- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জিভি অভিব্যক্তিঃ তাইওয়ানের সূর্যমুখী বিক্ষোভ

বিষয়বস্তু: তাইওয়ান (ROC), আন্তর্জাতিক সম্পর্ক, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, রাজনীতি

৯ মে, ২০১৪-এ গুগল প্লাসের হ্যাংআউটের মাধ্যমে আমাদের সাথে সরাসরি ভিডিওতে যোগ দিন (বেলা ১১:০০টা ইউটিসি/জিএমটি)। [1]

সূর্যমুখী ফুল তাইওয়ানের বিক্ষোভ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে যা ক্রমাগত দেশটির স্বায়ত্বশাসনের আহ্বানের দাবী জানাচ্ছে, যদিও চীনের সাথে আরো বাণিজ্য এবং একত্রীকরণের রাজনৈতিক চাপ রয়েছে।

এইবার বিক্ষোভকারীরা বিক্ষোভে উত্তাল হয়ে উঠে এবং কয়েক সপ্তাহ ধরে তাইওয়ানের প্রধান সংসদ ভবন দখল করে রাখে এবং তারা নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য স্যোশাল মিডিয়া ব্যবহার করে আর বেশ সৃষ্টিশীল উপায়ে তাদের কর্মকাণ্ড প্রকাশ করে।

গণতন্ত্রকে রক্ষার এই অন্দোলন কি স্বয়ং নিজেই গণতান্ত্রিক উপায়ে সাধিত হচ্ছে?

কি ভাবে তাইওয়ানবাসীরা বিক্ষোভকে গ্রহণ করছে সে বিষয়ে আজকের জিভি অভিব্যক্তিতে আমরা গ্লোবাল ভয়েসেস তাইওয়ানের লেখিকা আই-ফান লিন [2] এবং গ্লোবাল ভয়েসেস চায়নার [3] সহ সম্পাদক প্রতনয় ঝেং [4]-এর সাথে কথা বলব। 

এই বিষয়ে আরো পড়ুন:

তাইওয়ানের সূর্যমুখী বিক্ষোভ বিষয়ে গ্লোবাল ভয়েসেস-এর বিশেষ সংবাদ [5]