রাইজিং ভয়েসেসের আমাজেনিয়া প্রকল্পের ঘোষণা

দক্ষিণ আমেরিকা জুড়ে ছড়িয়ে থাকা আমাজন সম্প্রদায়েরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেগুলোর মধ্যে আছে বনভূমি ধ্বংস, সামান্য বা কোন রকম পূর্বনির্ধারিত পরামর্শ ছাড়াই অবকাঠামো প্রকল্প এবং জীবনের বিভিন্ন অনন্য সাংস্কৃতিক দিকগুলোর উপর হুমকি। আমাজন বনাঞ্চলটি দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত। এত বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়ানো বলে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সনাতন সাংবাদিকদের কাছে বেশ আগ্রহের বিষয়। এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখন অনলাইনের বিভিন্ন নাগরিক প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপকভাবে উঠে আসছে। এখনও এই অঞ্চলে এসব বাস্তবতার মুখোমুখি হওয়া এই সম্প্রদায়গুলোর এমন অনেক গল্প আছে যেগুলো সম্পর্কে কথা বলা উচিৎ।    

Amazonia, Brasil. Photo by Andre Deak and used under a CC BY 2.0 license.

আমাজোনিয়া, ব্রাজিল। ছবি আন্দ্রে ডিক এর। সিসি বাই ২.০ লাইসেন্সের আওতায় ব্যবহৃত

রাইজিং ভয়েসেস নাগরিক প্রচার মাধ্যম টুলসগুলো ব্যবহার করে স্থানীয় সম্প্রদায়গুলোকে ডিজিটাল গল্প বলার মাধ্যমে তাদের নিজেদের লেখা গল্পগুলোকে শেয়ার করার একটা সুযোগ তৈরি করে দেয়। বিনামূল্য এবং সহজে ব্যবহারযোগ্য টুলসগুলো সচরাচর পাওয়া যাচ্ছে। সাধারণ নাগরিকেরা এগুলোর মাধ্যমে সহজেই তাদের গল্পগুলোকে স্থানীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ের সাথে সংযুক্ত করতে পারছে।

এটা সত্যি যে বেশির ভাগ আমাজন সম্প্রদায় এখনও যোগাযোগের জন্য অনলাইনে পুরোপুরি অংশগ্রহণ করতে প্রয়োজনীয় অবকাঠামো পাচ্ছে না। আরও অনেক সম্প্রদায় আছে যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার পথ খুঁজছে। স্থানীয় বিভিন্ন এনজিও, সাম্প্রদায়িক পাঠাগার এবং স্থানীয় সাইবার ক্যাফেগুলো অধিবাসীদের অনলাইন হওয়ার কিছু সুযোগ প্রদান করছে। কিছু কিছু জায়গায় অধিবাসীরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমেও বিভিন্ন ধরনের সেলুলার ডিভাইসের সাহায্যে ইন্টারনেটে প্রবেশ করতে পারে। বিচিত্র এই অঞ্চল থেকে আসা ব্যাপক সংখ্যক ডিজিটাল প্রচারসূচীর সংখ্যা বাড়ার সাথে সাথে এখানে আরও অনেক সম্প্রদায় আছে যারা এই অনলাইন কথোপকথনে অংশ নিতে চায়।

রাইজিং ভয়েসেস আমাজোনিয়া

আভিয়ানা আমেরিকা, ফাউন্ডেশন আভিয়ানা এবং স্কোল ফাউন্ডেশনের উদার সহায়তার জন্য ধন্যবাদ। রাইজিং ভয়েসেস আমাজন অঞ্চলের সেই সব সম্প্রদায়ের সাথে সরাসরি কাজ করতে চায়, যারা তাদের নিজস্ব গল্প বলতে এবং ডিজিটাল মিডিয়া সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে আরো সক্রিয়ভাবে অনলাইন ব্যবহার করতে চায়। একটি ক্ষুদ্র অনুদান প্রতিযোগিতা এবং একটি মেন্টোরিং প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই অঞ্চলের সর্বোচ্চ ছয়টি প্রকল্পকে অর্থায়ন এবং সহযোগিতা করব, যারা তাদের নিজেদের স্থানীয় সম্প্রদায়কে ডিজিটাল নাগরিক মিডিয়া ব্যবহার করতে সাহায্যের জন্য নিয়োজিত রেখেছে। স্থানীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কি জরুরী তা শেয়ার করার এটি একটি উপায়।  

আগামী মাসে ক্ষুদ্র অনুদান প্রতিযোগিতা শুরুর ঘোষণা আসবে। এর জন্য সঙ্গে থাকুন। সেখানে এর জন্য যোগ্যতা, নির্দেশিকা এবং আবেদন প্রক্রিয়ার রূপরেখা দেওয়া থাকবে। আমাদের মেইলিং তালিকা, রাইজিং ভয়েসেস ব্লগ এবং আমাদের টুইটার (@রাইজিংভয়েসেস) অ্যাকাউন্ট এবং ফেসবুকে এ সংক্রান্ত তথ্য শেয়ার করব। ইতিমধ্যে, আপনি যদি আমাজনে কাজ করে থাকেন এবং আপনি এই প্রকল্পে অংশ নিতে বা এই সম্প্রদায় সম্পর্কে জানতে আগ্রহী হন, তবে এই সংক্ষিপ্ত তথ্য ফর্মটি পূরণ করুন। প্রস্তাবের জন্য আহ্বান করা হলেই আমরা আপনাকে অবহিত করব। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .