তিউনিসিয়ান ব্লগ চালু করেছে গোপন তথ্য ফাঁস করার প্রচার মাধ্যম

নাওয়াত হচ্ছে তিউনিসিয়ার পুরষ্কার প্রাপ্ত একটি যৌথ ব্লগ। সাইটটি এবার “নাওয়াত লিকস” নামে তাঁদের নিজস্ব গোপন তথ্য ফাঁস প্রচার মাধ্যম চালু করেছে।

গ্লোবালিকসের সহযোগীতায় এই নিরাপদ মঞ্চটি চালু করা হয়েছে। গ্লোবালিকস হচ্ছে একটি ওপেন সোর্স এবং বেনামী গোপন তথ্য ফাঁস সফটওয়্যার। সাইটটি ২৭ মার্চ তারিখে টুইট করে তাদের নতুন প্রকল্প সম্পর্কে ঘোষণা দিয়েছেঃ 

@নাওয়াত এর মাধ্যমে #নাওয়াতলিকস নামে আরব এবং ফরাসি ভাষায় আরব বিশ্বের প্রথম তথ্য ফাঁসের সাইট চালু হল!

Nawaat Leaks Logo

Nawaat Leaks Logo

নাওয়াত লিকস ব্যবহার করে যারা বিভিন্ন শ্রেনীর তথ্য উপাত্ত প্রকাশ করে দিতে চান, তাদের প্রথমে নামহীন অনলাইন সফটওয়্যার টোর ডাউনলোড করে নিতে হবে।

নাওয়াতের সহ-প্রতিষ্ঠাতা সামি বেন ঘার্বিয়া ব্যাখ্যা [আরবি] করেছেন, এই মঞ্চ ব্যবহারকারীদের সুরক্ষার কথা বিবেচনা করে কয়েকটি নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছেঃ 

قام فريق نواة بالتعاون مع مبادرة جلوبال ليكس بإنشاء صفحة خاصة تستخدم حزمة من التطبيقات و التقنيات المفتوحة المصدر التي تحمي مسربي الوثائق و الملفات السرية. هذه البرمجية تحمي المُسربين حتى من فريق نواة نفسه الذي لن يتعرف بفضل هذه التقنيات على هوية الأشخاص الذين سيقومون بعملية التسريب، لا عن طريق بريدهم الإلكتروني و لا عن طريق معرفهم الألكتروني و لا عن طريق إسمهم أو موقعهم الجغرافي.

و من أجل توفير حماية أكثر للمسربين سيعمل فريق نواة كعادته، قبل نشر أي وثيقة سرية مسربة، على فسخ كل البيانات الوصفية (Metadata) التي تزيد من إمكانية الكشف عن المصدر الإلكتروني للوثائق سواءا كانت ملفات صوتية، مقاطع فيديو، صور أو وثائق نصية.

গ্লোবালিকসের সহযোগীতায় নাওয়াত টিম একটি বিশেষ পাতা তৈরি করেছে। ব্যাপক সংখ্যক উন্মুক্ত উৎস বিশিষ্ট এ্যাপ্লিকেশন এবং কলা কৌশল এই পাতাটিতে রয়েছে। এই এ্যাপ্লিকেশন এবং কলা কৌশল সে সব ফাঁস করে দেয়া গোপনীয় নথিপত্র এবং ফাইলকে সুরক্ষিত রাখবে। এমনকি সফটওয়্যারটি গোপন তথ্য ফাঁসকারীদেরও স্বয়ং নাওয়াত টিমের কাছ থেকেও নিরাপদ রাখবে। তাই তারা এই কলা কৌশলগুলোর প্রতি ধন্যবাদ জানিয়েছেন। কেননা নাওয়াত টিমও সে সব লোকেদের পরিচয় বের করতে পারবে না, যারা তাদের ইমেইল ঠিকানা, আইপি ঠিকানা, নাম অথবা তাদের ভৌগোলিক অবস্থান ব্যবহার করে গোপনীয় [তথ্যগুলো] ফাঁস করবেন। আরও কিছু বাড়তি নিরাপত্তা প্রদান করতে নাওয়াত টিম বরাবরের মতোই যেকোন গোপনীয় নথিপত্র প্রকাশ করার আগেই সকল ধরনের অবস্থান পরিবর্তনসূচক তথ্য উপাত্ত মুছে দিবে। কেননা এসব তথ্যের সাহায্যে নথিপত্র সমূহ প্রকাশের অডিও, ভিডিও ক্লিপস, ছবি অথবা লেখা আকারে প্রকাশিত তথ্যের ইলেক্ট্রনিক উৎস খুঁজে বের করার সম্ভাবনা বেড়ে যায়। 

তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ২০১১ সালে ৪১ নং অধ্যাদেশ পাস করেছে। এই অধ্যাদেশ অনুযায়ী, প্রশাসনিক নথিপত্র সম্পর্কে যে কেউ জানতে পারবে বলে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। যদিও আইনটিকে বাস্তবায়ন করার মতো চর্চা কখনও দেখা যায় না। অধ্যাদেশ ৪১ বাস্তবায়ন কাজ অকার্যকর রয়ে যাওয়ায় ২৭ মার্চ তারিখে প্রকাশিত একটি বিবৃতির মাধ্যমে অনুচ্ছেদ ১৯ প্রকাশ করে কর্তৃপক্ষকে প্রচন্ড অপমান করা হয়েছে।

সংস্থাটি বলেছে, “১৯ নং অনুচ্ছেদের বিবরণীতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমানে বিরাজমান যে নকশা তৈরি করা হয়েছে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়নি।”

বেন ঘার্বিয়া অধ্যাদেশটির যথাযথ বাস্তবায়নের অভাব নিয়ে মন্তব্য [আরবি] করে বলেছেনঃ

بالرغم من المرسوم عدد 41 لسنة 2011 الذي يضمن، نظريا، حق المواطن في النفاذ إلى الوثائق الإدارية للمنشئات العمومية، و بالرغم من كثرة الحديث عن مقاومة الفساد و محاسبة الفاسدين و ضرورة تأسيس حوكمة رشيدة قائمة على الشفافية، إلا إننا لم ننعم بعد لا بحق النفاذ إلى المعلومة و لا بمقاومة جادة للفساد. بل على العكس، رأينا كيف يُحاكم و يتبع عدليا كل من حاول كشف المستور من فساد و محابات واستغلال للنفوذ و غيرها من المظاهر التي لا تزال تنخر عوالم السياسة و الإدارة و الأعمال

প্রশাসনিক নথিপত্রের তথ্যাদি পেতে নাগরিকের অধিকার সম্পর্কে ২০১১ সালে পাস করা ৪১ নং অধ্যাদেশে সরকারি প্রতিষ্ঠানসমুহ থেকে তাত্ত্বিকভাবে তথ্য প্রদান করতে বলা হলেও, প্রকৃতপক্ষে আমরা এ থেকে অনেক দূরে সরে আছি। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ নিয়ে অনেক কথা বার্তা বলা সত্ত্বেও, দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলা সত্ত্বেও এবং স্বচ্ছ সুশাসন [নীতি] প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও আমরা এখনও তথ্য অধিকার বাস্তবায়ন করতে এবং দূর্নীতি বিরোধী একটি ভয়াবহ যুদ্ধ থেকে কিছুটা দূরে সরে আছি। কিন্তু পক্ষান্তরে আমরা এটাও দেখেছি, যারা দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য বিষয় সম্পর্কে লুকায়িত তথ্য ফাঁস করে দিতে চায়, তাদের কীভাবে অপদস্থ করা হয়। রাজনৈতিক, প্রশাসনিক এবং ব্যবসা বিষয়ক তথ্যাদি এখনও গোগ্রাসে গিলে ফেলা হয়। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .