রুশ ফেডারেশনের সাথে যুক্ত হওয়ার পক্ষে ক্রিমিয়া ভোট দেয়ার দুই দিন পরে রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় শত্রু ডকু উমারোভকে মৃত ঘোষণা করল ককেশাস এমিরেট এর দাপ্তরিক প্রচারণা শাখা। ককেশাস এমিরেট রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। উমারোভের পদমর্যাদা এবং অবস্থান সম্পর্কে অনুমানের উপর ভিত্তি করে তিন মাস ধরে অনুসরণের পর এই ঘোষণা দেওয়া হল।
চেচেন নেতা রামজান কাদিরোভ গত ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বড়াই করে বলেছিলেন, উমারোভকে বিশেষ চেচেন নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। কিন্তু এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি তাঁর দাবির পক্ষে কোন সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি। এ ঘটনার পর কাভকাজ কেন্দ্র উমারোভের মৃত্যু অস্বীকার করেছে। তারা তাদের অস্বীকৃতির প্রমাণ স্বরূপ ইউটিউবে একটি ভিডিও [রুশ] আপলোড করেছে। ইউটিউব থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, এটি ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের কোন সময়ে রেকর্ড করা হয়েছে। ভিডিওটিতে উমারোভের মৃত্যু এবং তাঁর আধা-সামরিক বাহিনীর ভবিষ্যৎ নিয়ে যতোটা না উত্তর দেয়া হয়েছে তাঁর চেয়েও অনেক বেশি প্রশ্নের জন্ম দেওয়া হয়েছে।
ভলগোগ্রাদে [গ্লোবাল ভয়েসেসের রিপোর্ট অনুযায়ী] পর পর ঘটে যাওয়া দুইটি সন্ত্রাসী হামলা এই অনুমানে ঘি ঢেলেছে। বিশেষ করে, উমারোভ যখন এই দুইটি বোমা হামলার দায় অস্বীকার করেন, তখন এই সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে কাদিরোভ আবারো দাবি করেন যে উমারোভ মারা গেছেন। তিনি তাঁর দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন যে তাঁর কাছে এমিরেটের নেতৃত্ব নিয়ে ভাগাভাগি হওয়ার প্রমাণ আছে। উমারোভের স্থালভিষিক্ত কে হবে তা নিয়ে বিদ্রোহী দলটিতে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। কাদিরোভের মন্তব্য অনুযায়ী, ইউটিউবে একটি অডিও ক্লিপ [রুশ] প্রকাশ করা হয়েছে। এই অডিও ক্লিপটিতে [রুশ] দুইজন জন লোক নিজেদের মাঝে তর্ক করছে উমারোভের যোগ্য উত্তরসূরি কে হবেন তা নিয়ে।
কাভকাজ কেন্দ্র থেকে উমারোভের মৃত্যু নিয়ে যে ঘোষণা দেয়া হয়েছে তাতে মনে হচ্ছে, কাদিরোভের আগের দাবির যথার্থতা প্রমাণ করছে। কাদিরোভ গর্ব করে তাঁর ইন্সটাগ্রাম একাউন্টে [রুশ] কিছুটা এভাবে বলেছিলেন যে এতে তাঁর কোন সমস্যা নেইঃ
Мы ранее говорили, что Умаров не представляет никакой угрозы для Олимпиады Сочи2014, также мы заявляли, что уничтожим его до начала олимпийских игр. В ходе одной из спецопераций Умарова ликвидировали, о чем я и написал ранее. Теперь это подтверждено самими крысятами. Что еще нужно для спецслужб и СМИ, чтобы поверить в смерть террориста?
আমরা আগেই বলেছি, সোচি ২০১৪ অলিম্পিকের জন্য উমারোভ কোন ধরনের হুমকি নয়। আমরা এটাও ঘোষণা করেছিলাম যে অলিম্পিক গেমসের আগেই আমরা তাকে সরিয়ে দিব। বিশেষ নিরাপত্তা বাহিনীর একটি অপারেশনের সময়ে উমারোভকে হত্যা করা হয়েছিল। এ সম্পর্কে আমি আগেও লিখেছিলাম। এখন সেই ইঁদুরেরা নিজেরাই এই খবর নিশ্চিত করেছে। এই সন্ত্রাসীর মৃত্যুর খবর বিশ্বাস করাতে হলে নিরাপত্তা বাহিনী এবং গণ মাধ্যমগুলোকে আর কত প্রমাণ দেখাতে হবে ?
রাশিয়ান ব্লগস্ফিয়ার এই খবর নিয়ে তুলনামূলকভাবে নীরব রয়েছে। সম্ভবত উমারোভের মৃত্যু নিয়ে আগে অনেক বার রিপোর্ট করা হয়েছে বলে তারা এ খবরে চুপ করে আছে। কিংবা ক্রিমিয়া সংযুক্তির খবরটি অন্য সব খবরকে পিছনে ফেলে দিয়েছে বলে হয়তোবা তারা উমারোভের মৃত্যুর খবরটি নিয়ে ততোটা আগ্রহ দেখায়নি।
সংবাদপত্র কমারসান্ট [রুশ] আখমেদ জাকায়েভের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তিনি একজন চেচেন নেতা। তিনি দাবি করেছেন, উমারোভ সম্ভবত গত বছরের আগস্ট মাসে মারা গেছেন। কমারসান্ট পত্রিকাটি তর্কের খাতিরে সত্য বলে ধরেও নিয়েছে যে ডায়াবেটিকস জটিলতার কারণে গ্যাংরিনে আক্রান্ত হয়ে সম্ভবত তাঁর মৃত্যু হয়েছে। রাশিয়ার জাতীয় সন্ত্রাস-বিরোধী কমিটি এই ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে কোন রকম মন্তব্য [রুশ] করতে অস্বীকৃতি জানিয়েছে।
বিদ্রোহী এই দলটির নতুন নেতা সম্পর্কে তেমন কিছু জানা [রুশ] যায়নি। শুধুমাত্র এটুকু জানা গেছে যে তিনি কোন চেচেন নন। নতুন নেতা দাগেস্তান থেকে আসা একজন আভার। উত্তর ককেশাসে বিদ্রোহের ক্ষেত্রে এটা কি অর্থ বহন করে তা বিতর্কের খাতিরে উন্মুক্ত।