সম্ভাব্য নিষেধাজ্ঞার জন্য সংগ্রাম করছে লাইভজার্নাল

Images remixed by Andrey Tselikov.

ছবিঃ আন্দ্রেভ সেলিকভ। 

রাশিয়ার আইনসভার নিম্ন কক্ষ ডুমাতে একটি বিল পাস করা হয়েছে। এই বিলটি জনপ্রিয় ব্লগারদের গণমাধ্যমের [গ্লোবাল ভয়েসেসের রিপোর্ট অনুযায়ী] সমান হিসেবে বিবেচনা করবে। বরং বিলটি পাস করতে এখনও ফেডারেশন কাউন্সিলে কিছু গতানুগতিক পদক্ষেপ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন নেওয়া বাকি রয়ে গেছে। এখন এটি একটি নিষ্পন্ন কাজ হিসেবে আবির্ভূত হয়েছে, যেটি ২০১৪ সালের ১ আগস্ট তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। যে সব রাশিয়ান ব্লগারের লেখা প্রতিদিন ৩ হাজারেরও বেশি সংখ্যক ভিন্ন ভিন্ন পাঠক পড়ে থাকেন, তাদেরকে তালিকাভুক্ত হতে হবে। একটি অনলাইন পত্রিকাতে যেভাবে তালিকাভুক্ত হতে হয়, সেই একই উপায়ে তাঁদেরকে তালিকাভুক্ত করা হবে। তথাপি কয়েকজন রুনেট জায়ান্টরা ইতোমধ্যেই আবার লড়াই শুরু করেছেন। তাদের এই লড়াই সম্মুখ সময়ের প্রমাণ দেয়। এটি এমন একটি আইন প্রয়োগ করতে চলেছে যা একটি যৌক্তিক দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে।

রাশিয়ার সবচেয়ে ক্ষমতাবান সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়ানডেক্স ডট আরইউ। এর আগেই তাঁরা তাঁদের ওয়েবসাইট ব্লগগুলোকে [গ্লোবাল ভয়েসেসের রিপোর্ট অনুযায়ী] র‍্যাংকিং করা বন্ধ করে দিয়েছে। লাইভজার্নাল রাশিয়ার প্রধান দিমিত্রি পিলিপেনকো সম্প্রতি ২৩ এপ্রিল তারিখে তাঁর এলজে ব্লগে নিচের খবরটি পোস্ট [রুশ] করেছেনঃ 

С сегодняшнего дня в профайлах всех блогеров и сообществ, количество подписчиков которых превышает две с половиной тысячи, будет отображаться не фактическое число пользователей «В друзьях у», а 2 500 +. Фактическое значение остается доступным только для владельцев блогов и владельца и смотрителей сообщества.

Отмечу, что данные изменения касаются только тех пользователей, которые используют Кириллические сервисы LiveJournal.

Рейтинг пользователей и сообществ, формировавшийся по просмотрам, также прекращает свою работу.

Перечисленные выше изменения обусловлены планами по ряду мер для оптимизации работы сервиса. Все совпадения случайны.

আজ থেকে সকল ব্লগ এবং সম্প্রদায়ের প্রোফাইলগুলোতে, যেগুলোর পাঠক [বন্ধু ইত্যাদি] সংখ্যা আড়াই হাজারের বেশি সেখানে পাঠক সংখ্যা উল্লেখ করার জায়গাটিতে আসল সংখ্যাটি না দেখিয়ে তাঁর পরিবর্তে ২৫০০+ চিহ্নটি দেখানো হবে। আসল সংখ্যাটি শুধুমাত্র ব্লগ মালিক অথবা সম্প্রদায়টির মডারেটর দেখতে পাবেন।

আমি আরও বলব, যে সব ব্যবহারকারী লাইভজার্নালের সিরিলিক পরিষেবা ব্যবহার করেন, কেবলমাত্র তারা এই পরিবর্তনের কারণে কিছুটা প্রভাবিত হবেন।

একটি পাতা কতবার দেখা হল, তাঁর উপর ভিত্তি করে ব্যবহারকারী এবং সম্প্রদায়ের মাঝে ব্লগগুলোকে সারিবদ্ধ করে সাজানোও এখন বন্ধ হবে।

এই সেবাটিকে আরও পরিমিত করার জন্য কিছু পদক্ষেপ নেয়ার পরিকল্পনার উপর ভিত্তি করে উপরে বর্ণিত পরিবর্তন আনা হয়েছে। সবগুলো কাকতালীয় ব্যাপার রীতিমত দূর্ঘটনাজনক।

এই সংবাদ বিজ্ঞপ্তির শেষে পিলিপেনকোর লাজুক ইশারায় এটা স্পষ্ট যে এই নির্দেশনা সামনের “৩,০০০” বিধিনিষেধের প্রয়োগ আরও কঠিন করে তুলবে। তারপরও এটা অনিশ্চিত যে চূড়ান্ত হিসাব নিকাশের সময়ে এসে রসকমনাদজরকে থামানোর জন্য যদি এটি করা হয় – তবে শেষে ক্রেমলিন তাঁর শক্তি আরোপ করবে এবং ভিতরে থেকে লাইভজার্নালের সার্ভারে প্রবেশ করতে পারবে। সম্ভবত এটিকে  বিরোধী শক্তির মনন হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .