভা ও ফোরামের আয়োজন করে এবং মতামত প্রদানকারী নেতা এবং নীতি নির্ধারকের সাথে কথা বলে। একই সাথে তারা এই অঞ্চলে সার্বজনীন তথ্য অধিকার আইনের প্রচারণা এবং অনুসন্ধান, বিশ্লেষণ, বিস্তারিত মানচিত্র তৈরী এবং চিত্রকল্প বিষয়ে ডাটা বিনিয়ম করে।

আমরা বিশ্বাস করি যে কোনেকটাস-এর তৈরী করা প্রবন্ধ এবং সংবাদ, ল্যাটিন আমেরিকার বিষয়ে প্রকাশিত আমাদের সংবাদ, তার গুণগত মান পূরণ করবে।

গ্লোবাল ভয়েসেস-এ প্রকাশিত কোনেকটাস–এর প্রথম ইংরেজি প্রবন্ধ “কি ভাবে এল সালভাদরের গুণ্ডার দল দেশটির নিরাপত্তা বাহিনীর ভেতের প্রবেশ করে তাদের পতনের কারণ হয়ে দাঁড়াল”-এর প্রথম খণ্ড পাঠ করুন। শীঘ্রই এর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .