ইথিওপিয়ায় ব্লগিং কালেকটিভের ছয় জন সদস্য গ্রেপ্তার

zonenine

২৫ এপ্রিল তারিখে আদ্দিস আবাবায় ৬ জন ব্লগারকে আটক করা হয়। ছবিঃ ফেসবুক, এন্ডাল্কের মাধ্যমে সংযোজিত।  

গত ২৫ এপ্রিল তারিখে জোন নাইন ব্লগিং কালেকটিভ [পিএম] এর ছয় জন সদস্যকে ইথিওপিয়ায় গ্রেফতার করা হয়েছে। গ্রুপটি জানিয়েছে, দেশটির রাজধানী শহর আদ্দিস আবাবার মায়েকেলায় আটক কেন্দ্রে তাঁদের এখন রাখা হয়েছে।

গ্রেপ্তারের সংবাদটি প্রথমে টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সহকর্মী ব্লগার এবং সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা গ্রেফতারকৃতদের জন্য তাঁদের সমর্থন জানান এবং এর পর আর কি হতে পারে সে ব্যাপারে তাদের নিজেদের ভয় প্রকাশ করেন।  

আদ্দিস আবাবায় বসবাসকারী লেখক বিস্রাত টেশোমি টুইট করেছেন:

সাংবাদিক ও ব্লগারদের উপর এপিআরডিএফ এর গলাবাজির ব্যাপারে আমি আতঙ্কগ্রস্ত। আমার দরজায় সন্ধ্যা ৭ টার সময় যখন নক করা হয় তখন আমি প্রায় ভয়ে থাকি। 

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইথিত্তপিয়ার সাংবাদিক জেরিহুন তেস্ফায় লিখেছেন:

যখন প্রায় সব সাহসী এবং সমালোচনামূলক বন্ধুদের তাদের সক্রিয়তার জন্য কারাগারে পাঠানো হবে তখন আপনি নিদারুণভাবে নিঃসঙ্গ ও অসহায় বোধ করবেন। 

২০১২ সালে গঠনের পর থেকে জোন নাইন গ্রুপ ক্ষমতাসীন সরকারের নীতি ও কাজের উল্লেখযোগ্য সমালোচনা করে আসছে। দেশে রাজনৈতিক নিপীড়ন সম্পর্কে সচেতনতা বাড়াতে আমরা অনলাইন প্রচারাভিযানের প্রচেষ্টা চালিয়েছি। এছাড়া আমরা স্থানীয় পাঠকদের জন্য আন্তর্জাতিক সংবাদ অনুবাদ করে পরিবেশন করি – গ্লোবাল ভয়েসেসের সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে, দুই বছর আগে আমরা আমহারিক গ্লোবাল ভয়েসেস চালু করি।  

প্রধানমন্ত্রী মেলেস জেনায়ি এর মৃত্যুর পর থেকে আমাদের উপর সরকারের নজরদারি আছে বলে আমরা বিশ্বাস করি। আমরা জেনায়ি’র তথাকথিত অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য সাফল্য সম্পর্কে সমালোচনামূলক নিবন্ধ লিখেছি। যেখানে তিনি অনুকূল প্রতিবেদন পেয়েছেন, সেখানে আমরা দেখিয়েছি, তার কৃতিত্ব সন্দেহজনক।  

​​আমাদের দলের যে সব সদস্যদের আজ গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোন অভিযোগে জারি করা হয়নি। 

দুর্ভাগ্যবশত, এই ধরণের গ্রেপ্তার তাদের এটিই প্রথম নয়। আদ্দিস আবাবার শহরতলিতে কালিটি নামের একটি বৃহৎ কারাগার আছে, যেখানে অনেক রাজনৈতিক বন্দীদের বর্তমানে আটক রাখা হয়েছে। যাদের মধ্যে সাংবাদিক ইস্কান্দার নেগা এবং রিয়ট আলেমু রয়েছেন। এই সাংবাদিকরা আমাদের সেই কারাগার এবং এর ভয়াবহ অবস্থা সম্পর্কে অনেক কিছু বলেছেন। কালিটি কারাগারটিকে আটটি ভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে, যেটির সর্বশেষ হচ্ছে – আট নম্বর জোন। সেখানে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিদ্রোহীদের রাখা হয়। যখন আমরা একসাথ হই, তখন আমরা প্রবাদতুল্য এই কারাগারটির জন্য একটি ব্লগ তৈরি করার সিদ্ধান্ত নিই, যেখানে সব ইথিওপিও বাসী বাস করে: আর সেটি হচ্ছে নয় নম্বর জোন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .