নাগরিক সাংবাদিকদের জন্য ৫টি সম্ভার

আপনি যদি এখনও এ বিষয়ে কিছু জেনে না থাকেন, তবে আপনার জ্ঞাতার্থে নাগরিক সাংবাদিকদের জন্যে(অনেকাংশে) নতুন ইন্টারনেট সম্ভারের একটি তালিকা দেওয়া হল। এই তালিকাটি হয়তোবা আপনাকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তুলবে… 

Screen shot 2014-04-14 at 14.30.34

১। সেফারজুর্নো টুলকিটঃ

ইন্টারনিউজ সম্প্রতি প্রচার মাধ্যমের প্রশিক্ষকদের জন্য ডিজিটাল সম্ভারগুলো প্রকাশ করেছে। বিনামূল্যের এই পিডিএফ ডাউনলোডটি (সৃজনশীল জনসাধারনের) শিক্ষকদের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে নিজের অবস্থান নির্ণয় করতে সহায়ক হবে। যারা শুধুমাত্র শিখতে চান কীভাবে আরও বেশি নিরাপদ একজন সাংবাদিক হওয়া যায়, তাদের জন্য এটি একটি বড় তথ্যনির্দেশ হিসেবেও কাজে আসবে। এই টুলকিটটি প্রধানত ঝুঁকি মূল্যায়ন, ম্যালওয়ার এবং মৌলিক সুরক্ষা, তথ্য উপাত্তকে নিরাপদ রাখা, নিরাপদভাবে গবেষণা করা, ইমেইল বার্তা সুরক্ষা রাখা এবং মোবাইল ফোনের নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেছে।

২। মানবিক সংকট নিয়ে রিপোর্টিংঃ 

বিনামূল্যে ডাউনলোড যোগ্য এই বৃহৎ বইটি রিলিফওয়েব এবং ইন্টারনিউজ থেকে পাওয়া যাবে। মানবিক কর্মী, রিপোর্টার এবং শিক্ষকদের জন্য এটি একটি নির্দেশাবলী এবং সারগ্রন্থ। এটি তাদের রিপোর্ট করার কাজটিকে আরও বেশি ভারসাম্যময় করে তুলবে। এখানে শ্রেণীকক্ষে পাঠদানের জন্য অনুশীলনী অন্তর্ভুক্ত করা আছে। মানবিক সংকটের সময় সাধারনত যে সব প্রতিক্রিয়া দেখা যায় এবং নিরাপদ ও সুরক্ষিত উপায়ে এসব সংকটের সমাধান কীভাবে করা যায়, সে সব বিষয় এই বইটির বিভিন্ন অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। 

vh

৩। যাচাইমূলক হ্যান্ডবুকঃ

এটি সম্প্রতি প্রকাশিত বিনামূল্যে ডাউনলোড যোগ্য আরেকটি পুস্তিকা। শীর্ষস্থানীয় সাংবাদিক এবং বহুল সম্মানিত প্রচার মাধ্যম অংশীদারদের লেখা এই পুস্তিকাটিতে ব্যাখ্যা করা হয়েছে, জরুরী অবস্থায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের লেখা বিভিন্ন প্রচার সূচী কীভাবে প্রকাশ করতে হয়। একটি লেখার যথার্থতা নির্ধারণ করা কেন এতোটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে লেখার সত্যতা যাচাই করতে হয় তা এখানে ব্যাখ্যা করা আছে। বিভিন্ন লেখা, ছবি এবং ভিডিওর যাচাই করার প্রক্রিয়াও এখানে লেখা রয়েছে।

৪। মিদান থেকে চেকডেস্কঃ  

মিদানের উপর সতর্ক দৃষ্টি রাখতে এটি চলমান প্রক্রিয়াধীন একটি প্রকল্প। মধ্যপ্রাচ্যে সিটিজেনদের দ্বারা চালিত খবরের যাচাই প্রক্রিয়াটিকে আরও উন্নত করতে এটি সাহায্য করছে। এটি সম্প্রতি “মিশরের নেতৃত্বস্থানীয় সংবাদপত্র আল-মাসরি আল-ইয়ুম’ এর জন্য চেকডেস্কের একটি আলফা প্রকাশনার নিয়ন্ত্রণাধীন, সিটিজেন পরিচালিত সরাসরি ব্লগ টুল” নিয়ে কাজ করছে। খুব শীঘ্রই অন্যান্য দেশে এবং প্রকাশনার ক্ষেত্রে এটি তাঁর কার্যক্রম বিস্তৃত করবে। 

Screen shot 2014-04-14 at 14.31.26

৫। নারী অধিকার প্রচারণার: তথ্য এক্টিভিজম টুলকিটঃ

ট্যাকটিক্যাল টেক থেকে ২০১৩ সালে এটি প্রকাশিত হয়েছে। কিন্তু এটা পুনরায় পরিদর্শন করা প্রয়োজন। প্রভাবিত করার উপযোগী উপায়ে এবং ডিজিটাল পদ্ধতিতে কীভাবে মৌলিক প্রচারাভিযানের নকশা ছাপানো যায় তা এখানে দেওয়া আছে। এতে মৌলিক বিষয়গুলো (যেমন, পাঠক সম্প্রদায়, বার্তা, নেটওয়ার্ক…), বিভিন্ন কৌশল (যেমন, গল্প বলা, অনুপ্রেরণা মূলক কার্যক্রম, মনোযোগ আকর্ষণ, মোবাইল, প্রিন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়া), বিভিন্ন টুল এবং নানা রকম উদাহরণ অন্তর্ভুক্ত রয়েছে। নারী অধিকার কেন্দ্রিক সবকিছুর উপর এখানে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে।    

(আরও যা অন্তর্ভুক্ত রয়েছেঃ যৌন সহিংসতার উপর রিপোর্ট করা এবং একটি দিক নির্দেশনাকে গুরুত্ব দিয়ে সাক্ষীদের প্রকাশিত একটি নিবন্ধ।)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .