চীনের সাথে এক সাক্ষরিত এক বিতর্কিত চুক্তির পর পর বিক্ষোভকারীরা তাইওয়ানের সংসদ ভবন দখল করে নেওয়ার সামান্য পরে, দেশটির রাজধানী তাইপে ২৬ থেকে ৩০ এপ্রিল আরো বিক্ষোভে উত্তাল হয়ে উঠে, এবার তারা নির্মাণাধীন দেশের চতুর্থ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছে, তাদের শঙ্কা এই কেন্দ্র বিপদ বয়ে আনতে যাচ্ছে।
পুলিশ বিক্ষোভকারীদের সমাবেত হবার এলাকা থেকে জোর করে সরিয়ে দেয় এবং তারা যাতে সামনে এগিয়ে আসতে না পারে তার জন্য সেখানে একটা কাঁটাতারের বেড়া বসিয়ে দেয় এবং প্রতিবন্ধকতা তৈরী করে। রাষ্ট্রপতি দপ্তর, সংসদ ভবন, প্রধান নির্বাহীর ভবন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারী দপ্তরের সামনে বহন এবং অপসারণযোগ্য প্রতিবন্ধক দিয়ে ঘিরে দেয়।
এর বিপরীতে সৃষ্টিশীলতা দিয়ে বিক্ষোভকারীরা এর জবাব দিয়েছে। তারা পরমাণু বিরোধী ফিতা, রাজনৈতিক ব্যানার, ফুল, এবং অন্যান্য সামগ্রী দিয়ে কাঁটাতারের বেড়া এমন ভাবে সাজিয়ে নিয়েছে, যেন সেটাকে কেউ একজন সমসাময়িক সড়ক শিল্প প্রদর্শনীতে পরিণত করেছে। তাইওয়ানের অনেক নেট নাগরিকরা এই শিল্পের ছবি প্রদর্শন করেছে, নীচে নির্বাচিত কয়েকটি ছবি তুলে ধরা হল।

কাঁটাতারের বেড়ার পাশে এক সতর্ক সঙ্কেত টানানো রয়েছে, যেখানে লেখা রয়েছে, “বিপজ্জনক, কাছে আসবেন না”। এই ছবিটি তুলেছে চুয়ান হিসিয়াং চ্যাং, যে এই বেড়াকে “ নীরব প্যাঁচ” বলে অভিহিত করেছে। সিসি বাই এনসি ২.০।

ঘুমন্ত রাজকুমারীর প্রসাদ তথা রাষ্ট্রপতি ভবন । ছবি ইনসটাগ্রাম ব্যবহারকারীর ডিসিপশনের। সিসি বাই- এনসি ২.০।