দক্ষিণ কোরিয়া: নেতিবাচক সংবাদ প্রচারের অভিযোগে সংবাদপত্রের বিরুদ্ধে স্যামসং-এর মামলা

নিজেদের পক্ষে যায়নি এমন সংবাদ ছাপানোর কারণে দক্ষিণ কোরিয়ার বৃহৎ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সামস্যাং স্থানীয় এক তথ্য প্রযুক্তি বিষয়ক সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছে। কি ভাবে ঘটনাট ঘটল এবং নেতিবাচক সংবাদের বিষয়ে সামস্যাং- যে ভাবে সাড়া প্রদান করেছে তার ফলে উদ্ভুত পরিস্থিতি নিয়ে মামটস হোল ব্লগ একটি প্রবন্ধ লিখেছে। এর কিছুটা উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হল;

আমি সামস্যাং-কে সতর্ক করে দিয়েছিলাম যে গণ সংযোগের ক্ষেত্রে এই ধরনের মামলা প্রায়শ ভালোর চেয়ে ক্ষতি করে[…] যা পরিস্থিতিকে আরো খারাপ করে ফেলে। অ্যাপেলের ভেতরকার এক কাহিনীর সাথে কোরিয়ার বৃহৎ বিদ্যুৎ পণ্য সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান-এর তুলনা, যেন অনেকটা কিউপারটিনো ফল কোম্পানির পক্ষে যায় না-এতে ধারণা হয় যে কাহিনী আসলে সত্য। অ্যাপেল, তার বাজারে ছাড়া প্রতিটি আইফোনের মডেলের সাথে অজস্র সংবাদপত্র/ব্লগের ভিত্তিহীন গুজব-এর শিকার হওয়া সত্ত্বেও প্রায় কারো বিরুদ্ধে মামলা করেনি

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .