এপ্রিলের শেষে গ্রেফতার হওয়া ও বর্তমানে কারাগারে বন্দী ইথিওপিয়ার নয়জন ব্লগার এবং সাংবাদিক সমর্থনে নাইজেরীয় ব্লগার ব্লসোম এনোদিম (@ব্লোক্যাম্পার) এবং নাওয়াচুকুয়া এগবুনইকে (@ফেদারপ্রজেক্ট) এবং তাদের সাথে তানজানিয়ার এনদেসানজো মাচা(@এনদেসানজো) যোগ দিয়ে আফ্রিকা জুড়ে যে টুইটাথনের আয়োজন করেছে, আসুন সবাই তাতে যোগ দেই।
গ্লোবাল ভয়েসেস সম্প্রদায় এবং আমাদের নেটওয়ার্কের সকল বন্ধু এবং সহযোগী গ্রেপ্তারকৃত এই নয়জন পুরুষ ও নারীর মুক্তি দাবী করছে, যাদের সকলে ব্লগিং এবং প্রচলিত সাংবাদিকতার মাধ্যমে ইথিওপিয়ায় রাজনৈতিক ধারাভাষ্যের জন্য জায়গা তৈরীর জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা বিশ্বাস করি যে তাদের এই গ্রেফতার মত প্রকাশের যে সার্বজনীন অধিকার এবং একই সাথে জোর পূর্বক কাউকে কারাগারে আটকে না রাখার মত নাগরিক অধিকারের লঙ্ঘন। তাদের কাহিনী এবং মুক্তির দাবীতে যে প্রচারণা সে বিষয়ে আরো জানতে এখানে ক্লিক করুন।
এই বুধবার, পশ্চিম আফ্রিকা সময় বেলা দুটায় এই টুইট করা শুরু হবে, যেখানে আমরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা, সরকার এবং কূটনৈতিক প্রধান এবং মূলধারার প্রচার মাধ্যমে টুইট করার পরিকল্পনা করেছি (তাদের বিভিন্ন উপাদান ব্যবহারের মাধ্যমে), এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনতার মনোযোগ আকর্ষণের জন্য। এই বিষয়ে আমরা বিশেষ করে আমাদের সহযোগী আফ্রিকার ব্লগার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এতে যোগদানের উৎসাহ জানাচ্ছি- তবে বিশ্বের যে কোন প্রান্তের যে কাউকে এখানে যোগদানে স্বাগত জানানো হবে।
#ফ্রিজোন ৯ব্লগার: ইথিওপিয়ার কারাবন্দী ব্লগারদের মুক্তির দাবীতে এক টুইটাথন
তারিখ:বুধবার, ১৪ মে ২০১৪।
সময়: পশ্চিম আফ্রিকা সময় বেলা দুটা/গ্রিনিচ মান সময় অনুসারে বেলা একটা থেকে চারটা- (আপনার এলাকার সময় বের করার জন্য এখানে ক্লিক করুন)
হ্যাশট্যাগ:#ফ্রিজোন৯ব্লগারস
আয়োজক: ব্লসোম এনোদিম (@ব্লোক্যাম্পার), নাওয়াচুকুয়া এগবুনইকে (@ফেদারপ্রজেক্ট) এনদেসানজো মাচা(@এনদেসানজো)
বুধবারে আমাদের সাথে যোগ দিন— যতক্ষণ পর্যন্ত না আঙ্গুল ব্যাথা করতে শুরু করে, ততক্ষণ পর্যন্ত টুইট করতে থাকুন এবং দি জোনের ৯ ব্লগারের মুক্তির দাবী করতে থাকুন!
যে সমস্ত টুইট আপনি ব্যবহার করতে পারেন (এই বিষয়ে আরো টুইট খুঁজতে এখানে ক্লিক করুন)
- জোন-এর ৯- জন এর ব্লগারকে ছেড়ে দিন কারণ ব্লগিং কোন অপরাধ নয়! #FreeZone9Bloggers http://bit.ly/1g65ijg
- “আমরা ব্লগ করি কারণ আমরা যত্নবান”। #FreeZone9Bloggers http://bit.ly/1g65ijg
- @globalvoices- এর দরখাস্তে এ যোগ দিন এবং স্বাক্ষর করুন, ইথিওপিয়ার সাংবাদিক এবং ব্লগারদের মুক্তির জন্য আহ্বান জানান। #Ethiopia #FreeZone9Bloggers bit.ly/1njZMRH
- #ফ্রিজোন৯ব্লগার, টাম্বলারে তাদের ছবি পাঠান এবং তাদের মুক্তির দাবীর প্রতি সমর্থন জানান! ! bit.ly/1g6qmWT
- ইথিওপিয়ায় ব্লগারদের গ্রেফতার হওয়া আফ্রিকার মানবাধিকার সনদ এবং নাগরিক অধিকার লঙ্ঘন #FreeZone9Bloggers http://bit.ly/QlzRuG
- আফ্রিকার সনদ মত প্রকাশের স্বাধীনতা রক্ষক #FreeZone9Bloggers http://bit.ly/QlzRuG
- ইথিওপিয়ায় ব্লগারদের গ্রেফতার আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের লঙ্ঘন #FreeZone9Bloggers http://bit.ly/1g1MUNM
- ইথিওপিয়ায় ব্লগার গ্রেফতারের ঘটনা, আইসিসিপিআর-এর ৯ এবং ১৪ ধারার লঙ্ঘন #FreeZone9Bloggers http://bit.ly/1g1MUNM