- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনের সেন্সর বিষয়ে একজন সাংবাদিকের অভিজ্ঞতা “ চীনের কাছে আমি বিক্রি হয়ে গিয়েছি”।

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা, ভ্রমণ

ঈয়ন [1]-এর লেসলি এ্যানা জোনস চীনে তার স্বদেশী এক ম্যাগাজিনে কাজ করার সময় চীনের সেন্সর ব্যবস্থার বিষয়ে যে ব্যক্তিগত অভিজ্ঞতা লাভ করেন তাই নিয়ে কথা বলেছেন। সে সময় শিনজিয়াং-এ এক “প্রচারণামূলক যাত্রার” সময় তিনি আবিষ্কার করেন যে তাকে সেখানকার প্রকৃত ঘটনার বিষয়ে কোন নথি তৈরীর অনুমতি প্রদান করা হচ্ছে না।