- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ওডিয়া ভালবাসে উইকিপিডিয়া

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, রাইজিং ভয়েসেস
The words "Odia loves Wikipedia" written in (of course) Odia. Image in the public domain.

ওডিয়া ভাষায় লিখা “ওডিয়া ভাষা”। ছবিঃ পাবলিক ডোমেইন। 

ওডিয়া [1] হচ্ছে ওডিশা [2] (আগে যার নাম ছিল উড়িষ্যা) নামক অঞ্চলের ২,৫০০ বছর পুরান একটি আঞ্চলিক ভাষা। সম্প্রতি ভাষাটি প্রাচীন ভারতীয় ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ওডিয়া উইকিমিডিয়া সম্প্রদায় সম্প্রতি ভুবনেশ্বরে ভাষাটির নতুন স্বীকৃতি প্রাপ্তি উদযাপন করতে একত্রিত হয়েছে।

নিচের লেখাটি উইকিমিডিয়া ফাউন্ডেশন ব্লগে সুভাশিষ পানিগ্রাহীর [3] লেখা একটি নতুন প্রবন্ধের [4]ভিন্নভাবে ছাপানো একটি অংশ বিশেষ। ছাপানো অংশটিতে ওডিয়া উইকি সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত শেয়ার করা হয়েছেঃ 

ওডিয়া উইকিসোর্সে [5] ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এবং ডিজিটাল করণ প্রকল্পের অধীনে কপিরাইট করা ১৪ টি বইকে পুনরায় লাইসেন্স প্রদান করা হয়েছে। কলিঙ্গ ইন্সটিটিউট অব সোশ্যাল সাইন্সেস (কেআইএসএস) নামের একটি আদিবাসী শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে এই প্রকল্পটি শুরু করে। […] কেআইএসএস এই বইগুলোর মধ্য থেকে কয়েকটি বইয়ের ডিজিটাল সংস্করণ তৈরি করতে যাচ্ছে। ডিজিটাল করার পর এই বইগুলো ওডিয়া উইকিসোর্সে পাওয়া যাবে।

উম্নুক্ত ধরনের একটি ওডিয়া ইউনিকোড ফন্ট হচ্ছে, “ওডিয়া ওটি জাগান্নাথা”। [6] ওডিয়াল্যাঙ্গুয়েজ ডট কমের [7]কর্মী সুজাতা পাটেল এই ফন্টটির নকশা করেছেন। এটি ওএফএল অনুমোদনের অধীনে প্রকাশ করা হয়েছে। এটি প্রথম একটি উন্মুক্ত ধরনের ওডিয়া টাইপ, যার স্বাদ সম্প্রদায়টি সক্রিয়ভাবে নিয়েছে।

“টাইপোডিয়া” [8]নামে একটি নতুন ওডিয়া অফলাইন ইনপুট টুল প্রকাশ করা হয়েছে। টুলটি তৈরি করেছেন উইকিপিডিয়া কর্মী মনোজ সাহুকার। এটি গণহারে বিলি করার জন্য প্রকাশ করা হয়েছে। ডিভিডিগুলোতে ফন্ট, ইনপুট টুল, ওডিয়া ভাষার অভিধান, কিউইক্সি [9]তে অফলাইন ওডিয়া উইকিপিডিয়া, উইকিপিডিয়া সম্পাদনা নির্দেশনা, ইউনিকোড ফন্টে পরিবর্তনের জন্য আইএসসিআইআই, বিভিন্ন বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার প্যাকেজ এবং উবুন্টু অপারেটিং সিস্টেম [10] […] অন্তর্ভুক্ত করা আছে। বেশিরভাগ ওডিয়া প্রকাশনা ইন্টারনেটে পাওয়া যায় না। এসব ওয়েবসাইটে পাঠকেরা সহজে প্রবেশও করতে পারেন না। মূল্যবান বইগুলো সংরক্ষণের জন্য ডিজিটালকরনের প্রক্রিয়া নিয়ে [ডঃ দেবিপ্রসন্ন পাটনায়েক] আলোচনা করেছেন। এসব বই মূলত প্রকাশনার বাইরে ছিল এবং তাল পাতায় লেখা পাণ্ডুলিপি […] আকারের বইও ডিজিটালকরণ করা হয়েছে।

ওডিয়া ফন্টটি বিনামূল্যে ডাউনলোড [6] করা যাবে। এই ফন্টটি যারা তৈরি করেছেন, তারা বলেছেনঃ  [7]

সত্যিকারের সতেজতা নিয়ে ওডিয়া ভাষাটি ব্যবহার করতে আমরা পরামর্শ দিব। প্রতিদিনের প্রশাসনিক কর্ম রাজ্যে, বিচার কাজ পরিচালনার ক্ষেত্রে, শিক্ষা প্রদানের ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে এই ভাষার ব্যবহার বাড়াতে আমরা পরামর্শ দিচ্ছি। এর পাশাপাশি আমরা ওডিয়া ভাষার একটি অভিধান তৈরি করার প্রকল্প হাতে নিয়েছি। এখানে কারিগরি শব্দের বিশেষ বিশেষ ক্ষেত্রে ওডিয়া সংস্করণ অন্তর্ভুক্ত করা হবে, যেন ইংরেজি ভাষার উপর আমাদের নির্ভরতা এড়িয়ে যাওয়া যায়।