ইউটিউবে ভিডিও পোস্ট করার কারণে মালয়েশিয়ার একজন রাজনীতিবীদ মঙ্গলবার রাষ্ট্রদোহিতার অভিযোগে অভিযুক্ত হয়েছে। .
তেরেসা কোক একজন কেন্দ্রীয় সংসদ সদস্য এবং ডেমোক্রেটিক এ্যাকশন পার্টির (ড্যাপ)-এর ভাইস চেয়ারম্যান, যে দলটি কেন্দ্রীয় বিরোধী জোটের অন্যতম শরীক। কোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে ধারায় অভিযোগ করা হয়েছে, উপনিবেশিক সময়ের সেই আইনের মানে হচ্ছে এর ফলে দণ্ড প্রাপ্ত আসামীর তিন বছর কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

তেরেসা কোক
প্রশ্নবোধক এই ভিডিওটির শিরোনাম “ওয়ানডারফুল মালয়েশিয়া” (পোস্টের একেবারে নীচে ভিডিওটি রয়েছে) যেটি মালয়েশিয়ার চন্দ্রবর্ষ উদযাপনের অংশ হিসেবে ইউটিউবে পোস্ট করা হয়েছে এবং এটিকে সরকারকে মজা করে খোঁচানোর কারণে এক রাজনৈতিক বিদ্রুপাত্মক ভিডিও হিসেবে বর্ণনা করা হয়েছে।
তেরেসা কোক এই বিষয়ে নিজেকে দোষী ভাবেন না এবং তিনি সরকারের দায়ের করা মামলার বিরুদ্ধে লড়াই করার প্রতিজ্ঞা করেছেন:
যারা এই ভিডিও দেখবে, তারাই বুঝবে এটা আদতে অভিনেতা এবং অভিনেত্রীদের করা একটা রাজনৈতিক ব্যাঙ্গ ভিডিও, যেখানে নানাবিধ বিষয় উপস্থাপন করা হয়েছে এবং তা নিয়ে রসিকতা করা হয়েছে, আর নিজেরা মজা করার মধ্যে দিয়ে তা করা হয়েছে, এই ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের সাধারণ নাগরিকদের আলোচনার বিষয় বস্তুতে পরিণত হয়েছে।
খুব সাধারণভাবে করা এক রাজনৈতিক বিদ্রুপের কারণে আমাকে শাস্তি দেওয়ার উদ্যোগ দেখিয়ে দেয় যে মালয়েশীয় প্রধানমন্ত্রীর প্রদান করা রাষ্ট্রদ্রোহিতার আইন সংশোধনের প্রতিশ্রুতি কতটা অন্তসারশূন্য এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত, একই সাথে তা প্রদর্শন করছে যে সর্বশেষ জাতীয় নির্বাচনের পর দেশটি কতখানি রাজনৈতিক অন্ধকারে নিপতিত হয়েছে।
হীন এই অভিযোগের বিরুদ্ধে আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমি কোন অপরাধ করিনি এবং আদালতে আমি নির্দোষ প্রমাণিত হব।
তেরেসা কোক, তার কিছু সহকর্মী এবং নেট নাগরিকদের কাছ থেকে সমর্থন লাভ করেছে।
Teresa Kok video is National threat…#ISMA comments on religious and racial issues ..??Why such selective and ugly prosecutions? #shame
— Ir.Kumar (@skumar176) May 7, 2014
তেরেসা কোকের ভিডিও, জাতীয় এক হুমকি… ধর্মীয় এবং বর্ণবাদ বিষয়ে বিভিন্ন ইসলামিক এনজিওর করা মন্তব্য …? কেন এই নির্ধারিত এবং কুৎসিত শাস্তি প্রদান?
What will Obama say of Najib if he is informed YB Teresa Kok will be charged for sedition over the video clip ?
— Ngeh Koo Ham 倪可汉 (@ngehkooham) May 5, 2014
ওবামা যখন জানতে পারব যে সংসদ সদস্য তেরেসা কোককে কেবল এক ভিডিও প্রকাশ করার কারণে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ অভিযুক্ত করা হয়েছে, তখন সে নাজিবকে কি বলবে?
হাজলান জাকারিয়া বিশ্বাস করে যে ভিডিওটি কিছু যৌক্তিক বিষয় উত্থাপন করেছে:
কিন্তু যারা এই ভিডিও দেখেছে তারাই খেয়াল করবে যে এটিতে সাবাহ প্রদেশে চলতে থাকা জলদস্যুতা এবং অপহরণ নিয়ে খোঁচা দেওয়া হয়েছে, যা এখনো এক উদ্বেগের বিষয় …
রাজনৈতিক প্রহসন অনুমোদন দেওয়া হয়ত খানিকটা ছেলেমানুষি, কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়গুলো নিয়ে এখানে খোঁচা দেওয়া হয়েছে।
কিন্তু সাশা প্রান্থ মনে করে এই ভিডিও এবং এই নিয়ে যে কেলেঙ্কারি, তা কেবল এক নারী রাজনীতিবিদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করেছে:
আমি ধারণা করি (ভুলভাবে) যে টিভির একজন আলোচনা সভার উপস্থাপিকা হিসেবে ক্যামেরার সামনে নয়, সংসদের একজন সদস্য হিসেবে তার উচিত সংসদে গিয়ে লড়াই করা। এই ভিডিও নিম্ন রুচির পরিচায়ক, এটা তার চেয়ে বেশী, কারণ তেরেসার বর্ণবাদী এবং ধর্মীয় অবস্থানের ভিত্তিতে এই ভিডিও বিএনকে (শাসক দলকে) তার বিরুদ্ধে হামলা চালানোর রসদ জোগাচ্ছে। নিজের দিক থেকে দেখলে দেখা যাচ্ছে, এটি তেরেসার অতীব নির্বোধ রাজনৈতিক চাল।
আমাদের দেশের অজস্র খারাপ বিষয় থাকা সত্ত্বেও তিনি হয়ত ঐক্যের আহ্বান জানিয়ে তার সময়কে ভালভাবে কাজে লাগাতে পারতেন। আর এটাই হচ্ছেন তেরেসা, আমার মনে হয় এই বিষয়ে আমি ঠিক ধরেছি। তিনি এখন ঘটনার শিকার এই রকম ভাব করতে পারেন না, বিশেষ করে যখন তিনি নিজে এই অর্থহীন বিষয়ের মত এক ঘটনা ঘটিয়েছেন এবং এখন তা প্রথমেই তার ভরাডুবির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার দৃষ্টিতে, নারী রাজনীতিবিদের জন্য তিনি এক আঘাতস্বরূপ।
তেরেসা কোকের বিরুদ্ধে সরকারের অভিযোগ আনার সিদ্ধান্ত, শাসক জোটের শরীক দল পিপলস প্রোগ্রেসিভ পার্টির তথ্য সম্পাদক এ চন্দ্রকুমানান সমর্থন করেছে।
কি ভাবে সংসদের একজন সদস্য হয়ে তেরেসা কোক এমন এক ভিডিও দৃশ্য নিয়ে হাজির হল যেটিতে নাগরিকদের উত্তেজিত করার মত গোপন হানিকর কিছু বিষয়সূচি রয়েছে? সরকারের নীতি নিয়ে মজা এবং ঠাট্টা করা কি ভালো কিছু, এবং তারপর সে দৃশ্যপটে হাজির হল এবং বলল যে এটা কেবল এক রাজনৈতিকভাবে এক বিদ্রুপাত্মক ভিডিও? এটা কি কোন অর্থ তৈরী করে, অথবা তিনি কি মনে করেন, বাকী সকলে বেকুব?
নীচে ভিডিওটি প্রদর্শিত হয়েছে;