ইতোমধ্যে বিভ্রান্ত এক তরুণ প্রজন্মের কাছে হঠাৎ করে বব মার্লে এক ঈশ্বরে পরিণত হয়েছেন। দি রাস্তাফারি ফ্লাগ জানাচ্ছে স্বয়ং বব নিজে অথবা মারিজুয়ানা এর সাথে যুক্ত, সারা ভুটানে এই একই অবস্থা। বব মার্লে এমন একজন ব্যক্তি যিনি ১৯৮১ সালে মৃত্যু বরণ করেন, সেই তিনি এই একবিংশ শতকের বুদ্ধিমান তরুণদের যে ভাবে মগজধোলাই করছেন তা অবিশ্বাস্য।
পাসাং সেরিং, ভুটানের এক ব্লগার এবং কম্পিউটার প্রশিক্ষক ভুটানের বাজোথাং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, তিনি বিস্মিত কেন ভুটানের আজকের তরুণদের কাছে বব মার্লে এক আদর্শ হিসেবে বিবেচিত হচ্ছে। তার বদলে তিনি তাদের ১২ জন ব্যক্তির প্রতি নজর দিতে বলেছেন যাদের ছবি তিনি তার স্কুলের কম্পিউটার ল্যাবের কামরায় ঝুলিয়ে রেখেছেন।
এবং তরুণরা যা করছে তাতে তিনি বিস্মিত, যে কি ভাবে মার্লে তাদের বিস্ময়ে পরিণত হল, প্রশংসা লাভ করল এবং উদ্দীপনার উৎসে পরিণত হল।