রাষ্ট্রীয় গোলযোগ সৃষ্টির অভিযোগে খ্যাতিমান মানবাধিকার আইনজীবী পু জিকিয়াংকে গ্রেফতার করেছে চীন। গ্রেফতারের ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন গণতন্ত্রপন্থীরা তিয়েনয়ানমেন স্কোয়ারের ২৫ বছর পুর্তি উপলক্ষে কর্মসূচী হাতে নিচ্ছিলেন। তাদের নিরুৎসাহিত করতে এই গ্রেফতার।
সাউথ চায়না মনিং পোস্টের ভাষ্যমতে, অপরাধমূলক কাজে যুক্ত এমন অভিযোগে বেইজিং পুলিশ তাকে আটক করে। যদিও পু সে সময়ে ১৯৮৯ সালে সংগঠিত তিয়েনয়ানমেন স্কোয়ারের ঘটনার স্মরণে অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় অংশ নিয়েছিলেন। তারা ৪ জুনের ঘটনার সত্য খুঁজে বের করার আহবান জানাতে সভা করছিলেন।
গত ৩ মে ২০১৪-এ বেইজিংয়ের একটি বাড়িতে কমপক্ষে ১৫ জন শিক্ষক, গণতন্ত্রপন্থী কর্মী এবং তিয়েনয়ানমেনের ঘটনায় নিহতদের স্বজন সভায় উপস্থিত হয়েছিলেন। বৈঠক শেষে কমপক্ষে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
পু উইকোয়ান আন্দোলনের [নাগরিক ও আইনি অধিকারের দাবিতে আন্দোলন] একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি অনেক লেখক, সাংবাদিককে আইনি সহায়তা দিয়েছেন। এদের মধ্যে শিল্পী আই উইউইয়ের মতো হাই-প্রোফাইল মামলাও রয়েছে। শ্রম শিবির বিরোধী প্রচারণায় তিনি সাময়িকীগুলোতে সোচ্চার ছিলেন।
সরকারি নীতির সমালোচনা করায় পু বিভিন্ন সময়ে নিরাপত্তাবাহিনীর নজরদারিতে ছিলেন। তাছাড়া তাকে কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করাও হয়েছে। ২০১৩ সালে কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা জিয়াও ইয়ংক্যাঙ অবসরের সমালোচনা করায় চীনের সব ধরনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে পু-কে নিষিদ্ধ করা হয়।
ছাত্র থাকা অবস্থাতেই পু ১৯৮৯ সালে গণতন্ত্রপন্থী আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তিয়েনয়ানমেন আন্দোলন সম্পর্কে সব ধরনের তথ্য চীন সেন্সর করে থাকে। কেউ যদি জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা উইবৃুতে “তিয়েনয়ানমেন” লিখে অনুসন্ধান করে, তবে একটি বার্তা পাবে। বাতায় বলা আছে, আইন ও প্রবিধান অনুযায়ী এটি খুঁজে পাওয়া যায় নি।
অনেক আইনজীবী পু-এর প্রতি সহানুভূতি জানিয়েছেন। উইবুতে তার মুক্তি দাবি করেছেন। তবে পু'র প্রতি সমর্থন জানিয়ে যেসব বার্তা এসেছে, তার বেশিরভাগই মুছে ফেলা হয়েছে।
বেইজিংয়ের আইনজীবী ডিং শুলিনের বার্তা অতি দ্রুত মুছে ফেলা হয়:
邓树林律师: 必须释放浦志强!抓律师是今后司法改革的方向吗?
পু জিকিয়াং অবশ্যই মুক্তি পাবেন। আইনজীবী গ্রেফতার কি বিচারব্যবস্থা সংস্কারের ভবিষ্যত দিক?
জনপ্রিয় চীনা অভিনেত্রী জিয়াং জিয়ি উইবু-তে তার অনুসরণকারীদের একটি সিনেমা দেখতে বলেছেন, সেখানে আইনজীবী কীভাবে ন্যায়বিচার বহাল রাখছেন:
《辩护人》一个追求民主、法制、公正为真理而斗争的律师让人肃然起敬。故事改编于韩国前总统卢武铉的真实事迹。在这儿无需再说电影拍得如何了,去看看人家拍的内容吧!
“কাউন্সিল”, একটি দায়িত্বশীল আইনজীবীর গল্প। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠঅর জন্য লড়ে যান, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেন। কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোথ মো-হাইয়ুনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানানো হয়েছে। সিনেমা সম্পর্কে রিভিউ দেয়ার দরকার নেই এখানে। শুধু বলছি সিনেমাটি বিষয়বস্তুটি একবার দেখে নিন।
হিউম্যান রাইটস ওয়াচের মায়া ওয়াং টুইটারে মন্তব্য করেছেন:
Detention of Pu and others r the best ads for the 25th anniversary & is attracting exactly the kind of attention the authorities don't want.
— Maya Wang 阿莲 (@wang_maya) May 6, 2014
তিয়েনয়ানমেনের ২৫তম বাষির্কীর সবচে’ সুন্দর বিজ্ঞাপন হলো পু এবং অন্যান্যদের আটক। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মনোযোগ আকর্ষণ হোক, কর্তৃপক্ষ এটা চান না।
সাংবাদিক সুই-লি উই পু'র একটি প্রবন্ধের অংশবিশেষ টুইটারে তুলে ধরেছেন:
Gd time to read Pu Zhiqiang's essay on June 4. “If every1 forgets, are we not opening the door to future massacres?” http://t.co/TXTI1kYizI
— Sui-Lee Wee 黄瑞黎 (@suilee) May 6, 2014
৪ জুন নিয়ে পু জিকিয়াংয়ের প্রবন্ধটি ভালো সময়ে পড়া হলো। “সবাই যদি ভুলে যায়, তাহলে কি আমরা ভবিষ্যৎ গণহত্যার দরজা খুলে দিচ্ছি না?”