- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কলম্বিয়া: বোগটায় বিনা মূল্যে চলচ্চিত্র উৎসব

বিষয়বস্তু: কলম্বিয়া, চলচ্চিত্র, নাগরিক মাধ্যম, ভাল খবর, শিল্প ও সংস্কৃতি

৮ মে তারিখে বোগটায় [1] বিনা মূল্যে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব এর আগে বাররানকুইলা [2] শহরে অনুষ্ঠিত হওয়া তিনটি চলচিত্র উৎসবের পরবর্তী এক দৃষ্টান্ত (যার সর্বশেষ সংস্করণ অক্টোবর ২০১৩-এ [3] অনুষ্ঠিত হয়েছিল)। এই উৎসবের নাম বহুবিধ স্ক্রিনে নতুন ভাবে বর্ণনা করা হবে।

Festival de cine CC - Bogotá bajo Licencia CC by 2.0

  সিসি সিনেমা ফেস্টিভ্যাল- বোগটা, সিসি বাই ২.০-লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।

এই উৎসবের তাজা সংবাদ পেতে চাইলে আপনি তাদের ফেসবুকের পাতা ফেস্টিসিনেসিসিবোগোটা [4] [স্প্যানিশ ভাষায়] অনুসরণ করতে পারেন, অথবা তাদের ওয়েবসাইটে [5] [স্প্যানিশ ভাষায়] প্রবেশ করতে পারেন অথবা সেদিন দুপুর ১২.৩০ থেকে সিনেমাটেসা ডিস্টট্রিটাল [6]-এর মাধ্যমে এই চলচ্চিত্র উৎসবের অংশগ্রহণকারী একজন হতে পারেন।
এখানে আপনি এই সম্বন্ধে বিনামূল্যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে-এর [7] কিছু লেখা পড়তে পারবেন। .